For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপ, ষষ্ঠ উইকেটের জুটিতে ১২৮, প্রাথমিক ধাক্কা সামলে ভাল লড়াই ছুঁড়ে দিল বাংলাদেশ

এশিয়া কাপ ২০১৮ সুপার ফোর পর্বের বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচে ৫০ ওভারে ৭ ইউকেট হারিয়ে ২৪৯ রান তুলল বাংলাদেশ। 
 

  • |
Google Oneindia Bengali News

আবু ধাবিতে ফের কাঁপুনি ধরেছিল বাংলাদেশি ব্যাটিংয়ে। এক সময় ৮৭ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল তাদের। কিন্তু দেশ থেকে উড়ে এসে দলে সুযোগ পেয়েই ইমরুল কায়েস (৮৯ বলে ৭২*) পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করলেন। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন মাহমদুল্লা (৮১ বলে ৭৪)। প্রথমবার টুর্নামেন্টে চাপের মুখে ব্যাট করতে হবে আফগানিস্তান।

এশিয়া কাপ, প্রাথমিক ধাক্কা সামলে ভাল রান তুলল বাংলাদেশ

এদিনও ব্যর্থ হন বাংলাদেশি ওপেনার নাজমুল হোসেন শান্ত(১৮ বলে ৬)। তবে অপর ওপেনার লিটন দাস এদিন ভালই খেলেন (৪৩ বলে ৪১) কিন্তু নাজমুলের বদলে ক্রিজে নামা মিঠুন এদিনও হতাশ করেছেন (২ বলে ১)
৬ ওভারের ওভারে মধ্যে ১৮ রানে ২ উিকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের।

সেখান থেকে দলকে টানেন লিটন ও মুশফিকুর (৫২ বলে ৩৩)। এদিন মুশফিকুর একদিনের ক্রিকেটে তাঁর ৫০০০ রান পূর্ণ করেন। লিটন ভয়ঙ্কর হয়ে ওঠার মুখেই তাঁকে তুলে নেন আফগান স্পিনার রশিদ খান। প্রায় সঙ্গে সঙ্গেই ফিরে যান কোনও রান না করেই ফিরে যান সাকিব আল হাসান। তিনি জঘন্যভাবে রানআউট হয়েছেন। তাড়াহু়ড়ো করতে গিয়ে রান আইট হন মুশফিকুরও। সেই সময়ে ২১ ওভারে বাংলাদেশের রান দাঁড়ায় ৫ উইকেটে ৮৫।

আরও একবার অল্প রানে বাংলাদেশ গুটিয়ে যাচ্ছে এমনটাই ভেবেছিলেন সবাই। ঠিক তখনই রুখে দাঁড়ান ইমরুল কায়েস ও ক্রাইসিস ম্যান মাহমুদুল্লা। তাঁদের ষষ্ঠ উইকেটের জুটিতে ১২৮ রান যোগ হয়।

এই প্রথমবার টুর্নামেন্টে বড় রান তাড়া করতে নামছে আফগান ব্যাটিং। এখনও অবধি প্রত্যেক ম্যাচেই কিন্তু তাদের ব্যাটসম্যানরা ২৫০-এর মতো রান তুলেছে। আজ রান তাড়া করার বাড়তি চাপ তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় কিনা সেটাই দেখার।

English summary
In Asia cup 2018 Super Four stage Bangladesh vs Afghanistan match, Bangladesh has scored a total of 249 for the loss of 7 wickets in 50 overs. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X