For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তীব্র গরমে দুদিনে দুটি ম্যাচ, তাও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দারুণ জয়, কী বলছেন সচিন-সেওয়াগরা

এশিয়া কাপ ২০১৮ গ্রুপ পর্বে পাকিস্তানকে হেলায় ৮ উইকেটে হারিয়েছে ভারত। এরপর কোন ক্রিকেটার কী বললেন।
 

  • |
Google Oneindia Bengali News

কথা ছিল হাড্ডাহাড্ডি ম্যাচের। কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে দাপটে জিতেছে ভারত। প্রথমে দুর্ধর্ষ বল করে পাকিস্তানকে ১৬২ রানে বেঁধে রেখে, তারপর মাত্র ২ উইকেট হারিয়ে ১২৬ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিয়েছে ভারত। বলে দুর্দান্ত পারফর্ম করেছেন ভূবনেশ্বর কুমার ও কেদার যাদব। আর ব্যাটে অধিনায়ক রোহিত শর্মার হাত থেকে এসেছে মারকাটারি অর্ধশতরান।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই দারুন জয়ে উচ্ছ্বসিত বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা। শচিন থেকে সেওয়াগ, হরভজন অনেকেই তাঁদের মনের ভাব ব্যক্ত করেছেন টুইটারে। আরব আমিরশাহির তীব্র গরমে পর পর দুদিনে দুটো ম্যাচ খেলতে হয়েছে। তার মধ্যেও বলে-ব্যাটে ভারত যে দাপট দেখিয়েছে তা তাদের মুগ্ধ করেছে।

রোহিত শর্মা

রোহিত শর্মা

'এদিন শুরু থেকে আমদের খেলায় শৃঙ্খলা ছিল। আমরা আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিতে চেয়েছিলাম। এদিন আমাদের বোলিং বিভাগের দারুন বল করেছে। পরিস্থিতি কিন্তু বোলারদের জন্য সহায়ক ছিল না। কিন্তু আমরা সেদিকটা মাথায় না রেখে নিজেদের কাজটা করে গিয়েছি। আগের ম্যাচের থেকে অনেক উন্নতি হয়েছে। স্পিনাররা রান আটকে রেখেছে, গুরুত্বপূর্ণ ব্রেকথ্রুও দিয়েছে। আমরা এখানে বেশি খেলিনি। কিন্তু ২টো ম্যাচ খেলা হয়ে যাওয়ার পর আমরা এখন বুঝে গিয়েছি একানকার উইকেটে কীভাবে পার্টনারশিপ গড়তে হয়।'

[আরও পড়ুন: এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ডিয়া! দলে যোগ দিচ্ছেন দীপক চাহার]

সরফরাজ আহমেদ

সরফরাজ আহমেদ

'আমাদের ব্যাটিয়ের শুরুটা একেবারেই ভাল হয়নি। প্রথম পাঁচ ওভারের মধ্যেই আমরা ২ উইকেট হারাই। মাঝে আমরা ছন্দ পেয়েছিলাম, কিন্তু আবার উইকেট হারাই। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারিনি। আমরা জঘন্য সব শট খেলে আউট হয়েছি। একমাত্র বাবর একটি ভাল বলে আউট হয়। আমরা দুই স্পিনারের জন্য তৈরি ছিলাম। কিন্তু তিন নম্বর স্পিনারই উইকেট নিয়ে গেল। তবে টুর্নামেন্টের শুরুতেই এই হারে ভালই আমাদের ভুলগুলো দেখিয়ে দিল। আমরা পরের ম্যাচে আর এই ভুলগুলও করব না।'

ভূবনেশ্বর কুমার

ভূবনেশ্বর কুমার

'কোনও দলকে কম রানে বেঁধে রাখতে গেলে সবসময় দ্রুত উইকেট তুলে নিতে হয়। আজ আমাদের বল খুব ভাল হয়েছে। হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতি যাদব বুঝতে দেয়নি। এটা দলগত প্রচেষ্টার ফল।'

সচিন তেন্ডুলকার

ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার জানিয়েছেন পরপর দুদিনে দুটো ম্যাচ খেলা, বিশেষ করে তার মধ্যে যদি একটি হয় পাকিস্তানের বিরুদ্ধে, খুবই কঠিন। ভারতের এই অলরাউন্ড পারফরমেন্সের জন্য দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

বীরেন্দ্র সেওয়াগ

ভারতের এই বিরাট জয়ের জন্য দলকে অভিনন্দন জানিয়েছেন সেওয়াগ। তিনি মনে করেন এই জয় দলগত প্রয়াসে এসেছে, দলের সবার এতে অবদান রয়েছে।

ভিভিএস লক্ষণ

প্রচন্ড গরমে পর পর দুদিন খেলতে হয়েছে ভারতকে। তাই ভারতের এই জয় আরও বড় ব্যাপার বলে মনে করেন ভিভিএস লক্ষণ। বোলারদের পাশাপাশি রোহিত শর্মার নেতৃত্বেরও প্রশংসা করেছেন তিনি।

হরভজন সিং

টার্বুনেটরের মতেও এই জয় ভারতীয় ব্য়াটসম্য়ান ও বেলারদের দলগত প্রচেষ্টার ফল। ভারতীয় দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

ইউসুফ পাঠান

পাকিস্তানের বিরুদ্ধে ভূবনেশ্বর কুমার যে দুর্দান্ত শুরু দিয়েছিলেন তার ভূয়সী প্রশংসা করেছেন পাঠান। ভূবনেশ্বরের সঙ্গে সঙ্গে বারতীয় দলও ফর্মে ফেরায় তিনি উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন হংকং ম্যাচের পর এই জয় অত্যন্ত প্রয়োজনীয় ছিল।

আকাশ চোপড়া

তারিখ অনুযায়ী একই দিনে ভারতকে দুবার খেলতে হয়েছে। দুটিতেই ভারত জয় পাওয়ায় উচ্ছ্বসিত আকাশ চোপরা। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই জয় আকাশের মতে 'ক্লিনিকাল'।

ঋদ্ধিমান সাহা

চোটের জন্য অনেকদিন দলের বাইরে তিনি। দলের এই সাফল্যে উচ্ছাস প্রকাশ করেছেন বাংলার এই ক্রিকেটারও।

English summary
India won with ease by 8 wickets against Pakistan in Asia cup 2018. Here are the reactions from renowned cricketers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X