একবছরেরও বেশিদিন দলের বাইরে ছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে নেমেই ১০ ওভার বল করে মাত্র ২৯ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। তবে শুধু বোলিং পারফরমেন্সেই নয়, জাদেজা নজর কেড়েছেন তাঁর বাহারি চুলের স্টাইলেও। কিন্তু ম্যাচের পর জাদেজা নিজেই জানিয়েছেন এই চুল তিনি রাখবেন না, কেটে ফেলবেন।
ম্যাচের পর ভারতীয় দলের কোচ আর শ্রীধর বিসিসিআই টিভির হয়ে তাঁর একটি সাক্ষাতকার নেন। সেখানেই জাদেজার পারফরম্যান্সের প্রসঙ্গ পেরিয়ে শ্রীধর ঢোকেন জাদেজার হেয়ার স্টাইলে। ইংল্যান্ড সফর থেকে ফিরেই হেয়ার স্টাইল চেঞ্জ করেছেন জাদেজা। শ্রীধর জিজ্ঞেস তার কারণ জানতে চান।
জাদেজা বলেন, আগের স্টাইলটা মাসদুয়েক পুরনো হয়ে গিয়েছিল। তবে এই নয়া স্টাইলও তিনি খুব তাড়াতাড়িই পাল্টে ফেলতে চান। তার কারণ এখনকার স্টাইলে বারবার তার মাথার মাঝখানে থাকা লম্বা চুল বল করার পর ফলো থ্রুতে মুখের উপর এসে পড়ছে। তাঁকে বারবার মাথা ঝাঁকিয়ে তার কেশরাশি পিছনে পাঠাতে হচ্ছে!
বাংলাদেশের বিরুদ্ধে জাদেজার বোলিং যাঁরা দেখেছেন তাঁরা সবাই মানবেন মাঠে জাদেজাকে ওই ভঙ্গি করতে দেখতে অসাধারণ লাগছে। কিন্তু জাদেজা জানিয়েছেন, যতই স্টাইলিশ হোক ব্যাপারটা, ম্যাচে অতবার করে মাথা ঝাঁকিয়ে চুল সস্থানে পাঠাতে পাঠাতে তাঁর ঘাড় ব্যথা হয়ে গিয়েছে!
Want to know where @imjadeja's love for quirky hairstyles comes from?
— BCCI (@BCCI) September 22, 2018
Watch the full conversation between #TeamIndia's fielding coach @coach_rsridhar & comeback star Ravindra Jadeja - by @28anand.
Full interview here 📹 https://t.co/sXiIbq3qm5 pic.twitter.com/VJxoBqxw2a
তাই, পরের ম্যাচের আগেই তিনি এই চুল কেটে ফেলতে চান। কাজেই পরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জাদেজা বাংলাদেশ ম্য়াচের ফর্ম ধরে রাখতে পারবেন কিনা তা নিশ্চিত না হলেও, তাকে যে নতুন হেয়ার স্টাইলে দেখা যাবে, সেই বিষয়টা নিশ্চিত।