ভারত ম্যাচের আগেই জানা গিয়েছিল, এশিয়া কাপ চলাকালীনই তাঁকে গড়াপেটার প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আফগান উইকেটকিপার মহম্মদ শাহজাদ। সেই শাহজাদই ভারতীয় রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের বল নিয়ে ছিনিমিনি খেললেন। তাঁর দুরন্ত শতরান (১১৬ বলে ১২৪) ও নবির (৫৬ বলে ৬৪) যোগ্য সঙ্গতে আফগানিস্তান ৮ উইকেট হারিয়ে ২৫২ রান তুলল। ছাপিয়ে গেল পাকিস্তানের ইনিংসকে।
কী ইনিংসটাই না খেললেন আফগান উইকেটকিপার তথা ওপেনার মহম্মদ শাহজাদ! তাঁর শারীরিক গঠন দেখলে মনে হয় তিনি বর্তমানে ভারতের দলে থাকার জন্য যে ফিটনেস টেস্টগুলি নেওয়া হয় সেইসব পাস করতে পারবেন না। কিন্তু ক্রিকেট যে তাছাড়াও খেলা যায় তা এদিন তিনি বুঝিয়ে দিলেন ভারতীয় বোলিংকে শাসন করে।
মঙ্গলবার একার কাঁধে আফগান ইনিংসকে টানলেন তিনি। একটা পরিসংখ্যান দেওয়া যাক। ৩৮তম ওভারে আফগানিস্তান ইনিংসের ১৮০ রানের মাথায় শাহজাদ আউট হন। সেই রানের ৬৮.৮ শতাংশই এসেছিল তাঁর ব্যাট থেকে।
এদিন ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর নেতৃত্বে ভারতীয় বোলিং ইউনিট যে খারাপ বল করেছে তা বলা যাবে না। কিন্তু একাই সংহারক মুর্তি ধারণ করেছিলেন। কীরকম? ২৬ ওভার অবধি কিন্তু আর কোনও আফগান ব্যাটসম্যান ৪ মারতে পারেননি। অবশেষে সিদ্ধার্থ কলের বলে গুলবদিন নইব একটি বাউন্ডারি মারতে পারেন। আজই প্রথম দলে ঢোকা অপর ওপেনার জাভেদ আহমদি তো ৩০ বল খেলে মাত্র ৫ রান করে আউট হয়ে যান। তাঁকে ফেরান রবীন্দ্র জাদেজা।
পাকিস্তানের বিরুদ্ধে নিষ্ফলা থাকার পর এদিন ফের ভাল বল করলেন তিনি। ১০ ওভারে ৪৬ রান দিয়ে ৩ উইকেট নেন। ভাল বল করেন কূলদীপ যাদব (৩৮-২), কেদার যাদব (২৭-১)ও। ১ করে উইকেট নেন খলিল ও আজই অভিষেক হওয়া দীপক চাহারও।
তবে চাহার তাঁর অভিষেকটা ভুলে যেতে চাইবেন। নইবের উইকেটটি পেলেও তিনি মাত্র ৪ ওভারে ৩৭ রান দিয়েছেন। তাঁর দুর্ভাগ্য সামনে ছিলেন শাহজাদ। চাহারের দ্বিতীয় ওভারেই তিনি ১৭ রান নেন।
গোটা ইনিংসে তিনি মোট সাতটি ছক্কা ও এগারোটি ৪ মারেন। জাদেজার বলে তাঁর মারা একটি ছয় স্টেডিয়ামের বাইরেও চলে যায়।
তাঁকে কিন্তু ক্রমান্বয়ে বিব্রত করেছেন ভারতীয় বোলাররা। বল তাঁর ব্যাট প্রায় ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। কিন্তু তার পরের বলেই আবার অবলীলায় তিনি ছয় হাকিয়েছেন। সিদ্ধার্থ কলের বলে ম্যাচের নবম ওভারের তাঁর ক্যাচ ফেলেছে ভারত। ৯৭ রানে ব্যাট করার সময় তাঁর বিরুদ্ধে উইকেটের পিছনে ক্যাচের আবেদন হয়েছইল। আম্পায়ার আউটও দিয়েছিলেন। কিন্তু রিভিউতে তিনি নটআউট প্রমাণিত হন। অবশেষে, কেদার যাদবের বলে থামে তাঁর অনবদ্য ইনিংস।
এরপর নবি ও নাজিবুল্লাহ জাদরান (২০ বলে ২০) সপ্তম উইকেটে জুটিতে দরকারি ৪৬ রান তোলেন। সেখান থেকে আফগানিস্তান আরও বড় রানের ইনিংস গড়তে পারত। মহম্মদ নবি সিঙ্গলস নেওয়ার পাশাপাশি বড় শটও নিয়েছেন। কিন্তু নবি ও জাগরান আউচ হওয়ার পর আর সেই গতি ধরে রাখতে পারেনি আফগানিস্তান। ভারতীয় বোলাররা ডেথে ভাল ফিরে আসেন। শেষ পাঁচ ওভারে মাত্র ২৪ রান তুলতে পেরেছে আফগানরা।
দুবাইতে নৈশালোকে বল স্কিড করে। তাই ভারতীয়দের শট খেলা সুবিধা হবে। তবে আজ দলে নেই রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। তাদের অনুপস্থিতিতে ভারতের রিজার্ভ বেঞ্চ কী করে সেটাই দেখার। তবে ভারতের পক্ষে সুখবর আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানকে বোলিং করতে দেখা নাও যেতে পারে। ব্যাটিংয়ের সময় তাঁর হ্যামস্ট্রিংয়ে টান ধরেছিল।