For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপ ২০১৮, পাকিস্তানকে ২০০'র কম রানে আটকে রাখল ভারতীয় বোলাররা

এশিয়া কাপ ২০১৮ গ্রুপ পর্বের ভারত, পাকিস্তানকে ১৬২ রানেই আটকে রাখল ভারত।

  • |
Google Oneindia Bengali News

মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পাল্টে গেল ভারতের পারফরম্যান্স। পাকিস্তানকে মাত্র ১৬২ রানে আটকে রাখলেন ভারতীয় বোলাররা। তাদের বাবর আজম (৪৭) ও শোয়েব মালিক (৪৩) কোনও ব্যাটসম্যান বড় রান পাননি। ভারতের পক্ষে ভুবনেশ্বর কুমার ও অনিয়মিত বোলার কেদার যাদব ৩টি করে উইকেট পান। এছাড়া বুমরা ২টি ও কূলদীপ ১টি উইকেট পান।

পাকিস্তানকে ২০০র কম রানে আটকে রাখল ভারত

গোটা ইনিংসে মাত্র দুবার কিছুটা লডা়ই করতে দেখা গিয়েছে পাকিস্তানকে। প্রথমত যখন বাবর আজম ও শোয়েব মালিক ব্যাট করছিলেন। ও পরে ফাহিম আশরাফ (২১)ও মহম্মদ আমির (১৮) কিছুটা লড়াই করেন।

ইনিংসের একেবারে শুরুতে দ্রুত দুই শক্তিশালী পাক ওপেনারকে তুলে নিয়েছিলেন ভূবি। সেই সময় পাকিস্তানের স্কোর ছিল ৩ রানে ২ উইকেট।
সেখান থেকেই বাবর আজম ও মালিক পাকিস্তানকে ২১ ওভারে ৮৫ রানে পৌঁছে দেন। কিন্তু বাবরকে আউট করেন কূলদীপ।

এরপরই পাক ব্যাটম্য়ানদের উইকেট ছুঁড়ে দেওয়ার কাহিনি শুরু হয়। অধিনায়ক সরফরাজ আহমেদ থেকে আসিফ আলি, শাদাব খান প্রত্য়েকেই তাড়াহুড়ো করে ভুল শট মারেন। এমনকী সেট হওয়া শোয়েব মালিকও শিক্ষানবিশের মতো রানআউট হন। তার আগে অবশ্য তিনি দুবার জীবন পেয়েছিলেন। একবার ধোনি ও আরেকবার ভূবনেশ্বর তাঁর ক্যাচ ছেড়েছিলেন।

শেষদিকে কিছুটা ধরে খেলার চেষ্টা করেছিলেন ফাহিম ও মহম্মদ আমির। কিন্তু বুমরা তাঁর ইংল্যান্ডের ফর্ম সঙ্গে নিয়েই আরব আমিরশাহিতে এসেচেন। প্রথম স্পেলে ভাল বল করলেও (২টি মেডেন ওভার) উইকেট আসেনি তাঁর ঝুলিতে। আক্রমণে ফিরে এসেই তিনি ফাহিমকে তুলে নেন।

ওখানেই পাকিস্তানের পুরো ৫০ ওভার ব্যাট করার আশাও শেষ হয়ে যায়। শেষ অবধি মাত্র ৪৩.১ ওভার টেকে পাকিস্তানের ইনিংস। উসমান খানকে বুমরা তাঁর ট্রেডমার্ক ইয়র্কারে তুলে নেন। সব মিলিয়ে তিনি ৭.১ ওভার বল করে ২৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

ভারতের পক্ষে সেরা বোলিং করেছেন ভূবনেশ্বর কুমার। শুধু ৩ উইইকেট নেওয়াই নয় তিনি ৭ ওভারে রান দেন মাত্র ১৫। টাহাল কোনও উইকেট না পেলেও ভাল বল করেছেন।

তবে সবাইকে চমকে দিয়েছেন কেদার যাদব। ৯ ওভার বল করে তিনি ২৩ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন। তিনি নিয়মিত বোলার নন। তাঁর হাতে খুব বেশি বৈচিত্রও নেই। কিন্তু এত সীমাবদ্ধতা নিয়েই তিনি অসাধারণ বল করে তিনি ভারতীয় ক্রিকেট ভক্তদের মন জিতে নিলেন।

English summary
India has restricted Pakistan in just 162 runs in Asia cup 2018 group stage match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X