For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপ, ভাঙল সচিন-সৌরভের রেকর্ড, আরও যা যা কীর্তির ভাগিদার হলেন রোহিত-শিখররা

১০টি রেকর্ড, যেগুলি ভেঙে গেল ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০১৮, সুপার ফোরের ম্যাচে।
 

  • |
Google Oneindia Bengali News

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ৯ উইকেটে বিশাল জয় পেয়েছে ভারত। দুই ওপেনার শিখর ধাওয়ান (১০০ বলে ১১৪) ও রোহিত শর্মা (১১৯ বলে ১১১*) দুজনেই শতরান হাকালেন। গোটা ইনিংসস জুড়ে ইচ্ছামতো ৪ কিংবা ৬ মারলেন। নিট ফল গ্রুপ পর্বের পর সুপার ফোরেও প্রায় বিনা বাধায় ভারত জিতে গেল চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে।

এই ম্যাচে তাঁদের দুর্দান্ত পারফরম্যান্সে ভেঙে গেল বেশ কয়েকটি রেকর্ড। দলগত ভাবেও ভারত রবিবার ভারত পাক ম্যাচের অনেক পরিসংখ্যান বদলে দিল। আবার বল করার সময় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ২টি উইকেট নিয়ে পৌঁছে গেলেন একদিনের ক্রিকেটের ৫০টি উইকেটে। একবার দেখে নেওয়া যাক এক ম্যাচেই রেকর্ড বইতে কী কী পরিবর্তন ঘটে গেল।

ভারত বনাম পাকিস্তান সবচেয়ে বড় জয়:

ভারত বনাম পাকিস্তান সবচেয়ে বড় জয়:

রান তাড়া করে জেতার ক্ষেত্রে সবচেয়ে বেশি উইকেটে পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ম্যাচে ভারতের জয় এসেছে রবিবারের ভারত-পাক ম্যাচেই।


উইকেটের নিরিখে সবচেয়ে বড় জয়
৯ উইকেটে ১২৬ দুবাই, ২০১৮
৮ উইকেটে দুবাই, ২০১৮
৮ উইকেটে টরন্টো, ১৯৯৬
৮ উইকেটে ঢাকা, ১৯৯৮
৮ উইকেটে করাচি, ২০০৬

এই এশিয়া কাপের গ্রুপ পর্বেই বল বাকি থেকে জেতার ক্ষেত্রে সবচেয়ে বড় জয়টি পেয়েছিল ভারত। রবিবারও তাদের হাতে বাকি ছিল ৬৩টি বল। যা এই তালিকায় ৪ নম্বরে রয়েছে।

বল বাকি থাকার নিরিখে সবচেয়ে বড় জয়
১২৬ দুবাই, ২০১৮ (লক্ষ্য - ১৬৩)
১০৫ মুলতান, ২০০৬ (লক্ষ্য - ১৬২)
৯২ টরন্টো, ১৯৯৭ (লক্ষ্য - ১১৭)
৬৩ দুবাই, ২০১৮ (লক্ষ্য - ২৩৮)
৫৩ ঢাকা, ১৯৯৮ (লক্ষ্য - ২১৩)

ভারত-পাক একদিনের ক্রিকেটে একই ম্যাচে জোড়া শতরান:

ভারত-পাক একদিনের ক্রিকেটে একই ম্যাচে জোড়া শতরান:

রবিবার শিখর ধাওয়ান ও রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে জোড়া শতরান। এর আগে মাত্র ২টি ক্ষেত্রে এমনটা হয়েছিল।
সচিন তেন্ডুলকার (১১৮) ও নভজোৎ সিং সিধু (১০১) - শারজা, ১৯৯৬
বীরেন্দ্র সেওয়াগ (১০৮) ও রাহুল দ্রাবিড় (১০৪) - কোচি, ২০০৫
শিখর ধাওয়ান (১১৪) ও রোহিত শর্মা (১০০ *) - দুবাই, ২০১৮

ভারত-পাক ম্যাচে ভারতের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ

ভারত-পাক ম্যাচে ভারতের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ

রবিবার ওপেন করতে নেমে ২১০ রানের পার্টনারশিপ গড়েন রোহিত ও ধাওয়ান। এটিই ভারত-পাক ম্যাচে ভারতের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ।
২১০ রোহিত শর্মা - শিখর ধাওয়ান, দুবাই ২০১৮
১৫৯ সৌরভ গাঙ্গুলি - সচিন তেন্ডুলকার, ঢাকা ১৯৯৮
১৫৫ গৌতম গম্ভীর - বীরেন্দ্র সেওয়াগ, মিরপুর ২০০৮
১৫৪ সুনিল গাভাস্কার - মনোজ প্রভাকর জামশেদপুর ১৯৮৭

রান তাড়া করতে নেমে ভারতের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ

রান তাড়া করতে নেমে ভারতের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ

রান তাড়া করতে নেমে রবিবার রোহিত-ধাওয়ান জুটি ভারতের হয়ে সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ গড়ার নয়া রেকর্ড স্থাপন করেছেন।


২১০ রোহিত শর্মা - শিখর ধাওয়ান, বনাম পাকিস্তান দুবাই, ২০১৮
২০১* গৌতম গম্ভীর - বীরেন্দ্র সেওয়াগ, বনাম নিউজিল্যান্ড, হ্যামিলটন, ২০০৯
১৯৭* সৌরভ গাঙ্গুলি - সচিন তেন্ডুলকার বনাম জিম্বাবোয়ে, শারজা, ১৯৯৮
১৯৬ সৌরভ গাঙ্গুলি - বীরেন্দ্র সেওয়াগ, বনাম ওয়েস্ট ইন্ডিজ, রাজকোট, ২০০২
১৯২ সৌরভ গাঙ্গুলি - বীরেন্দ্র সেওয়াগ, বনাম ইংল্যান্ড, কলম্বো, ২০০২

যে কোনও উইকেটে ভারত বনাম পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ পার্টনারশিপ

যে কোনও উইকেটে ভারত বনাম পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ পার্টনারশিপ

ভারত-পাক ম্যাচে যে কোনও উইকেটে জুটিতে রান তোলার ক্ষেত্রে রেকর্ডটা প্রায় ভেঙেই দিয়েছিলেন।
২৩১ সচিন তেন্ডুলকার - নভজোৎ সিং (২য়) শারজাহ ১৯৯৬
২১০ রোহিত শর্মা - শিখর ধাওয়ান (১ম) দুবাই ২০১৮
২০১ বীরেন্দ্র সেওয়াগ - রাহুল দ্রাবিড় (৩য়) কোচি ২০০৫

৭০০০ রানের ক্লাবে রোহিত শর্মা

রবিবার শতরান করার পথে একদিনের ক্রিকেটে ৭০০০ রানের মাইলস্টোনে পৌঁছান রোহিত।


১৫০ এইচ আমলা
১৬১ বিরাট কোহলি
১৬৬ এবি ডি ভিলিয়ার্স
১৭৪ সৌরভ গাঙ্গুলি
১৮১ রোহিত শর্মা
১৮৩ ব্রায়ান লারা

রোহিতের ঊনিশতম শতরান

রোহিতের ঊনিশতম শতরান

রবিবার তাঁর কেরিয়ারের ১৯তম শতরানটি পেয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ১৮১ ইনিংসে এই মাইলফলকে পৌঁছেছেন তিনি। তাঁরটেয়ে দ্রুত ১৯টি শতরান করেছেন মাত্র ৩ জন।


১০৪ ইনিংস - হাশিম আমলা
১২৪ ইনিংস - কোহলি কোহলি
১৭১ ইনিংস - এবি ডেভিলিয়ার্স
১৮১ ইনিংস - রোহিত শর্মা
১৮৯ ইনিংস - ক্রিস গেইল
১৯০ ইনিংস - রস টেলর

শিখর পৌঁছলেন ১৫ টি ওয়ানডে শতরানে

শিখর পৌঁছলেন ১৫ টি ওয়ানডে শতরানে

মাত্র ১০৮ ইনিংসেই একদিনের ক্রিকেটে ১৫টি শতরান করলেন শিখর ধাওয়ান। তাঁর চেয়ে কম ইনিংসে এই মাইলস্টোনে পৌঁছেছেন মাত্র ২ জন।


৮৬ ইনিংসে, হাশিম আমলা
১০৬ ইনিংসে, বিরাট কোহলি
১০৮ ইনিংসে, শিখর ধাওয়ান
১৪৩ ইনিংসে, সঈদ আনোয়ার
১৪৪ ইনিংসে, সৌরভ গাঙ্গুলি
১৪৭ ইনিংসে, ক্রিস গেইল / এবি ডিভিলিয়ার্স

সর্বাধিক ১০০ বা তার বেশি রানের ওপেনিং জুটি

সর্বাধিক ১০০ বা তার বেশি রানের ওপেনিং জুটি

রবিবারের ম্যাচ নিয়ে রোহিত শর্মা-শিখর ধাওয়ানের ওপেনিং জুটি ১৩ বার ১০০ বা তার বেশি রানের পার্টনারশিপ গড়লেন। টপকে গেলেন সচিন তেন্ডুলকার ও বীরেন্দ্র সেওয়াগের জুটিকে।

২১ সচিন তেন্ডুলকার - সৌরভ গাঙ্গুলি
১৬ অ্যাডাম গিলক্রিস্ট - ম্যাথু হেডেন
১৫ গর্ডন গ্রিনিজ - ডেসমন্ড হেইন্স
১৩ রোহিত শর্মা - শিখর ধাওয়ান
১২ সচিন তেন্ডুলকর - বীরেন্দ্র সেওয়াগ

যুজবেন্দ্র চাহালের ৫০ উইকেট

যুজবেন্দ্র চাহালের ৫০ উইকেট

রবিবারের ম্যাচ থেকে ২ উইকেট তুলে নিয়ে মাত্র ৩০টি ওয়ানডেতেই ৫০ উইকেট দখল করলেন যুজবেন্দ্র চাহাল।

স্পিনারদের মধ্যে সবচেয়ে কম ওয়ানডেতে ৫০ উইকেট
১৯ অজন্তা মেন্ডিস
২৪ কূলদীপ যাদব
২৫ শেন ওয়ার্ন
২৬ রশিদ খান
২৮ সাকলাইন মুস্তাক / ইমরান তাহির
২৯ সুনীল নারাইন
৩০ যুজবেন্দ্র চাহাল

ভারতের হয়ে সবচেয়ে কম ওয়ানডেতে ৫০ উইকেট!
২৩ অজিত আগরকার
২৪ কুলদীপ যাদব
২৮ জসপ্রিত বুমরা
২৯ মহম্মদ শামি
৩০ যুজবেন্দ্র চাহাল
৩১ ইরফান পাঠান
৩২ অমিত মিশ্র

English summary
10 records those are been broken in India vs Pakistan, Asia Cup 2018, Super Four match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X