For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপ, ছিটকে গেল শ্রীলঙ্কা! আবু ধাবির মাঠে উদয় হল নতুন এশিয় শক্তির

পর পর দুটি ম্য়াচ হেরে এশিয়া কাপ ২০১৮ থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা। আফগানিস্তানের কাছে ৯১ রানে পরাজিত হল তারা। 

  • |
Google Oneindia Bengali News

পর পর দুটি ম্যাচে হেরে এবারের এশিয়া কাপ থেকে বিদায় নিল ৫বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। বাংলাদেশের পর আফগানিস্তানে বিরুদ্ধেও পুরো ৫০ ওভার ব্যাট করতে পারল না শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৪৯ রান তুলেছিল আফগানিস্তান। জবাবে ৪১.২ ওভারে মাত্র ১৫৮ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস।

এশিয়া কাপ থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা!

গত এক দুই দশকের মধ্যে শ্রীলঙ্কা দল এত খারাপ পারফর্ম কোনও এশিয়া কাপে করেছেন বলে মনে হয় না। ১২৪ ও ১৫৮ এশিয়া কাপের দুই ম্য়াচে এটাই তাদের দলের সম্মিলিত রান। বাংলাদেশ এখন সাদা বলের ক্রিকেটে যথেষ্ট শক্তিশালী দল। কিন্তু আফগানিস্তান যাদের এখনও ক্রিকেটে কৈশোরই পার হয়নি, তাদের কাছে শ্রীলঙ্কার এরকম লজ্জাজনক আত্নসমর্পন - বোধহয় কেউ ভাবতে পারেননি।

তবে শ্রীলঙ্কাকে দুর্বল বলে আফগানিস্তানের কৃতিত্বকে এতটুকু খাট করা যাবে না। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক দিয়েই তারা এদিন শ্রীলঙ্কাকে টেক্কা দিয়ে প্রথমবার বিশ্ব ক্রিকেটের এই অন্যতম বড় শক্তিকে একদিনের ম্যাচে হারাল। গত একবছর ধরে ক্রিকেটে তাদের যে উল্কা গতিতে উত্থান, তাতে আরও একটি পালক যুক্ত হল।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Afghanistan, fuelled by Rahmat Shah's 72 and an efficient bowling performance, win their first ever ODI against Sri Lanka to knock them out of <a href="https://twitter.com/hashtag/AsiaCup2018?src=hash&ref_src=twsrc%5Etfw">#AsiaCup2018</a>! <a href="https://twitter.com/hashtag/SLvAFG?src=hash&ref_src=twsrc%5Etfw">#SLvAFG</a> REPORT ➡️ <a href="https://t.co/mImc4d8THc">https://t.co/mImc4d8THc</a> <a href="https://t.co/reSK7exIbu">pic.twitter.com/reSK7exIbu</a></p>— ICC (@ICC) <a href="https://twitter.com/ICC/status/1041774757027426305?ref_src=twsrc%5Etfw">September 17, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এদিন টসে জিতে তারা ব্যাট নিয়েছিল। পুরো ৫০ ওভার খেলে তারা তুলেছিল ২৪৯ রান। ঠিক যেভাবে একটি ওয়ানডে ইনিংস সাজানো উটিত সেভাবেই খেলে আফগানরা। প্রথমে দুই ওপেনার মহম্মদ শাহজাদ (৩৪) ও ইহসানুল্লা জানাত (৪৫) ধারে সুস্থে খেলে বড় ইনিংস গড়ার ভিত গড়ে দিয়েছিলেন। তাদের প্রথম উইকেট পড়ে ১২ ওভারে ৫৭ রানের মাথায়।

আর সেই ভিতের উপর ইনিংসটি গড়েন তিন নম্বরে নামা রহমত শাহ। ৯০ বল খেলে ৫ টি চার মেরে তিনি ৭২ রান করে যান। তবে ৫৬ রানের ব্যাট করার সময় তিনি একটি সুযোগ দিয়েছিলেন। লাসিথ মালিঙ্গার বলে সেই ক্যাচ ফস্কান দাসুন শনকা। শ্রীলঙ্কার ফিল্ডিংয়ের কথা না বলাই ভাল। অন্তত তিনটি নিশ্চিত ক্যাচ ছেড়েছেন তারা।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Rahmat Shah completes his half-century against <a href="https://twitter.com/OfficialSLC?ref_src=twsrc%5Etfw">@OfficialSLC</a> in the third match of Asia Cup.<a href="https://twitter.com/hashtag/AFGvSL?src=hash&ref_src=twsrc%5Etfw">#AFGvSL</a> <a href="https://twitter.com/hashtag/AsiaCup2018?src=hash&ref_src=twsrc%5Etfw">#AsiaCup2018</a> <a href="https://t.co/AL5ZHoTY5q">pic.twitter.com/AL5ZHoTY5q</a></p>— Afghan Cricket Board (@ACBofficials) <a href="https://twitter.com/ACBofficials/status/1041690291521179649?ref_src=twsrc%5Etfw">September 17, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

তবে শেষ ১০ ওভারে আফগানরা একটু তাড়াহুড়ো করে ফেলে। এই সময়ে তারা মাত্র ৬৬ রানে ৭টি উইকেট খুইয়েছে। এই সুযোগে বল ঠিক জায়গায় রেখে ৫টি উিকেট নিয়ে যান শ্রীলঙ্কান বোলার থিসারা পেরেরা।

শ্রীলঙ্কার ভাল বল করেন স্পিনার আকিলা ধনঞ্জয়ও। ১০ ওভারে ৩৯ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এছাড়া দুষ্মন্ত চামিরা, শেহান জয়সূর্য ও লাসিথ মালিঙ্গা একটি করে উইকেট নেন। তবে এদিন একেবারেই হতাশ করেছেন বাংলাদেশ ম্যাচে দুর্দান্ত বোলিং করা মালিঙ্গা। এদিন ১টির বেশি উইকেট তুলতে পারেননি তিনি। ১০ ওভারে রান দেন ৬৬।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Dominant Afghanistan knock Sri Lanka out of Asia Cup<br>Read more: <a href="https://t.co/KDchmTaH56">https://t.co/KDchmTaH56</a><a href="https://twitter.com/hashtag/AFGvSL?src=hash&ref_src=twsrc%5Etfw">#AFGvSL</a> <a href="https://twitter.com/hashtag/AsiaCup2018?src=hash&ref_src=twsrc%5Etfw">#AsiaCup2018</a> <a href="https://t.co/OFXHbjur1f">pic.twitter.com/OFXHbjur1f</a></p>— Afghan Cricket Board (@ACBofficials) <a href="https://twitter.com/ACBofficials/status/1041767756272738304?ref_src=twsrc%5Etfw">September 17, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

ব্যাট করতে নেমে ইনিংসেই দ্বিতীয় বলেই ফের এলবিডব্লুর ফাদে পড়েন শ্রীলঙ্কান ওপেনার কুসল মেন্ডিস। বাংলাদেশ ম্যাচের পর এদিনও তাঁর সংগ্রহ শূন্য। এরপর কিছুটা হলেও খেলাটা ধরেছিলেন উপুল থরঙ্গা (৩৬) ও ধনঞ্জয় ডিসিলভা (২৩)। ৫০ রানের পার্টনারশিপও গড়েন দুজনে। কিন্তু ১৪তম ওভারে হাস্যকর ভাবে রান আউট হন ধনঞ্জয়।

আফগান ক্রিকেট বলতে বিশ্ব ক্রিকেট চেনে তাদের অফস্পিনার রশিদ খানকে। সেই রশিদ বল করতে আসেন ২০তম ওভারে। আর ৫ বলেই মধ্যেই তিনি ফিরিয়ে দেন কুসল পেরেরা (১৭)-কে। তবে এদিন তাঁকে ছাপিয়ে গিয়েছেন দ্বিতীয় আফগান অফস্পিনার মহম্মদ নবি।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Sri Lanka need something special to avoid being the first team to crash out of the Asia Cup! Nabi claims the wicket of Mathews, then three balls later, Mujeeb got Shanaka out for a duck! Sri Lanka 149/7 after 37 overs.<a href="https://twitter.com/hashtag/SLvAFG?src=hash&ref_src=twsrc%5Etfw">#SLvAFG</a> LIVE ➡️ <a href="https://t.co/CQYBAm3Hvr">https://t.co/CQYBAm3Hvr</a><a href="https://twitter.com/hashtag/AsiaCup2018?src=hash&ref_src=twsrc%5Etfw">#AsiaCup2018</a> <a href="https://t.co/FekRbp9fYS">pic.twitter.com/FekRbp9fYS</a></p>— ICC (@ICC) <a href="https://twitter.com/ICC/status/1041756786255114242?ref_src=twsrc%5Etfw">September 17, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

ক্রিকেট বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন আবুধাবির মন্থর পিচে আফগানদের এই স্পিন জোড়া ফলা মারাত্মক হয়ে উঠতে পারেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তার প্রমাণ পাওয়া গিয়েছে। ১০ ওভার বল করে নবি দিয়েছএন মাত্র ৩০ রান, তুলে নিয়েছেন ২টি উইকেট। আর রশিদ খানের বোলিং হিসাব ৭.২ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট।

এছাড়া ২টি করে উিকেট পেয়েছেন আফগান জোরে বোলার মুজিবুর রহমান (৩২-২) ও গুলবদিন নায়েব (২৯-২)ও। বাংলাদেশের মতো এদিনও শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে ভুল বোঝাবুঝিতে আউট হয়েছেন শেহান জয়সূর্য (১৪)। শেষের দিকে থিসারা পেরেরা (২৮) একটা চেষ্টা করেছিলেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">This high performance from Afghanistan makes me excited about their contest with Bangladesh. <a href="https://twitter.com/hashtag/INDvPAK?src=hash&ref_src=twsrc%5Etfw">#INDvPAK</a> might not be the most exciting match of the tournament. <a href="https://twitter.com/hashtag/SLvAFG?src=hash&ref_src=twsrc%5Etfw">#SLvAFG</a></p>— Halai Sahab (@mhaseebhalai) <a href="https://twitter.com/mhaseebhalai/status/1041757304717279239?ref_src=twsrc%5Etfw">September 17, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এদিকে এদিনের আফগানিস্তানের পারফরম্যান্স দেখার পর একটি নয়া আলোচনা শুরু হয়েছে। ইনেকেই বলছেন এই আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের লড়াই যথেষ্ট উত্তেজক হতে চলেছে। এদিনের জয়ের ফলে আফগানিস্তান সুপার ফোরে চলে গেল। কাজেই সামনে তিনবার দুই দল মুখোমুখি হবে। সেই ম্যাচ নিয়ে এখন থেকেই উৎসাহ দেখা যাচ্ছে ক্রিকেট বিশ্বে।

English summary
Sri Lanka got knocked out of the Asia Cup 2018 after losing two consecutive matches. Afghanistan has defeated Sri Lanka by 91 runs.&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X