For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাস কন্ডাকটর পরিবার থেকে উঠে এসে ভারতের জার্সিতে এশিয়া কাপ জয়, স্বপ্নপূরণের এই কাহিনি এখন মোটিভেশন

থ্রিলার ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সপ্তমবারের জন্য অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে ভারত। ১০৬ রানে পুঁজিতে ভর করে শনিবার ৫ রানে ম্যাচ জিতেছে 'মেন ইন ব্লু'।

  • |
Google Oneindia Bengali News

থ্রিলার ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সপ্তমবারের জন্য অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে ভারত। ১০৬ রানের পুঁজিতে ভর করে শনিবার ৫ রানে ম্যাচ জিতেছে 'মেন ইন ব্লু'। ভারতীয় যুব দলের এই সাফল্যের পিছনে রয়েছে বাঁ-হাতি অথর্ব আঙ্কোলেকরের অবদান।

অথর্বের বোলিং

ম্যাচে ৮ ওভার হাত ঘুরিয়ে ২৮ রান খরচ করে ৫ উইকেট তুলে নিয়েছেন বাঁ-হাতি অথর্ব। তাঁর স্পিন ভেল্কিতে ভর করেই বাংলাদেশকে ১০১ রানে গুটিয়ে দিয়ে ভারত ম্যাচ জেতে ৫ রানের ব্যবধানে।

বাস কন্ডাকটর পরিবার থেকে স্বপ্নের হাইওয়েতে উড়ান

পরিবারে বাবা-মা, দুজনে বাস কন্ডাকটর। মাত্র ১০ বছর বয়সে বাবাকে হারায় অথর্ব। ছেলেকে মানুষ করতে এরপর অথর্বের মা বৈদেহী আঙ্কোলেকর বাস কন্ডাকটরের চাকরি নেন। মুম্বইয়ের মারোলে আজও বাস কন্ডাকটরি করেন তিনি। আজ তাঁর ছেলেই দেশের ক্রিকেট নায়ক। ছেলের স্পিন ভেল্কিতে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারতীয় দল। গর্বিত বৈদেহী দেবী। রূপকথার এই কাহিনিই এখন নেটিজেনদের কাছে মোটিভেশন।

বাবার স্বপ্নপূরণ লক্ষ্য অথর্বের

বাবার স্বপ্নপূরণ করতে চান অথর্ব। দেশের জার্সিতে জুনিয়র পর্বে খেলে নজর কাড়লেন। এবার দেশের জার্সিতে সিনিয়র স্তরে খেলার জন্য লড়াই শুরু করতে চান ১৮ বছরের কিশোর ক্রিকেটার।

সৌজন্যে ইনস্টাগ্রাম

English summary
Atharva Ankolekar, son of a bus conductor helps india to win U-1 9 asia cup 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X