For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিকেটকে বিদায় জানিয়েও, ক্রিকেটেই থাকছেন নেহরা, এবার তাঁর নতুন দায়িত্ব

আইপিএলের হাত ধরে ক্রিকেটে ফিরছেন আশিস নেহরা। তাঁর কাজ অবশ্য বাইশ গজে নয়

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ফের ক্রিকেটে ফিরছেন আশিস নেহরা এবার কোচিং স্টাফ হিসেবে। আইপিএল ১১ মরশুমে তিনি ফের ক্রিকেটেই থাকছেন। ৩৮ বছরের আশিস নেহরা মাস দুয়েক আগে বিশ্ব ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। জানিয়ে দিয়েছিলেন খেলবেন না আইপিএলেও।

ক্রিকেটকে বিদায় জানিয়েও, ক্রিকেটেই থাকছেন নেহরা, এবার তাঁর নতুন দায়িত্ব

[আরও পড়ুন:দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দলের অনুশীলনের ভিডিও, দেখে নিন রোহিতে-র চোখে ][আরও পড়ুন:দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দলের অনুশীলনের ভিডিও, দেখে নিন রোহিতে-র চোখে ]

কিন্তু বেশিদিন ক্রিকেট ছেড়ে থাকতে হল না তাঁকে। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচিং স্টাফ দলের সদস্য হচ্ছেন ভারতের এই অভিজ্ঞ পেসার। দলের কোচিংয়ের দায়িত্ব সামলাবেন ড্যানিয়েল ভেত্তোরি। গ্যারি কার্স্টেনও যোগ দিচ্ছেন ভেত্তোরির সঙ্গে। কার্স্টেন যোগ দিচ্ছেন ব্যাটিং কোচ হিসেবে, অন্য দিকে বোলিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন আশিস নেহরা। আরসিবি নিজেদের এক বিবৃতিতে এই খবর জানিয়েছে।

[আরও পড়ুন:আইপিএল নিলাম নিয়ে জোর জল্পনা, কে কাকে ধরে রাখবেন জেনে নিন এক নজরে ]

নিজেদের জুনিয়র ডেভালপমেন্টের দিকেও নজর রেখেছেন আরসিবি কর্তৃপক্ষ। ট্রেন্ট উডহিল, অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডোকে রাখা হয়েছে। যাঁরা ট্যালেন্ট ডেভালপমেন্টের কাজ করবেন। ভেত্তোরি বলেছেন, 'আমি খুবই আনন্দিত গ্যারি ও আশিসের সঙ্গে কাজ করতে পারব। রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওঁদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে লাভবান হবে। আমরা একটা নতুন মরশুমে-র দিকে তাকিয়ে আছি।'

English summary
Ashis Nehera is back into cricket, this time as coach in royal challengers camp 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X