For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিক্ষোভ, গুয়াহাটি-আগরতলায় বন্ধ রঞ্জি ট্রফির ম্যাচ

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিক্ষোভ, গুয়াহাটি-আগরতলায় বন্ধ রঞ্জি ট্রফির ম্যাচ

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বাড়তে থাকা বিক্ষোভ সামাল দিতে অসমের গুয়াহাটি ও ত্রিপুরার আগরতলায় কার্ফু জারি করেছে প্রশাসন। এই অবস্থায় অপ্রীতিকর পরিস্থিতি ও দুর্ঘটনা এড়াতে দুই শহরে চলতে থাকা রঞ্জি ট্রফির চতুর্থ দিনের ম্যাচ বন্ধ করে দেওয়া হয়েছে।

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিক্ষোভ, গুয়াহাটি-আগরতলায় বন্ধ রঞ্জি ট্রফির ম্যাচ

চলতি মরশুমের রঞ্জি ট্রফির প্রথম ম্যাচ ঘরের মাঠে সার্ভিসেসের বিরুদ্ধে খেলতে নামে অসম। আগে ব্যাট করে প্রথম ইনিংসে ১২৯ রানে অল আউট হয়ে যায় অ্যাওয়ে দল। জবাব ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৬২ রানের বেশি তুলতে পারেনি অসম। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ২৭২ রান করে সার্ভিসেস। জয়ের জন্য ১৬৮ রানে লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে পাঁচ উইকেট হারিয়ে ৭৪ রানে ব্যাট করছিল হোম টিম।

অন্যদিকে আগরতলায় ঝাড়খণ্ডের বিরুদ্ধে তাদের এই মরশুমের প্রথম রঞ্জি ম্যাচে মুখোমুখি হয়েছে ত্রিপুরা। ম্যাচে আগে ব্যাট করা ঝাড়খণ্ড প্রথম ইনিংসে ১৩৬ রানে অল আউট হয়ে যায়। জবাবে প্রথম ইনিংসে ২৮৯ রান করে ত্রিপুরা। দ্বিতীয় ইনিংসে সৌরভ তিওয়ারির শতরানের সৌজন্যে তৃতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ৩৫৮ রানে খেলছিল অ্যাওয়ে দল।

এরই মধ্যে সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হলে তাতে সর্বাধিক প্রভাবিত হতে চলা ভারতের উত্তর-পূর্বের দুই রাজ্য অসম ও ত্রিপুরায় শুরু হয়েছে বিক্ষোভ। সেই আন্দোলনে দুই রাজ্যের ক্রিকেটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর প্রশাসন। এ ব্যাপারে সরকারের পাশে দাঁড়িয়েছে বিসিসিআই। অসম ও ত্রিপুরা ক্রিকেট সংস্থার সঙ্গে কথা বলে ম্যাচ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেট বোর্ড। গুয়াহাটি ও আগরতলায় আটকে থাকা উভয় দলের ক্রিকেটারদের হোটেল ছাড়তে নিষেধ করা হয়েছে।

English summary
Assam and Tripura's Ranji Trophy's match suspended
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X