For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপ, আজ 'অ্যাপেটাইজার' ম্যাচে হংকং-এর বিরুদ্ধে নামছে ভারত

এশিয়া কাপ ২০১৮-য় আজ ভারতের মুখোমুখি হচ্ছে হংকং। পাক ম্যাচের আগে এই ম্যাচ ভারতের ক্রিকেট ভক্তদের কাছে অ্যাপেটাইজারের মতো। জেনে নিন সেই ম্যাচের প্রিভিউ, সময় এবং ম্যাচটি কোথায় দেখতে পাবেন।

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার দুবাইতে দুর্বল হংকং-এর বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান সুরু করতে যাচ্ছে ভারতের শক্তিশালী ওয়ানডে ক্রিকেট দল। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হওয়ায় ঠিক একদিন আগের এই ম্যাচে বিশেষ ঘাম না ঝড়িয়েই জয় হাসিল করতে চাইছে ভারতীয় দল। একই সঙ্গে এই ম্যাচকে পাক ম্যাচের ড্রেস রিহার্সাল হিসেবে দেখছে তারা।

অ্যাপেটাইজার ম্যাচে হংকং-এর বিরুদ্ধে নামছে ভারত

ভারতীয় ক্রিকেট ভক্তদের কাছেও পাক ম্যাচের লোভনীয় মেন কোর্সের আগে এই ম্যাচ বলে যেতে পারে অ্যাপেটাইজারের মতো। বিরাট কোহলি না থাকলেও রোহিত শর্মার নেতৃত্বাধীন এই ভারতীয় দল সীমিত ওভারের ক্রিকেটে বড় শক্তি। রোহিত মুখে যতই বলুন হমকমতে তাঁরা হাল্কাভাবে নিচ্ছেন না, এই ম্যাচ কিন্তু আসলে পাক ম্যাচের আগে নিজেদের দল গুছিয়ে নেওয়ার ম্য়াচ। দুবাইয়ের ৪৩ ডিগ্রি গরমে মানিয়ে নেওয়ার ম্যাচ।

হংকং তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে একপেশে ভাবে হেরে গিয়েছে। শক্তিশালী পাক বোলিং আক্রমণের বিরুদ্ধে তাঁরা মাত্র ১১ত্র রান তুলতে পেরেছিল। যদি না কোনও চমতকার ঘটে যায়, ভারতের বিরুদ্ধেও তাদের পারফরম্যান্সে আশাতীত কোনও বদল ঘটার সম্ভাবনা নেই।

একটা সময়ে ভারতীয় দলে ফিনিশারের ভূমিকায় ধোনিকে নিয়ে কোনও প্রশ্ন তোলার অবকাশ ছিল না। কিন্তু গত কয়েক বছর ধরে তাঁর ব্যাটিংয়ের ধার কমেছে। তাই ফিনিশারের ভূমিকায় তাঁকে রাখা হবে, নাকি ব্যাটিং অর্ডারে তাঁকে উপরে তুলে আনা হবে, তাই নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এশিয়া কাপ ২০১৮
ভারত বনাম হংকং
ভারতীয় সময় বিকেল ৫টা থেকে
সরাসরি সম্প্রচার - স্টার স্পোর্টস
লাইভ স্ট্রিমিং - হটস্টার

পাকিস্তান ম্যাচে ধোনি কোথায় নামতে পারেন তার একটা আভাস মিলতে পারে এই ম্যাচে। ভারতীয় শিবির সূত্রে খবর সম্ভবত ৫ নম্বরে কেদার যাদব বা মনীশ পাণ্ডের মধ্যে একজন খেলবেন। আর বড় শট খেলায় পারদর্শী হার্দিক পাণ্ড্যকে পাঠানো হবে ৭ নম্বরে। সেক্ষেত্রে ধোনির জায়গা হবে ৬ নম্বরে। বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টে ভারত তাদের মিডল অর্ডারের ধাঁধার সমাধান করতে চাইছে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ সম্মানের। তাই হংকং ম্যাচ পরীক্ষা নিরীক্ষা করার জন্য আদর্শ।

পাকিস্তানি পেস ব্য়াটারিকে সামলাতে অনুশীলনের জন্য ভারত শ্রীলঙ্কা থেকে একজন বাঁহাতি থ্রোডাউন স্পেশালিস্টকে ভাড়া করেছে। দলে থাকা খলিল আহমেদও তাঁদের অনুশীলনে কাজে আসছেন। তবে অনুশীলন আর ম্যাচ এক জিনিস নয়। কাজেই দুবাইয়ের পিচের লেন্থ ও পেসের সঙ্গে মানিয়ে নিতে ধাওয়ান, রাহুল, পাণ্ড্যদের কাছে এই ম্যাচ কার্যকরী হবে।

এশিয়া কাপে পিঠের চোট সারিয়ে ফিরেছেন ভূবনেশ্বর কুমার। এই টুর্নামেন্টে ফের দেখা যাবে বুমরা-ভূবি জুটিকে। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য হংকং ম্য়াচ ভূবির জন্য আদর্শ মঞ্চ।

দুই দলের স্কোয়াড -

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, আম্বাতি রায়ডু, মনিশ পাণ্ডে, কেদার যাদব, এমএস ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, শর্দুল ঠাকুর, দীনেশ কার্তিক, খলিল আহমেদ।

হংকং: অংশুমান রথ (অধিনায়ক), আইজাজ খান, বাবর হায়াত, ক্যামেরন ম্যাকালসন, ক্রিস্টোফার কার্টার, এহসান খান, এহসান নওয়াজ, আরশাদ মহম্মদ, কিঞ্চিত শাহ, নাদিম আহমেদ, রাগ কাপুর, স্কট ম্যাককেনি, তানভির আহমেদ, তানভির আফজল, ওয়াকাস খান, আফতাব হোসেন।

English summary
In Asia cup 2018, India is facing face Hong Kong today. Here is the preview, timings and where to watch the match, which should be India's dress rehearsal before the Pak test.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X