For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপ ২০১৮, হংকং বিরুদ্ধে সহজেই ৮ উইকেটে জয় পেল পাকিস্তান

এশিয়া কাপ ২০১৮-এর পাকিস্তান বনাম হংকং ম্যাচে সহজেই ৮ উইকেটে জয় পেল পাকিস্তান। ম্যান অব দ্য ম্য়াচ হয়েছেন ১৯ রানে ৩ উইকেট নেওয়া উসমান খান।

  • |
Google Oneindia Bengali News

এশিয়া কাপে ডেভিড বনাম গোলায়াথের যুদ্ধে হংকংয়ের বিরুদ্ধে সহজেই ৮ উইকেটে জয় পেল পাকিস্তান। টসে জিতে প্রথমে ব্য়াট করে হংকং। ৩৭.১ ওভার খেলে মাত্র ১১৬ রানেই গুটিয়ে গিয়েছিল তাদের ইনিংস। জবাবে পাকিস্তান ২৪ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রানটা তুলে দেয়। ম্যান অব দ্য ম্য়াচ হয়েছেন উসমান খান।

হংকং বিরুদ্ধে সহজেই ৮ উইকেটে জয় পেল পাকিস্তান

এই বছরের শুরুতেই একদিনের ক্রিকেট খেলার স্থায়ী ছাড়পত্র হারিয়েছিল হংকং। এশিয়া কাপ খেলার জন্য তাদের অস্থায়ীভাবে একদিনের ম্য়াচ খেলার ছাড় দিয়েছে আইসিসি। এবারের এশিয়া কাপ জেতার অন্যতম দাবিদার পাকিস্তানের সামনে তারা বড় বাধা হয়ে দাঁড়াবে এমনটা কেউই আশা করেননি। কিন্তু একদিনের ম্যাচ খেলার স্থায়ী ছাড়পত্র ফিরে পেতে যারা চাইছে তাদের থেকে আরও একটু বেশি লড়াই দেখার আশা করেছিল ক্রিকেট বিশ্ব।

হংকংয়ের ব্যাটিংয়ে সেই লড়াই পাওয়া যায়নি। তবে মাথায় রাখতে হবে তাঁদের একজন খেলোয়াড়ও সম্পূর্ণ পেশাদার ক্রিকেটার নন। শুরুতে পাকিস্তানের বিশ্বমানের বোলিং আক্রমণের সামনে ৩৭.১ ওভারেই অলআউট হয়ে গিয়েছিল হংকং। শুরুর থেকেই পাক পেসারদের সামনে গুটিয়ে ছিলেন তাঁরা। সেভাবে পার্টনারশিপই গড়ে ওঠেনি।

তাদের ইনিংসে বলার মতো একটিই বিষয়, তা হল কিঞ্চিত শাহ ও আইজাজ খানের পার্টনারশিপ। কিঞ্চিত ৫০ বলে ২৬ করে যান, আইজাজ করেন ৪৭ বলে ২৭। দুজনে ৫৩ রানের জুটি গড়েছিলেন। হুড়োহুড়ি না করে ইনিংস গড়ায় মন দিয়েছিলেন তাঁরা। তবে পাকিস্তান বোলারদের সামনে তাঁদের সেই প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি।

এই ম্য়াচে থেকে কিন্তু একটিও উইকেট তুলতে পারেননি ভয়ঙ্কর পাক পেসার মহম্মদ আমির। পাকিস্তানের পক্ষে ৩ উইকেট পান উসমান খান। তিনিই উইকেটে দাঁড়িয়ে যাওয়া আইজাজ খানকে ফেরান। কিঞ্চিত আউট হন হাসান আলির বলে। তিনি মোট ২টি উইকেট পেয়েছেন। এছাড়া ২ উইকেট নিয়েছেন শাদাব খান, ১টি উইকেট পেয়েছেন ফহীম আশরাফ। হংকংয়ের প্রথম ও শেষ উইকেট পড়ে রান আউটে।

হংকংয়ের ইনিংস তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় ইনিংস সমাপ্তিতে নৈশাহারের বিরতি নেওয়া হয়নি। পাকিস্তান ইনিংসের ৭ ওভারের মাথায় বিরতি নেওয়া হয়। সেই সময় পাকিস্তান বিনা উইকেটে ৩৫ রান তুলেছিল। দুই পাক ওপেনার ফখর জামন ও ইমামুল হক কোনও রকম তাড়াহুড়ো করেননি।

বিরতির পর দ্বিতীয় ওভারেই অফস্পিনার এহসান খানের বলে উইকেটের পিছনে ধরা পড়েন ফখর জামন। অফ স্টাম্পের বাইরের বলটি তিনি শর্ট থার্ডে স্টিয়ার করতে গিয়েছিলেন। কিন্তু বল তাঁর ব্যাটের কানায় লাগে। মাঠের আম্পায়ার সিদ্ধান্ত জানাতে অনেকক্ষণ সময় নিয়েছিলেন। পাকিস্তান রিভিউ নেয়নি।

এহসান খান কিন্তু বেশ ভাল বল করেন। ফখর জামনের পর বাবর আজমের উইকেটও একইভাবে তুলে নেন তিনি। ৮ ওভার বল করে ৩৪ রান দিয়ে তিনি ২ উইকেট পান। ব্যাটিংয়ে আরেকটু রান তুলতে পারলে হংকংয়ের বোলাররা কিন্তু আরও লড়াই করতে পারতেন।

হংকংয়ের পরের খেলা মঙ্গলবার ভারতের সঙ্গে। আর তার পরের দিনই ভারত-পাকিস্তান ম্যাচ।

English summary
In Asia Cup 2018 match between Pakistan and Hong Kong, Pakistan has won the match by 8 wickets. Usman Khan is declared as the man of the match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X