For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেকর্ডম্যান স্মিথ! কোহলি-লারাকে ছুঁলেন, দেখুন স্টিভের ব্যাটে কী কী নজির হল

অ্যাসেজ সিরিজে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান হাতছাড়া করেন স্মিথ। শতরান থেকে ১৮ রান দূরে স্মিথের ইনিংস থেমে যায়। তবে এই ইনিংস হাঁকিয়ে বেশ কয়েকটি নজির স্পর্শ করে গেলেন অজি ব্যাটসম্যান।

  • |
Google Oneindia Bengali News

অ্যাসেজ সিরিজে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান হাতছাড়া করেন স্মিথ। শতরান থেকে ১৮ রান দূরে স্মিথের ইনিংস থেমে যায়। তবে এই ইনিংস হাঁকিয়ে বেশ কয়েকটি রেকর্ড স্পর্শ করে গেলেন অজি ব্যাটসম্যান।

গোয়ায় কেজরি

গোয়ায় কেজরি

আসন্ন নির্বাচন উপলক্ষে গোয়ায় গিয়ে সেখানকার মৎস্যজীবী সম্প্রদায়ের সঙ্গে দেখা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল।

বিরাট ও লারার নজির স্পর্শ স্মিথের

বিরাট ও লারার নজির স্পর্শ স্মিথের

তিন বা তার বেশি ম্যাচের কোনও টেস্ট সিরিজে ৬০০এর বেশি রান হাঁকানোর তালিকায় শীর্ষে রয়েছেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যান। টেস্ট সিরিজে ব্র্যাডম্যান ৬০০ প্লাস রান হাঁকিয়েছেন মোট ৬ বার। সেই তালিকাতেই তিনবার করে ৬০০ প্লাস রান হাঁকানোর নজির রয়েছে বিরাট কোহলি-ব্রায়ান লারার। শনিবার ৮২ রানের ইনিংস খেলার সুবাদে পাঁচ ম্যাচের সিরিজে তিন টেস্ট খেলে স্মিথের রান এখন ৬৭১। সবমিলিয়ে এটি টেস্ট কেরিয়ারের স্মিথের তৃতীয় বার সিরিজে ৬০০ প্লাস রান।

পরকাশের দাবি

পরকাশের দাবি

ড্রাগসের সমস্যা অন্য রাজ্যের চেয়ে পাঞ্জাবে অনেক কম রয়েছে। এমনটাই দাবি করে বিরোধীদের একহাত নিলেন গোয়ার অকালি দলের মুখ্যমন্ত্রী পরকাশ সিং বাদল।

এক টেস্টে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরির রেকর্ড

এক টেস্টে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরির রেকর্ড

এক টেস্টে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরির করার তালিকায় সবচেয়ে উপরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিস। তাঁর ক্রিকেট কেরিয়ারে মোট ১১ বার এই কীর্তি তিনি করেছিলেন।
ম্যাঞ্চেস্টার টেস্টে প্রথম ইনিংসে ২১১ করার পর দ্বিতীয় ইনিংসে ৮২ রান করে কালিসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন স্মিথ। টেস্ট কেরিয়ারে এই নিয়ে দশম বার, এক টেস্টে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করলেন স্মিথ। এক টেস্টে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি হাঁকানোর বিরাটের রেকর্ড রয়েছে ৮ বার।

কাশ্মীর নিয়ে আসরে কংগ্রেস

কাশ্মীর নিয়ে আসরে কংগ্রেস

জম্মু ও কাশ্মীরের অবস্থা আগের চেয়ে অনেক খারাপ হয়েছে। সরকারের অপদার্থতার কারণেই এমন হচ্ছে বলে পিডিপি ও বিজেপি জোটকে নিশানা করেছে কংগ্রেস।

চলতি অ্যাসেজে স্মিথের রান

তিন টেস্ট খেলে ৫ ইনিংসে স্মিথের সংগ্রহ ১৪৪, ১৪২, ৯২,২১১ ও ৮২ রান। অর্থাৎ দুটি শতরান, দুটি অর্ধশতরান ও একটি দ্বিশতরান হাঁকিয়েছেন স্মিথ।

মুম্বই বিমানবন্দরে কড়া নিরাপত্তা

মুম্বই বিমানবন্দরে কড়া নিরাপত্তা

ইস্তানবুলে বিমানবন্দরে হামলার ঘটনায় ভারতের মুম্বই বিমানবন্দরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে।

অল্পের জন্য রক্ষা পেলেন হৃত্বিক

অল্পের জন্য রক্ষা পেলেন হৃত্বিক

অল্পের জন্য রক্ষা পেলেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। বিস্ফোরণের কিছুক্ষণ আগেই তিনি দেশে ফেরার জন্য কামাল আতাতুর্ক বিমানবন্দর থেকে রওনা দেন। দুই ছেলের সঙ্গে আফ্রিকায় ছুটি কাটিয়ে দেশে ফিরছিলেন হৃতিক।

হায়দ্রাবাদে আটক ১১ আইএস সন্দেহভাজন

হায়দ্রাবাদে আটক ১১ আইএস সন্দেহভাজন

হায়দ্রাবাদে আইএস ঘাঁটির হদিশ পেল এনআইএ। আইএস ধাঁচে জঙ্গি হামলার পরিকল্পনা ফাঁস করে ১১ জন সন্দেহভাজনকে আটক করেছে এনআইএ। এদিন হায়দ্রাবাদে হামলার পরিকল্পনা করেছিল এই সন্দেহভাজনরা।

English summary
Ashes 2019: Steve Smith scored 82 in 2nd innings, equals Virat Kohli and Brian Lara's record
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X