For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপ ২০১৮, হৃদয় জিতে টুর্নামেন্টে থেকে বিদায় নিল হংকং, ভারতের জয় ২৬ রানে

এশিয়া কাপ ২০১৮য় ভারত বনাম হংকং ম্যাচে হংকংয়ের ওপেনিং ব্যাটসম্যানদের দুর্দান্ত লড়াইয়ে সত্ত্বেও ভারত ২৬ রানে জিতেছে।

  • |
Google Oneindia Bengali News

প্রত্য়াশিত ভাবেই এশিয়া কাপের ম্যাচে হংকং-এর বিরুদ্ধে জয় পেল ভারত। কিন্তু জয় সহজে এল না। ভারতের নাভিশ্বাস তুলে দিলেন হংকংয়ের ওপেনিং ব্য়াটসম্য়ানরা। কিন্তু অভিজ্ঞতার অভাবে শেষ পর্যন্ত ফিনিশিং লাইন টপকাতে পারল না হংকং। ভারতের ২৮৫ রানের জবাবে ২৫৯ অবধি পৌঁছল তারা। হারতে হল ২৬ রানে। ম্যান অব দ্য ম্য়াচ হয়েচেন শিখর ধাওয়ান।

হৃদয় জিতে টুর্নামেন্টে থেকে বিদায় নিল হংকং

টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলেও এশিয়া কাপের ইতিহাসে তাদের লড়াইয়ের কথা লেখা থাকবে। তাদের ওপেনিং জুটি তোলে ১৭৪ রান। দুর্দান্ত ব্যাট করে যান নিজাকত খান (৯২) ও অংশুমান রথ (৭৩)। একদিকে মারছিলেন নিজাকত আর অন্যদিক ধরে রেখে একেবারে পেশাদারি ভঙ্গিতে ইনিংস গড়েন তাঁরা।

এদিন, ভারত বুমরাকে খেলায়নি। তাঁর অভাব বড় হয়ে দেখা দেয় এই ম্যাচে। চোট সারিয়ে দলে ফেরা ভূবনেশ্বর কুমারকে তাঁর স্বাভাবিক ছন্দে পাওয়া যায়নি। ৯ ওভারে তিনি ৫০ রান দেন। তাঁর ঝুলিতে কোনও উইকেট আসেনি।

এই ম্যাচে অভিষেক হওয়া খলিল আহমেদও প্রথম স্পেলে কোনও রকম প্রভাব বিস্তার করতে পারেননি। আর শর্দুল ঠাকুর এই ম্যাচ ভুলতে চাইবেন। ৪ ওভারে তিনি ৪১ রান দেন।

হংকং-এর ওপেনাররা ২০ ওভারে ১১০ রান তুলে দিয়েছিলেন। কিন্তু এরপরই কেদার যাদব, চাহাল এবং কূলদীপ যাদব মিলে ২০ থেকে ৩০ ওভারে তাদের রান তোলার গতি আটকে দেন। এই ১০ ওভারে মাত্র ৩০ রান ওঠে। আস্কিং রান রেট পৌঁছায় ৭-এ।

তাতেই চাপে পড়ে যায় হংকং। ৩৫তম ওভারে কূলদীপের বলে প্রথমে আউট হন অংশুমান। তারপরের ওভারেই আউট হন নিজাকত। এই দুই সেট ব্যাটসম্য়ান আউট হতেই হংকং-এর আশা অনেকটাই নিভে যায়।
নিজাকতের উইকেট নেন অভিষেককারী খলীল।

উইকেট নেওয়ার পর থেকে তিনি ছন্দটা পেয়ে যান। তারপর থেকে তিনি অসাধারণ বল করেন। ৪ ওভার পরই তিনি তুলে নেন ক্রিস্টোফার কার্টারকে। শেষ ওভারেও একটি স্লোয়ার ডেলিভারিতে তিনি তুলে নেন এহসান খান (২২)কে। সব মিলিয়ে এদিন তিনি ১০ ওভারে ৪৮ রান দিয়ে ৩ উইকেট নেন। ৩ উইকেট নেন যিজবেন্দ্র চাহালও। কূলদীপ নিয়েছেন ২ উইকেট।

এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল হংকং। শিখর ধাওয়ান (১২৭), আম্বাতি রায়ডু (৬০)-র ব্যাটিংয়ে ভারত ৪০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪০ রানে পৌঁছেছিল। কিন্ত সেখান থেকে স্লগে বিগ হিট না নিতে পেরে শেষ ১০ ওভারে মাত্র ৪৫ রান তুলতে পারে ভারত।

'ফিনিশার' ধোনি এদিন কোনও রান না করেই আউট হয়ে যান। দীনেশ কার্তিক (৩৩), কেদার যাদব (২৮*) রান পেলেও একেবারেই খুঁটে খুঁটে রান নিয়েছেন। শেষদিকে যে মেরে খেলা প্রয়োজন ভারতীয়দের ব্যাটিংয়ে তা পাওয়া যায়নি।

হংকংয়ের দুই স্পিনার কিঞ্চিত শাহ ও এহসান খান ভাল বল করেন, দুজনে মিলে ৫ উইকেট নেন। তারা প্রতিযোগিতা থেকে বিদায় নিলেও তাদের বোলিং, ফিল্ডিং, ব্যাটিং - তিন বিভাগই মুগ্ধ করেছে ক্রিকেট বিশেষজ্ঞদের। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই তিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার আগে ভারতের স্লগ ওভার ব্যাটিং ও পেস অ্যাটাক ফ্যানদের উদ্বেগ বাড়িয়েছে।

English summary
In Asia cup 2018, despite the amazing fight of Hong Kong's opening batsman's India has won 10 by runs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X