For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপ, ধাওয়ানের শতরান, ভারতকে ৩০০ রানের কমে বেঁধে রাখল হংকং

এশিয়া কাপ ২০১৮য় ভারত, হংকংয়ের বিপক্ষে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান তুলল। শিখর ধাওয়ান শতরান করেছেন। 
 

  • |
Google Oneindia Bengali News

এশিয়া কাপ ২০১৮য় ভারতের বিপক্ষে টসে জিতে হংকং বোলিং নেওয়ায় অনেক ক্রিকেট বিশেষজ্ঞই বিস্মিত হয়েছিলেন। কিন্তু ভাল শুরু করেও ৩০০ রান টপকাতে পারল না ভারতীয় দল। শিখর ধাওয়ান শতরান করেন। তা সত্ত্বেও ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রানই তুলতে পারল ভারত। বড় রান পেয়েছেন রায়ডুও (৬০)। হংকংয়ের পক্ষে কিঞ্চিত শাহ ৩ উইকেট নেন।

ভারতকে ৩০০ রানের কমে বেঁধে রাখল হংকং

আরব আমিরশাহির প্রচন্ড গরমে প্রথমবারের মতো হংকংয়ের অধিনায়ক অংশুমান রথের বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে বিস্মিত হয়েছিল ক্রিকেট দুনিয়া। ভারতের শক্তিশালী ব্য়াটিং লাইনআপ রেকর্ড রান তুলবে বোর্ডে এরকম আলোচনাও শুরু হয়ে গিয়েছিল।

কিন্তু, বাধা হয়ে দাঁড়াল সেই গরম, মন্থর পিচ ও ভারতের লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতা। তাই ৩০০ রানের গণ্ডিও টপকাতে পারল না ভারত। অথচ এদিন শুরুটা স্বাভাবিক ছন্দেই করেছিল ভারত। ভাল মারছিলেন দুই ওপেনার শিখর ধাওয়ান ও অধিনায়ক রোহিত শর্মায কিন্তু অষ্টম ওভারে ২২ রানের মাথায় আউট হয়ে যান রোহিত। ততক্ষণে স্কোরবোর্ডে ৪৫ রান উঠে গিয়েছিল।

এদিন তিন ভারতের তিন নম্বরে নেমেছিলেন আম্বাতি রায়ডু। এর আগেও কোহলির উপস্থিতিতেও রায়ডু এই পজিশনে খেলেছেন ভারতের হয়ে। মন্থর পিচে বারতের পক্ষে স্ট্রোক নেওয়া সমস্যা হচ্ছিল। তাও ধাওয়ান ও রায়ডু জুটি ভারতকে ৩০ ওভারে ১৬১ রানে পৌঁছে দিয়েছিল।

রায়ডুর পর আসেন কার্তিক। তিনিও ৩৩ রান করে যান। কিন্তু রানটাকে তিনি বড় রানে পরিণত করতে পারেননি। ইংল্যান্ডে চুড়ান্ত ব্যর্থ হলেও এইয়ায় বল নড়াচড়া বন্ধ করতেই স্বমহিমায় ফিরলেন ধাওয়ান। তিনি ১৫টি ৪-এর সাহায্যে ১২৭ রান করে যান। ধাওয়ান আউট হওয়ার সময় ভারতের রান ছিল ৪০.৪ ওভারে ২৪০।

এখান থেকে ৩০০ রানের গণ্ডি পার করা ভারতের কাছে প্রত্যাশিত ছিল। কিন্তু পরের ৯ ওভারে ভারত ৫০ রানও তুলতে পারেনি। মূলত লোয়ার মিডল ও লোয়ার অর্ডারের ব্য়র্থতায়। 'ফিনিশার' ধোনি এদিন কোনও রান না করেই আউট হয়ে যান। কেদার যাদব ২৮ রানে অপরাজিত থাকলেও একেবারেই খুঁটে খুঁটে রান নিয়েছেন। শেষদিকে যে মেরে খেলা প্রয়োজন ভারতীয়দের ব্যাটিংয়ে তা পাওয়া যায়নি।

হংকংয়ের বোলাররা তাঁদের সাধ্যমতো চেষ্টা করেচেন। দুই স্পিনার কিঞ্চিত শাহ ও এহসান কান ৫ উইকেট নিয়েছেন। এই রানটা হংকংকে পরাজিত করার জন্য যতেষ্ট। কিন্তু এদিন শেষ ১০ ওভারে যে পাওয়ার হিটিংয়ের অভাব ধরা পড়ল তা পাক ম্যাচে হলে কিন্তু মুশকিলে পড়তে হবে ভারতকে।

English summary
In Asia cup 2018, India has scored 285-7 in 50 overs against Hong Kong. Shikhar Dhawan has picked up a century.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X