For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা ক্রিকেট দলের কোচের চাকরি হারাতে পারেন অরুণ লাল!

বাংলা ক্রিকেট দলের কোচের চাকরি হারাতে পারেন অরুণ লাল!

  • |
Google Oneindia Bengali News

বিসিসিআইয়ের নতুন নির্দেশিকায় বাংলা ক্রিকেট দলের হেড কোচের চাকরি খোয়াতে পারেন অরুণ লাল। করোনা ভাইরাসের জেরেই এই দুঃসংবাদ শুনতে পারেন ক্যানসার জয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বিসিসিআইয়ের নির্দেশিকা

বিসিসিআইয়ের নির্দেশিকা

করোনা ভাইরাসের আবহে ঘরোয়া ক্রিকেট চালু করার ক্ষেত্রে ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফদের সুরক্ষা ও স্বাস্থ্য পর্যবেক্ষণের দায়িত্ব রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে দিয়েছে বিসিসিআই। বোর্ডের তৈরি একশো পাতার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিওর বা এসওপি-তে বলা হয়েছে, অনুশীলন কিংবা ম্যাচ চলাকালীন ষাটোর্ধ্ব কোনও ব্যক্তি যার ডায়বেটিস, ফুসফুস-জনিত বা অন্যান্য শারীরিক সমস্যা রয়েছে, তাঁকে মাঠ, শিবির কিংবা ড্রেসিং রুমে ঢুকতে দেওয়া যাবে না। কারণ তাঁদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি বলে জানানো হয়েছে।

অরুণ লালের সমস্যা

অরুণ লালের সমস্যা

বিসিসিআইয়ের নির্দেশিকা অনুযায়ী বাংলা ক্রিকেট দলের কোচ পদের চাকরি খোয়াতে পারেন অরুণ লাল। গত শনিবার ৬৫-তে পা দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। ক্যানসারকে জয় করেছেন সদ্য। তাঁর শরীর অন্যান্য ব্যক্তিদের থেকে যে দুর্বল, তা বলার অপেক্ষা রাখে না। তাই অরুণ লালকে নিয়ে ঝুঁকি নাও নিতে পারে সিএবি।

দুর্দান্ত বাংলা

দুর্দান্ত বাংলা

কোচ হওয়ার পর পিছিয়ে পড়া বাংলা ক্রিকেট দলকে টেনে তুলেছেন অরুণ লাল। গত মরশুমের রঞ্জি ট্রফিতে বাংলাকে ফাইনাল তুলেছিল তাঁর উর্বর ক্রিকেট মস্তিষ্ক। অরুণ লালের কোচিংয়ে আগামী মরশুমেও বাংলা রঞ্জিতে ভালো কিছু করবে, আশা করে বসে রয়েছেন ক্রিকেট প্রেমীরা।

কী বললেন ডালমিয়া

কী বললেন ডালমিয়া

বিসিসিআইয়ের নতুন নির্দেশিকার কথা শুনেছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। যদিও সরকারি ভাবে সিএবি-এর হাতে সেই নির্দেশিকা এসে পৌঁছয়নি বলে জানানো হয়েছে।

দাদা সৌরভকেই দেশের সেরা অধিনায়ক বললেন প্রাক্তন অল-রাউন্ডারদাদা সৌরভকেই দেশের সেরা অধিনায়ক বললেন প্রাক্তন অল-রাউন্ডার

English summary
Arun Lal may not continue as Bengal cricket team head coach
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X