For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে সহজ জয় অস্ট্রেলিয়া। পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল অজিরা।

  • |
Google Oneindia Bengali News

প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে সহজ জয় অস্ট্রেলিয়ার। পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল অজিরা। এর আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপটের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া।এবার পাকিস্তানের বিরুদ্ধেও লিড নিল তারা।

পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

ক্যানবেরার মাকুনা ওভালের মাঠে এদিন টস জিতে পাক দল প্রথমে ব্যাটিং নেয়। শুরুতে অধিনায়কোচিত ইনিংস খেলে পাক অধিনায়ক বাবর আজাম দলকে এগিয়ে দেন। ৩৮ বল খেলে ৫০ রান করে ওয়ার্নারের থ্রোয় রান আউট হন বাবর। তাঁর ইনিংস সাজানো ৬টি বাউন্ডারি দিয়ে। সিরিজের প্রথম টি-টোয়েন্ট ম্যাচেও বাবরের ব্যাটে হাফ সেঞ্চুরি ছিল।

এদিনও ব্যর্থ হন ফাকহর জামান। প্রথম টি-টোয়েন্টিতে ০ রান করার পর এদিন ২ রান করে আউট হন ফাকহর। বাকিদের মধ্যে ইফতিকার আহমেদ ৬২ রান করে নট আউট থেকে দলকে ১৫০ রানের গণ্ডিতে পৌঁছে দেন।

জবাবে ১৮.৩ ওভার ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে ওয়ার্নার ২০ ও ফিঞ্চ ১৭ রান করে আউট হলে ইনিংসের হাল ধরে ম্যাচ জেতান স্টিভ স্মিথ।

এদিন ৮০ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতালেন স্মিথ। ইনিংস সাজানো ১১টি চার ও ১টি ছয় দিয়ে। ৮ নভেম্বর পারথের অপ্টাস স্টেডিয়ামে সিরিজের শেষ তথা ফাইনাল টি-টোয়েন্টি খেলবে দুই দল। এরপর ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া-পাকিস্তান।

English summary
Australia beat pakistan in 2ns t20i, smith scored unbeaten 80 runs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X