For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপ - আজ হংকং-এর বিরুদ্ধে নামছে ভারত, জেনে নিন টুর্নমেন্টের পুর্ণাঙ্গ সময়সূচী

আজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে এশিয়া কাপ ২০১৮। তার আগে পুরো এই টুর্নামেন্টের পুর্ণাঙ্গ সময়সূচী এবং দলগুলি সম্পর্কে জেনে নিন।

  • |
Google Oneindia Bengali News

শনিবার দুবাইতে পাঁচবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা বনাম দুইবারের ফাইনালিস্ট বাংলাদেশের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১৪তম এশিয়া কাপ। এবাব়ের টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো এশিয়ার বড় দল গুলির সঙ্গে খেলছে আফগানিস্তান এবং হংকংও।

আজ শুরু হচ্ছে এশিয়া কাপ

শেষ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার কাপ ধরে রাখার লক্ষ্যে বিরাট কোহলিহীন ভারত তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে ১৮ সেপ্টেম্বর হংকং-এর বিরুদ্ধে ম্যাচ দিয়ে। তার পরের দিনই অর্থাত ১৯ সেপ্টেম্বর ভারত মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের।

এবারের এই ৬ দলের টুর্নামেন্টে দলগুলিকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। গ্রুপ এ'তে রয়েছে ভারত, পাকিস্তান ও হংকং। গ্রুপ বি'তে আফগানিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রায় দু সপ্তাহ ধরে চলবে এবারের এশিয়া কাপ। গ্রুপ পর্বে একেক গ্রুপের প্রতিটি দল একবার করে পরস্পরের মুখোমুখি হবে।

এরপর দুই গ্রুপ থেকে প্রথম দুটি দল যাবে সুপার ফোর পর্বে। সেখানেও প্রতিটি দল একবার করে পরস্পরের মুখোমুখি হবে। সেখান থেকে সেরা দুটি দল ২৮ সেপ্টেম্বর দুবাইতে ফাইনাল খেলবে।

এশিয়া কাপ ২০১৮'র পূর্ণাঙ্গ সময়সূচী -

গ্রুপ পর্যায় -

১৫ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (দুবাই)
১৬ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম হংকং (দুবাই)
১৭ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (আবু ধাবি)
১৮ সেপ্টেম্বর: ভারত বনাম হংকং (দুবাই)
১৯ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান (দুবাই)
২০ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান (আবু ধাবি)

সুপার ফোর পর্যায় -

২১ সেপ্টেম্বর: গ্রুপ এ বিজয়ী বনাম গ্রুপ বি রানার আপ (দুবাই)
২২ সেপ্টেম্বর: গ্রুপ বি বিজয়ী বনাম গ্রুপ এ রানার আপ (আবুধাবি)
২৩ সেপ্টেম্বর: গ্রুপ এ বিজয়ী বনাম গ্রুপ এ রানার আপ (দুবাই)
২৪ সেপ্টেম্বর: গ্রুপ বি বিজয়ী বনাম গ্রুপ বি রানার-আপ (আবু ধাবি)
২৫ সেপ্টেম্বর: গ্রুপ এ বিজয়ী বনাম গ্রুপ বি বিজয়ী (দুবাই)
২৬ সেপ্টেম্বর: গ্রুপ এ রানার-আপ বনাম গ্রুপ বি রানার-আপ (আবু ধাবি)

ফাইনাল -

২৮ সেপ্টেম্বর: এশিয়া কাপ ২০১৮ ফাইনাল (দুবাই)

* সব খেলাই ভারতীয় সময় বিকেল ৫টা থেকে শুরু হবে।

এক নজরে দেখে নেওয়া যাক এশিয়া কাপের কোন দলে কারা কারা আছেন -

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, আম্বাতি রায়ডু, মনিশ পাণ্ডে, কেদার যাদব, এমএস ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, শর্দুল ঠাকুর, দীনেশ কার্তিক, খলিল আহমেদ।

পাকিস্তান: সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফখর জামান, শান মাসুদ, বাবর আজম, হ্যারিস সোহেল, ইমাম-উল-হক, আসিফ আলি, শাদাব খান, মহম্মদ নওয়াজ, ফাহীম আশরাফ, হাসান আলি, মহম্মদ আমির, শোয়েব মালিক, জুনেইদ খান, উসমান খান, শাহীন আফ্রিদি।

বাংলাদেশ: মাশরাফে মোর্তাজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিট্টন কুমার দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াধ, মমিনুল হক, আরিফুল হক, মহম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহিদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাজমুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আবু হায়দার রনি।

শ্রীলঙ্কা: অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), কুসল পেরেরা, কুসল মেন্ডিস, উপুল থরঙ্গা, থিসারা পেরেরা, নিরশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), ধনঞ্জয় ডিসিলভা, দাশুন শনকা, কাসুন রাজিথা, আকিলা ধনঞ্জয়, আমিলা আপন্সো, লাসিথ মালিঙ্গা, দুশমন্থ চমিরা, দিলরুয়ান পেরেরা, শেহান জয়সূর্য।

আফগানিস্তান: আশরাফ আফগান (অধিনায়ক), মহম্মদ শাহজাদ, ইহসানুল্লা জানাত, হাসমতুল্লা শহিদি, নাজিবুল্লা জাদরান, মুনির আহমেদ, জাভেদ আহমদি, মহম্মদ নবি, রহমত শাহ, গুলবদন নইব, সামিউল্লা শেনওয়ারি, শরফুদ্দিন আশরাফ, রশিদ খান, মুজিব জাদরান, আফতাব আলম, ইয়াসমিন আহমেদজাই, সৈয়দ শিরজাদ।

হংকং: অংশুমান রথ (অধিনায়ক), আইজাজ খান, বাবর হায়াত, ক্যামেরন ম্যাকঅলসন, ক্রিস্টোফার কার্টার, এহসান খান, এহসান নওয়াজ, আরশাদ মহম্মদ, কিঞ্চিত শাহ, নাদিম আহমেদ, রাগ কাপুর, স্কট ম্যাককেনি, তানভির আহমেদ, তানভির আফজল, ওয়াকাস খান, আফতাব হোসেন।

English summary
Asia Cup 2018 is going to start with Bangladesh vs Sri Lanka match today. Before that, learn about the full schedule and squads of this tournament.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X