For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার পর ক্রিকেট ফিরলে বিরাটের পরিবর্তে কেন রোহিতকে ক্যাপ্টেন করার দাবি

করোনার পর ক্রিকেট ফিরলে বিরাটের পরিবর্তে কেন রোহিতকে ক্যাপ্টেন করার দাবি

  • |
Google Oneindia Bengali News

করোনা লকডাউনে বন্ধ ক্রিকেট। খেলাধুলেরা জগতে এখন তালা ঝুলছে। ফুটবল শুরু হলেও ক্রিকেটে ফেরার এখন কোনও সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট এখন আঁধার নেমেছে বলা যেতে পারে। বিসিসিআইয়ের আইপিএল এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। করোনা আবহে আইপিএল পাকাপাকিভাবে বাতিল হলে বোর্ডের ৪০০০ কোটি টাকা লোকসানের ধাক্কা রয়েছে। এসবের মাঝে ভারতীয় ক্রিকেটে বল গড়ালে আগামী দিনে বিরাটের পরিবর্তে রোহিতকে ক্যাপ্টেন করার দাবি উঠে গেল।

 তিন ফর্ম্যাটে নেতা যখন কোহলি

তিন ফর্ম্যাটে নেতা যখন কোহলি

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে তিন ফর্ম্যাটে বিরাট কোহলি অধিনায়কত্ব করেন। এতে তাঁর উপরে চাপও বাড়ছে বলে মনে করেন প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসন।

বিরাটের পরিবর্তে রোহিতকে নেতা করার প্রস্তাব

বিরাটের পরিবর্তে রোহিতকে নেতা করার প্রস্তাব

ভারতীয় দলের তিন ফর্ম্যাটের অধিনায়ক বিরাট কোহলির থেকে চাপ কমানোর জন্য টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিত শর্মার হাতেই নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়ার দাবি তুলছেন প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসন।

ভারতীয় ক্রিকেটে দুই নেতা তত্ত্ব

ভারতীয় ক্রিকেটে দুই নেতা তত্ত্ব

অতীতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরবর্তী যুগে ভারতীয় ক্রিকেটে দুই নেতা দেখা যেত। টেস্টে দ্রাবিড়ও সীমিত ওভারে ধোনি অধিনায়কত্ব করেছেন। পরে রাহুলের পর টেস্টে অনিল কুম্বলে ও সীমিত ওভার মাহি। অনিল কুম্বলে টেস্ট থেকে অবসর নেওয়ার পর দুই ফর্ম্যাটই ধোনি নেতৃত্ব দেন। নেতা ধোনির পর কোহলি অধিনায়ক হিসেবে টেস্টে হাতেখড়ির পর সীমিত ওভারে নেতা হয়েছেন। ভারতীয় ক্রিকেটে বর্তমান সময়ে দুই নেতা তত্ত্ব দেখা যায় না।

টি-২০ ক্রিকেট বিশ্বকাপের বছর অধিনায়ক বদল নিয়ে সওয়াল

টি-২০ ক্রিকেট বিশ্বকাপের বছর অধিনায়ক বদল নিয়ে সওয়াল

তবে প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসন দুই নেতা তত্ত্বের পক্ষে সওয়াল তুলে দিলেন। সেটাও এমন একটা সময়ে যখন করোনা লকডাউনের পর ক্রিকেট মাঠে বল গড়ালে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ফোকাসে ঢুকে পড়বে।

ওয়াসন যা বলেছেন

ওয়াসন যা বলেছেন

ওয়াসন বলেছেন, 'রোহিত ভাল ক্যাপ্টেন। 'টি-২০ ক্রিকেটে মু্ম্বই ইন্ডিয়ান্সের হয়ে ও সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে সাফল্য এনে দিয়েছেন। ফলে টি-টোয়েন্টি ফরম্যাটে রোহিতকে ক্যাপ্টেন করার কথা ভাবা যেতেই পারে। টেস্ট ও ওয়ানডে ফর্ম্যাটে বিরাট বরং অধিনায়ক থাকুক।'

English summary
Atul wassan bats for Rohit Sharma as captain in T20Is to Take stress out of Virat Kohli
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X