For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যাসেজ ২০১৯: লর্ডস টেস্ট শুরুর আগে এই পরিসংখ্যানগুলি জেনে নিন

১৪ অগাস্ট থেকে লর্ডসে শুরু ইংল্যান্ড-অস্ট্রেলিয়া অ্যাসেজ ডুয়েল। ঐতিহাসিক মাঠে অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে এই পরিসংখ্যানগুলি জেনে নিন।

  • |
Google Oneindia Bengali News

১৪ অগাস্ট থেকে লর্ডসে শুরু ইংল্যান্ড-অস্ট্রেলিয়া অ্যাসেজ ডুয়েল। ঐতিহাসিক মাঠে অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে এই পরিসংখ্যানগুলি জেনে নিন।

অ্যাসেজে শেষ ৭ টেস্টে অপরাজিত অস্ট্রেলিয়া

অ্যাসেজে শেষ ৭ টেস্টে অপরাজিত অস্ট্রেলিয়া

অ্যাসেজ সিরিজের ইতিহাসে শেষ সাতটি টেস্টে অপরাজিত রয়েছে অস্ট্রেলিয়া। ২০১৫ সালে ওভালে টেস্ট ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। সেই টেস্ট নিয়ে এখনও পর্যন্ত সাতটি অ্যাসেজ টেস্টে অজিরা অপরাজিত রয়েছে।

একনজরে অজিদের সাতটি অ্যাসেজ টেস্টে অপারিজত থাকার পরিসংখ্যান

১) ২০১৫ সালে ওভালে অজিরা ম্যাচ জিতেছিল- ৪৬ রানে.
২) ২০১৭ -১৮ অ্যাসেজ--ব্রিসবেনে অস্ট্রেলিয়া ম্যাচ জেতে ১০ উইকেটে
৩)২০১৭ -১৮ অ্যাসেজ- অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ম্যাচ জেতে ১২০ রানে।
৪)২০১৭ -১৮ অ্যাসেজ- পারথে অস্ট্রেলিয়া ম্যাচ জেতে ৪১ রানে।
৫)২০১৭ -১৮ অ্যাসেজ-মেলবোর্নে ম্যাচ ড্র হয়
৬)২০১৭ -১৮ অ্যাসেজ- সিডনি অজিরা ম্যাচ জেতে ১২৩ রানে
৭)২০১৯- এজবাস্টনে অজিরা ম্যাচ জেতে ২৫১ রানে।

একনজরে শেষবার লর্ডসে স্মিথের ব্যাটিং দাপট

২০১৫ সালে লর্ডসের এই মাঠে, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২১৫ রান হাঁকিয়েছিলেন স্টিভ স্মিথ। লর্ডসে অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছিল ৪০৫ রানে।

লর্ডসে ক্রিস ওকসের টেস্ট রেকর্ড

লর্ডসে বরাবরই বিধ্বংসী বোলিং করেন ইংল্যান্ডের অল-রাউন্ডার ক্রিস ওকস। জুলাইয়ে এই মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নিয়েছেন(১৭/৬)। সব মিলিয়ে এই মাঠে ৪ টেস্ট খেলে ব্যাটে ২৭৪ রান ও বলে ২৪টি উইকেট তুলে নিয়েছেন ওকস। এই মাঠে তিন বার পাঁচ বা তার বেশি উইকেট পেয়েছেন ওকস। সেই সঙ্গে লর্ডসে একটি টেস্ট শতরানও রয়েছে ওকসের।

English summary
ashes 2019: England vs australia lords test, statistical preview
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X