For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়া অ্যাসেজ ধরে রাখলেও শেষ টেস্টে ইংল্যান্ড জেতায় সিরিজের ফলাফল ২-২

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পরে প্রথম অ্যাসেজে জোর টক্কর দিয়ে অস্ট্রেলিয়া কাপ নিজেদের কাছে ধরে রাখতে পারলেও সিরিজ জিততে পারল না।

  • |
Google Oneindia Bengali News

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পরে প্রথম অ্যাসেজে জোর টক্কর দিয়ে অস্ট্রেলিয়া কাপ নিজেদের কাছে ধরে রাখতে পারলেও সিরিজ জিততে পারল না। পাঁচ টেস্টের সিরিজ ২-২ ব্যবধানে শেষ হল। কারণ শেষ টেস্টে ইংরেজরা জিতে সিরিজে সমতা ফেরাল। ওভাল টেস্টে অস্ট্রেলিয়াকে ১৩৫ রানে হারিয়ে দিল ইংল্যান্ড। শেষ অবধি জো রুটের দল সিরিজ অমীমাংসিত রাখতে পারল।

শেষ টেস্টে ইংল্যান্ড জেতায় অ্যাসেজ সিরিজের ফলাফল ২-২

এই সিরিজের সেরা হয়েছেন বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট বেন স্টোকস এবং শেষ টেস্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জোফ্রা আর্চার। এই টেস্টে টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ইংল্যান্ড ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৯৪ রান তোলে। জস বাটলার ও অধিনায়ক জো রুট অনবদ্য অর্ধ শতরান করেন।

শেষ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া মাত্র ২২৫ রানে অলআউট হয়ে যায়। অনবদ্য বোলিং করেন জোফ্রা আর্চার। ৬২ রানে নেন ৬ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র রান করেন স্টিভ স্মিথ। তিনি করেন ৮০ রান। প্রথম ইনিংসে কিছুটা লিড পাওয়ার পরে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড তোলে ৩২৯ রান। জো ডেনলি ৯৪ ও বেন স্টোকস করেন ৬৭ রান।

প্রায় চারশো রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শেষ ইনিংসে গুটিয়ে যায় মাত্র ২৬৩ রানে। অস্ট্রেলিয়ার হয়ে ম্যাথু ওয়েড ১২৭ রানের অনবদ্য ইনিংস খেলেন। আর কেউ দাঁড়াতে পারেননি ইংরেজ বোলারদের সামনে।

English summary
Ashes 2019, 5th Test : England wins last test, levels series against Australia 2-2
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X