For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টানা তিন ইনিংসে তিনটি শতরান, অস্ট্রেলিয়ান ক্রিকেটে নতুন হিরো লাবুশানে

অস্ট্রেলিয়া ক্রিকেটে নতুন তারকা।ঘরের মাঠে টানা তিন টেস্টে তিনটি শতরান হাঁকিয়ে ফেললেন মার্নাস লাবুশানে।

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়া ক্রিকেটে নতুন তারকা।ঘরের মাঠে টানা তিন টেস্টে তিনটি শতরান হাঁকিয়ে ফেললেন মার্নাস লাবুশানে। এদিন পারথে অপ্টাস স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন ১১০ রান হাঁকিয়ে অপরাজিত রয়েছেন লাবুশানে। ২০২ বল খেলে লাবুশানের ইনিংস সাজানো ১৪টি চার ও ১টি ছয় দিয়ে। ছক্কা হাঁকিয়ে এদিন সেঞ্চুরি সম্পূর্ণ করেন ডানহাতি। তাঁর ব্যাটে এদিন লড়াইয়ে ফেরে অস্ট্রেলিয়া।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">WHAT A BOSS 😤😤😤<br><br>Marnus Labuschagne brings up his third straight ton with a SIX. He's averaging 89 since he came in during the Ashes...<br><br>Follow the Test LIVE: <a href="https://t.co/CnvQ4h0Kl6">https://t.co/CnvQ4h0Kl6</a> <a href="https://t.co/qKOCzBbs5E">pic.twitter.com/qKOCzBbs5E</a></p>— FOX SPORTS Australia (@FOXSportsAUS) <a href="https://twitter.com/FOXSportsAUS/status/1205081548065665024?ref_src=twsrc%5Etfw">December 12, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

বেলুড় মঠের কুমারী পুজো

বেলুড় মঠের কুমারী পুজো

নিয়ম মেনেই প্রতি বছরের মতো এবারও অষ্টমীর সকালে বেলুড় মঠে কুমারী পুজো অনুষ্ঠিত হয়। হাওড়ার ঐশানী চট্টোপাধ্যায় এবার কুমারী হিসেবে নির্বাচিত হয়। লাল শাড়ি পরিয়ে, গয়না দিয়ে, দুর্গার মতো সাজিয়ে তাকে পুজো করা হয়। ঐশানীর বয়স পাঁচ বছর।

ম্যাচের স্কোর

টস জিতে এদিন ব্যাটিং নেওয়ার পর জো বার্নস অল্প রানে সাজঘরে ফিরলে ওয়ার্নার ব্যাটিং দাপট চালু রাখেন। তাঁকে যোগ্য সংগত দিয়েছেন মার্নাস। এরপর কিউয়ি পেসার নেল ওয়েগনার দুর্দান্ত ক্যাচে ওয়ার্নারকে ফেরালে স্মিথের সঙ্গে উইকেটে টিঁকে থেকে ব্যাটিং শুরু করেন লাবুশানে।

দিনের শেষে ১১০ রানে নটআউট থেকে দলকে ২৪৮ রানে পৌঁছে দিয়েছেন। স্মিথ, ওয়ার্নার, বার্নস ও ওয়েড এই চার উইকেট হারিয়ে প্রথম দিনের শেষে ২৪৮ রান তুলেছে অস্ট্রেলিয়া।

বেলুড় মঠের প্রতিমা ও কুমারী পুজো

বেলুড় মঠের প্রতিমা ও কুমারী পুজো

বেলুড় মঠের দুর্গাপুজো বেশ জনপ্রিয়। ডাকের সাজের প্রতিমার সাবেকিআনায় কোনও পরিবর্তন নেই। বেলুড় মঠের পুজোর সেরা আকর্ষণ হল কুমারী পুজো। এবারেও প্রথা মেনে কুমারী পুজো করা হয়।

টানা তিন শতরান

এর আগে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ব্রিজবেন টেস্টে শতরান হাঁকান লাবুশানে।দেশের জার্সিতে এটাই লাবুশানের প্রথম শতরান। এরপর অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি হাঁকান। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে এদিন সেঞ্চুরি হাঁকালেন।

কুমারী পুজোর প্রচলন

কুমারী পুজোর প্রচলন

১৯০১ স্বামী বিবেকানন্দ প্রথম কুমারী পুজোর প্রচলন করেন। প্রথম যখন কুমারী পুজো শুরু হয়েছিল তখন ন'জন কুমারীকে একসঙ্গে পুজো করা হয়েছিল। এর পর থেকেই প্রতি বছর নিষ্ঠার সঙ্গে কুমারী পুজো করা হয় বেলুড় মঠে।

একনজরে শেষ তিন ইনিংসে লাবুশানের স্কোর

পারথ টেস্টে ১১০ রানে নটআউট রয়েছেন।
অ্যাডিলেডে ১৬২ রান।
ব্রিজবেন টেস্টে ১৮৫ রান।

ভক্ত সমাগম

ভক্ত সমাগম

কুমারী পুজো দেখতে মঠে ভিড় জমিয়েছিলন অগণিত ভক্ত। হাওড়া, কলকাতা সহ পাশ্বর্বতী এলাকার বহু ভক্তরা এদিন এসেছিলেন দূর-দূরান্ত থেকে। পুজো শেষে হয় ভোগ বিতরণ। এদিন সকাল নটায় বেলুড় মঠের নিয়ম মেনে শুরু হয় কুমারী পুজো। শেষ হয় দশটায়।

হাজার রানের গণ্ডি পার

এদিন ১১০ রান হাঁকানোর সুবাদে টেস্ট ক্রিকেটে হাজার রানের গন্ডি পেরিয়ে গেলেন লাবুশানে। ১০২০ রানে দাঁড়িয়ে রয়েছেন তিনি। যার মধ্যে ২০১৯ সালে ৯১৯ রান হাঁকিয়েছেন।

বেলুড়ের দুর্গাপুজো

বেলুড়ের দুর্গাপুজো

আগে কলকাতার কুমারটুলি থেকে প্রতিমা এনে পুজো করা হত। এখন মঠ প্রাঙ্গনেই প্রতিমা তৈরি হয়। এই পুজোর আরও একটি বৈশিষ্ট্য হল, এখনও সঙ্কল্প হয় সারদা দেবীর নামে। জন্মাষ্টমীর দিন থেকে সূচনা বেলুড় মঠের দুর্গাপুজোর। ওই দিন কাঠামো পুজো হয়। দুর্গাষষ্ঠীর আগের দিন অর্থাৎ পঞ্চমীতে স্থানীয় জগন্নাথ মন্দির থেকে শালগ্রাম শিলা আনা হয় মণ্ডপে। দুর্গাষষ্ঠী থেকে বিজয়াদশমী পর্যন্ত শাস্ত্রবিধি অনুসারে পুজো হয়। বিজয়াদশমীর দিন সন্ধ্যায় মঠের ঘাটেই গঙ্গায় প্রতিমা বিসর্জনই রীতি।

English summary
Aus vs Nz: Marnus Labuschagne brings up his third straight century
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X