For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যাসেজ ২০১৯: ৬৭ রানে অলআউট ইংল্যান্ড, লজ্জাজনক ব্যাটিংয়ের সমলোচনায় প্রাক্তন

ঘরের মাঠে অ্যাসেজ সিরিজ খেলতে নেমে করুণ অবস্থা ইংল্যান্ডের। সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে একেবারে ব্যাটিং ভরাডুবি। অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সমানে মাথা নত করে ৬৭ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড।

  • |
Google Oneindia Bengali News

ঘরের মাঠে অ্যাসেজ সিরিজ খেলতে নেমে করুণ অবস্থা ইংল্যান্ডের। সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং ভরাডুবি। অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সমানে মাথা নত করে ৬৭ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। যার পর ইংল্যান্ড দলের তুমুল সমালোচনা করলেন ব্রিটিশদের প্রাক্তন ওপেনার মাইক আর্থারটন।

অ্যাসেজ ২০১৯: ৬৭ রানে অলআউট ইংল্যান্ড, লজ্জাজনক ব্যাটিংয়ের সমলোচনায় প্রাক্তন

দলের সমালোচনায় আর্থারটন বলেছেন, 'এই দল টেস্ট ক্রিকেটে কীভাবে ব্যাট করতে হয়, জানেই না। চোখে দেখার অযোগ্য ব্যাটিং। ' সেই সঙ্গে দলের ভুলক্রুটি দিয়ে তিনি আরও বলেন, 'ওপেনিং থেকে মিডল অর্ডার,ব্যাটিংয়ের সব স্তরেই গলদ রয়েছে। নিজেদের ঘরের মাঠে বল নড়লে খেলতে পারছে না। এর চেয়ে লজ্জার কীই বা হতে পারে। বলের জাজমেন্ট নিতে গিয়ে এত গলদ। পিচের চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটাই তো ক্রিকেটারের প্রধান গুণ। আর এই পারফর্ম্যান্সের পর বলার অপেক্ষা রাখে এবার ইংল্যান্ড অ্যাসেজ হারাচ্ছেই।'

প্রসঙ্গত সিরিজের প্রথম টেস্টে এজবাস্টনে জয় পেয়ছিল অস্ট্রেলিয়া। লর্ডসে দ্বিতীয় টেস্টের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচ ড্র হয়। আর তৃতীয় টেস্টে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে টিম পেইনের দল।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের থেকে অজিরা এগিয়ে ২৮৩ রানে। দ্বিতীয় ইনিংসে এখনও চার উইকেটের পুঁজি নিয়ে ব্যাট করবে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে ম্যাচের মোড় ঘোরানোর নায়ক, জোস হ্যালেজউড। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩০ রান খরচ করে ৫টি উইকেট পান। অন্য দুই পেসার প্যাট কামিন্স ৩টি ও জেমস প্যাটিনসন ২টি উইকেট পেয়েছেন। পাঁচ ম্যাচের সিরিজে অজিরা ১-০ এগিয়ে রয়েছে।

English summary
Ashes 2019 : England bowled out for 67! Michael Atherton criticize for poor batting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X