For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপ ২০১৬ : কোহলি-যুবির দুরন্ত পার্টনারশিপে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারত

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মীরপুর, ১ মার্চ : বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে এখনও পর্যন্ত এশিয়া কাপ টি২০ তালিকায় শীর্ষে রয়েছে ভারত। ফলে আত্মবিশ্বাসে ফুটছে ধোনি বাহিনী। মীরপুরে আজ শ্রীলঙ্কার মুখোমুখি মেন ইন ব্লু। এদিন আত্মবিশ্বাস নিয়েই শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামছে ভারতীয় দল। তবে শ্রীলঙ্কার তারকা খেলোয়াড় লসিথ মলিঙ্গার হাঁটুর চোটের কারণে খানিকটা হলেও অস্বস্তিতে রয়েছে শ্রীলঙ্কা।

মীরপুরে ভারত-শ্রীলঙ্কার এই ম্যাচ ঘিরেও রয়েছে যথেষ্ট উন্মাদনা। তবে এদিনের ম্যাচেও ফেভারিট ভারতই। আজকের ম্যাচ জিতে ভারতও নিজের অপরাজিত থাকার ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া।

এশিয়া কাপ ২০১৬ : কোহলি-যুবির দুরন্ত পার্টনারশিপে ফাইনালে ভারত

আজকের ম্যাচের লাইভ আপডেট দেখুন এখানে

১০ টা ২১ মিনিট : ছক্কা মেরে জয়ের প্রয়োজনীয় রান তুললেন কোহলি। ৫ উইকেটে জয় ভারতের।

১০ টা ২০ মিনিট : ১৮.৫ ওভারে অর্ধশতক কোহলির। ৪৪ বলে ৫১ রান ধোনি।

১০ টা ১৬ মিনিট : ১৮ ওভারের শেষে ভারত ১২৫/৫।

১০টা ১৪ মিনিট : ১৭.৫ ওভারে রতন হেরথের বলে বোল্ড হার্দিক পাণ্ডিয়া। ৪ বলে ২ রান করেছেন তিনি। ভারতের জয়ের জন্য ১৩ বলে ১৪ রান প্রয়োজন। ব্যাট করতে নামলেন অধিনায়ক ধোনি।

১০ টা ৮ মিনিট : ভারতের জয়ের জন্য ১৯ বলে প্রয়োজন ১৮ রান। পরেরার বলে কুলুশেখরের হাতে ক্যাচ দিয়ে আউট যুবরাজ সিং। ১৮ বলে ৩৫ রান করেছেন তিনি। ১৭ ওভারে ১২২/৪ ভারত।

১০ টা ৩ মিনিট : ১৬ ওভারের শেষে ভারত ১১৫/৪।

৯ টা ৫৮ মিনিট : ১৪.৪ ওভারে পরেরার বলে যুবরাজের ক্যাচ ফসকালেন জয়সূর্য। ১৫ ওভারে ১০০ রানের গণ্ডি পেরলো ভারত।

৯ টা ৫০ মিনিট : ১৪ ওভারের শেষে ভারত ৯৬/৪।

৯ টা ৪৮ মিনিট : ১৩ ওভারের শেষে ভারত ৯২/৩।ওভারের শেষ ২টি বলে দুটি ছক্কা হাঁকালেন যুবি।

৯টা ৩৯ মিনিট : ১১.১ ওভারে শনাকার বলে কুলুশেখরার হাতে ক্যাচ দিয়ে আউট রায়না। ২৬ বলে ২৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন রায়না। ৭০/৩ ভারত। ব্যাট করতে নেমেছেন যুবরাজ সিং।

৯ টা ৩৭ মিনিট : ১১ ওভারের শেষে ভারত ৭০/২।

৯ টা ৩৩ মিনিট : ১০ ওভারের শেষে ভারত ৬৬/২। কোহলি খেলছেন ২১ বলে ২৭ রানে, এবং রায়না খেলছেন ২২ বলে ২৩ রানে। ভারতের জয়েক জন্য চাই ৬০ বলে ৭৩ রান।

৯টা ১৮ মিনিট : ৭ ওভারের শেষে ভারক ৪২/২।

৯টা ১৫ মিনিট : ৬ ওভারের শেষে ভারত ৩৭/২।

৯ টা ৩ মিনিট : রোহিতের গুরুত্বপূর্ণ উইকেট খোয়ালো ভারত। ১৪ বলে ১৫ রান করেন রোহিত। কুলশেখরার বলে অসাধারণ ক্যাচ কাপুগেদেরার। ৩.২ ওভারে ১৬/২ ভারত। ব্যাট করতে এসেছেন রায়না।

৮টা ৫৯ মিনিট : আঞ্জেলা ম্যাথিউসের দ্বিতীয় বলে রোহিতের ক্যাচ ফসকালো শ্রীলঙ্কা। এই ক্যাচ ফসকানো সমস্যায় ফেলতে পারে ভারতকে।

৮টা ৫৭ মিনিট : শেষ বলে ধাওয়ানের উইকেট। ৩ বলে ১ রান করে আউট শিখর। কুলশেখরের বলে কট বিহাইন্ড। ২ ওভারের শেষে ১১/১ ভারত।

৮ টা ৫১ মিনিট : ১ ওভারের শেষে ভারত ৬/০।

৮টা ৪৭ মিনিট : ১৩৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামল ভারক। ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান।

৮টা ৩৩ মিনিট : ২০ ওভারে শ্রীলঙ্কা ১৩৮/৯। ইনিংসের শেষ বলে রান আউট হলেন কোহলির থ্রোয়ে কুলশেখরার স্টাম্প ওড়ালেন ধোনি। ৯ বলে ১৩ রান করেছেন কুলশেখর।

৮টা ২৫ মিনিট : ১৮.৪ বলে অাশ্বিনের বলে স্টাম্প আউট তিসারা পরেরা। যদিও অাম্পায়ার ওয়াইড বলে ডেকেছেন। মাত্র ৬ বলে ১৭ রান করেন পরেরা। ১৯ ওভারের শেষে ১২৭/৮।

৮টা ২১ মিনিট : ১৮ ওভারের শেষে শ্রীলঙ্কা ১১৫/৭।

৮টা ১৮ মিনিট : ১৭.২ ওভারে জসপ্রীত বুমরার বলে কাপুগেদেরার অসাধারণ ক্যাচ নিলেন হার্দিক পাণ্ডিয়া। ৩২ বলে ৩০ রানে আউট কাপুগেদেরা। শ্রীলঙ্কা ১০৫/৭।

৮টা ১৪ মিনিট : ১৬.৫ বলে ফ্রি হিটে রোহিতের থ্রোয়ে ১ রান করে রান আউট সানাকা।

৮ টা ১২ মিনিট : ১৬.১ ওভারে অশ্বিনের বলে সুরেশ রায়নার হাতে ক্যাচ দিয়ে আউট শ্রীবর্ধনে। ১৭ বলে ২২ রান করেন তিনি। শ্রীলঙ্কা ১০০/৫।

৮টা ১০ মিনিট :১৬ ওভারের শেষে ১০০/৪ শ্রীলঙ্কার।

৮ টা ২ মিনিট : ১৪ ওভারের শেষে শ্রীলঙ্কা ৮৪/৪।

৭টা ৫৯ মিনিট : ১৩ ওভারের শেষে শ্রীলঙ্কা ৭৫/৪।

৭টা ৫০ মিনিট : ওভারের পঞ্চম বলে হার্দিককে চার মারলেন শ্রীলঙ্কা অধিনায়ক। হার্দিকের পরের বলেই বোল্ড অ্যাঞ্জেলা ম্যাথিউস। ১৯ বলে ১৮ করেছেন তিনি। ১১ ওভারের শেষে ৫৭/৪ শ্রীলঙ্কা।

৭ টা ৪৬ মিনিট : ১০ ওভারের শেষে ৪৭/৩।

৭ টা ৪৩ মিনিট : ৯ ওভারের শেষে শ্রীলঙ্কা ৪১/৩। খেলছেন কাপুগেদেরা ও অ্যাঞ্জেলা ম্যািউস।

৭টা ৩৯ মিনিট : ৮ ওভারের শেষে শ্রীলঙ্কা ৩৫/৩।

৭টা ৩১ মিনিট : ৬.১ ওভারে হার্দিক পাণ্ডিয়ার প্রথম বলেই আশ্বিনের হাতে ক্যাচ দিয়ে আউট দিলসান। ১৬ বলে ১৮ রান করেছেন দিলসান।

৭টা ৩০ মিনিট : ৬ ওভারের শেষে শ্রীলঙ্কা ৩১/২।

৭ টা ২৫ মিনিট : ৫ ওভারের শেষে শ্রীলঙ্কা ২২/২।

৭ টা ১৭ মিনিট : ৩.৪ ওভারে জসপ্রীত বুমরার বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে আউট শেহান জয়সূর্য। ৫ বলে ৩ রান করেছেন তিনি। ৪ ওভারের শেষে শ্রীলঙ্কা ১৫/২।

৭ টা ১৪ মিনিট : ৩ ওভারের শেষে শ্রীলঙ্কা ৯/১।

৭টা ১০ মিনিট : ২.২ ওভারে চাণ্ডিমালের উইকেট নিলেন আশিস নেহরা। নেহরার বলে কট বিহাইন্ড ধোনির হাতে। ১১ বলে ৪ রান করেছেন চান্ডিমাল। শ্রীলঙ্কা ৬/১।

৭টা ৮ মিনিট : ১ ওভারের শেষে শ্রীলঙ্কা ৫/০।

৭ টা ৪ মিনিট : ১ ওভারের শেষে শ্রীলঙ্কা ৪/০।

৭টা ১ মিনিট : খেলা শুরু হল। প্রথম ওভারে বল করতে এলেন আশিস নেহরা। শ্রীলঙ্কার হয়ে ওপেনিং করতে নেমেছেন দীনেশ চান্ডিমাল এবং দিলসান।

৬টা ৩৩ মিনিট : পাকিস্তান ম্যাচে না খেললেও চোট সারিয়ে ফের আজ দলে ঢুকলেন শিখর ধাওয়ান। আজিঙ্কা রাহানের জায়গায় ব্যাট ধরবেন শিখর।

৬টা ৩০ মিনিট: টসে জিতে ফিল্ডিং নিলেন ধোনি। প্রথমে ব্যাট করবে শ্রীলঙ্কা।

৬টা ১২ মিনিট :

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Who will be the better bowler tonight? Jasprit Bumrah or Dushmantha Chameera? Tweet to us!<a href="https://twitter.com/hashtag/INDvsSL?src=hash">#INDvsSL</a> <a href="https://t.co/iyKQRhgnSv">pic.twitter.com/iyKQRhgnSv</a></p>— Sportstar (@sportstarweb) <a href="https://twitter.com/sportstarweb/status/704639946691194880">March 1, 2016</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

৬ টা ১১ মিনিট :

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Fans outside Dhaka Stadium before India's match against Sri Lanka <a href="https://twitter.com/hashtag/INDvsSL?src=hash">#INDvsSL</a> <a href="https://twitter.com/hashtag/AsiaCupT20?src=hash">#AsiaCupT20</a> <a href="https://t.co/U2ZGnQ5h5V">pic.twitter.com/U2ZGnQ5h5V</a></p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/status/704635948525465600">March 1, 2016</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

English summary
Asia Cup T20: India Vs Srilanka in Mirpur March 1
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X