For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আতঙ্কে সুখবর! ভ্লাদিমির পুতিনের দেশে সরকারি শিলমোহর পেল ক্রিকেট

করোনা আতঙ্কে সুখবর! ভ্লাদিমির পুতিনের দেশে সরকারি শিলমোহর পেল ক্রিকেট

  • |
Google Oneindia Bengali News

অবশেষে এল সাফল্য। দীর্ঘ ১৬ বছরের লড়াই শেষে ক্রিকেটে সরকারি শিলমোহর পড়ল রাশিয়ায়। এর অর্থ এবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি স্বীকৃত টুর্নামেন্টগুলি খেলতে আর কোনও বাধা থাকল না ভ্লাদিমির পুতিনের দেশের। করোনা ভাইরাসের জেরে জারি থাকা অচলাবস্থায় মধ্যে ক্রিকেট বিশ্বের কাছে এটি বিরাট বড় সুখবর বলে দাবি করা হয়েছে।

২০০৪ সালে যাত্রা শুরু

২০০৪ সালে যাত্রা শুরু

২০০৪ সালে রাশিয়ায় পথচলা শুরু করেছিল ক্রিকেট। সেদেশের ক্রিকেট বোর্ডের নাম দেওয়া হয়ছিল রাশিয়া ক্রিকেট। ২০১২ সালে আইসিসি-র খাতায় নথিভূক্ত হয় রাশিয়ার নাম। ২০১৩ সালে ক্রিকেট অধিনায়ক অশ্বিনী চোপড়ার হাত ধরে রাশিয়ান ক্রিকেট ফেডারেশন প্রতিষ্ঠিত হয়।

সহযোগী সদস্য

সহযোগী সদস্য

২০১৭ সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি-র সহযোগী সদস্য পদ পায় রাশিয়া। যে তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, আর্জেন্টিনা, নেদারল্যান্ড, ক্রোয়েশিয়া সহ মোট ৯৩টি দেশের নামও রয়েছে। ২০১৮ সালে নথিভূক্ত সব সদস্যদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার এক্তিয়ার দেয় আইসিসি। তাতে অন্তর্ভূক্ত রয়েছে সংস্থার ইউরোপ রিজিয়নের সদস্য রাশিয়াও।

দলনেতা

দলনেতা

এই মুহূর্তে রাশিয়া ক্রিকেট দলের অধিনায়কত্বের ভার ভারতীয় বংশোদ্ভুত অশ্বিনী চোপড়ার কাঁধে রয়েছে। তিনি আবার রাশিয়ান ক্রিকেট ফেডারেশনের সভাপতিও বটে। দলের কোচ নিক ব্রিটজ। ২০০৭ সালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলে রাশিয়া। কারমেল অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে এই ম্যাচ খেলেছিল ভ্লাদিমির পুতিনের দেশ।

আবেদন প্রত্যাখ্যান

আবেদন প্রত্যাখ্যান

গত বছর ইংল্যান্ডে হওয়া ৫০ ওভারের বিশ্বকাপের পর ক্রিকেটকে ক্রীড়া ইভেন্ট হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। কিন্তু গত জুলাইতে আবেদন খারিজ করে দিয়েছিল ভ্লাদিমির পুতিনের সরকার। আরও একবার একই আবেদন করেন রাশিয়া ক্রিকেটের প্রেসিডেন্ট তথা দলের অধিনায়াক অশ্বিনী চোপড়া। সরকার তা গ্রাহ্য করায় একে বিরাট জয় হিসেবে দেখছেন অশ্বিনী। রাশিয়ার এই পদক্ষেপে আন্তর্জাতিক ক্ষেত্রেও ক্রিকেটের কৌলিন্য আরও বাড়ল বলা চলে।

করোনা যেন আশীর্বাদ! মুক্তি পেয়ে গেলেন ক্রিকেট মাঠের মোস্ট ওয়ান্টেড!করোনা যেন আশীর্বাদ! মুক্তি পেয়ে গেলেন ক্রিকেট মাঠের মোস্ট ওয়ান্টেড!

English summary
Atlast Russia admits cricket as sports, includes the game in national level
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X