For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাহুতুলের উপর থেকে কি হাত তুলে নেওয়া হল - অরুণোদয়ে প্রশ্ন সিএবির আনাচে কানাচে

বিজয় হাজারের ট্রফিতে খারাপ পারফরম্যান্সের পর, অরুণ লালকে রঞ্জি ট্রফি মৌসুমের আগে বাংলার দলের মেন্টর হিসেবে নিযুক্ত করা হল।
 

  • |
Google Oneindia Bengali News

বিজয় হাজারে ট্রফিতে জঘন্য পারফর্ম্যান্সের পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বাংলার ক্রিকেট প্রশাসন আসন্ন রঞ্জি ট্রফিতে দলের উন্নতির জন্য প্রাক্তন ভারতীয় তথা বাংলা দলের ওপেনার অরুণই লালকে দলের মেন্টর হিসেবে নিয়োগ করলো।

সিএবি প্রেসিডেন্ট সৌরভ জানান ক্রিকেট সম্পর্কে অরুণলালে প্রগাঢ় জ্ঞানের কথা মাতায় রেখেই তাঁকে মেন্টর নিয়োগ করা হয়েছে।

 হাত তুলে নেওয়া হল বাহুতুলের উপর থেকে?

হাত তুলে নেওয়া হল বাহুতুলের উপর থেকে?

অরুণলালকে মেন্টর হিসেবে নিয়োগ করায় বাংলা দলের বর্তমান কোচ সাইরাজ বাহুতুলের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে গেল। গত ২২ অক্টোবর থেকে কলকাতায়, বাংলার ভিশন ২০২০-এর আওতায় শুরু হওয়া প্রস্তুতি শিবিরেও যোগ দেননি বাহুতুলে। ভারতের জাতীয় দলের হয়ে খেলা এই স্পিনার অবশ্য অরুণ লালের নিয়োগ নিয়ে কোনও মন্তব্য করেননি।

অরুণ লালকে নিজে ফোন করেন সৌরভ

অরুণ লালকে নিজে ফোন করেন সৌরভ

অরুণ লাল এই মুহূর্তে দেশের বাইরে। তিনি ইতালিতে আছেন। বাংলার এক প্রধান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাকারে তিনি জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট নিজে তাঁকে ফোন করে বাংলার মেন্টর পদ গ্রহণের জন্য অনুরোধ জানান। এই সম্মিান পেয়ে অরুন লাল অভিভূত। তিনি জানিয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরোধ তিনি ফেলতে পারেননি।

ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় অরুণ লাল

ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় অরুণ লাল

ভারতের হয়ে আটের দশকে ১৬টি টেস্ট ও ১৩টি একদিনের ম্য়াচ খেলেছিলেন অরুণলাল। জাতীয় দলের হয়ে খুব বেশি খেলার সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে কিন্তু তিনি বাংলার হয়ে নিয়মিত বড় রান করেছেন। ১৯৮৯-৯০ সালে বাংলা শেষবার যখন রঞ্জি ট্রফি জিতেছিল সেইবার ট্রফি জয়ের পিছনে বড় অবদান ছিল তাঁর। সেই মরশুমে তাঁর রানের গড় ছিল ৯৮-এর উপরে! প্রথম শ্রেনীর ক্রিকেটে তিনি ৪৭ গড়ে ১০,০০০-এরও বেশি রান করেন। মোট ৩০টি শতরানও আছে।

কোন পথে এগোবেন তিনি?

কোন পথে এগোবেন তিনি?

দেশের বাইরে থেকে এই মুহূর্তেই ভবিষ্যতের পরিকল্পনা জানাতে পারেননি তিনি। তিনি আগামী ২৬ অক্টোবর দেশে ফিরছেন। তারপর দলের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি ভবিষ্ঠতের পরিকল্পনা স্থীির করবেন।

২৯-এ শহর ছাড়বে বাংলা

২৯-এ শহর ছাড়বে বাংলা

২৬ তারিখেই প্রথম দুই রঞ্জি ম্য়াচের জন্য ল ও সাপোর্ট স্টাফ বাছাই করবে বাংলা। এরপর আগামী ২৯ তারিখেই প্রথম ম্যাচ খেলতে শহর ছাড়বে দল। প্রথম ম্যাচে তাঁদের প্রতিপক্ষ হিমাচল প্রদেশ। এরপর ঘরের মাঠে খেলতে হবে মধ্যপ্রদেশের সঙ্গে।

English summary
After a poor performance in the Vijay Hazare Trophy, Arun Lal has been appointed as the mentor of Bengal team ahead of the Ranji Trophy season.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X