For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি সিরিজ হারাল অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি সিরিজ হারাল অস্ট্রেলিয়া

  • |
Google Oneindia Bengali News

ফাফ ডু প্লেসিসের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত যেন কাঁটা হয়ে বিঁধল। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। দেশের মাটিতে ওয়ান ডে সিরিজে অজিদের বিরুদ্ধে এই হারের বদলা নিতে মরিয়া প্রোটিয়ারা।

প্রথম ম্যাচ

প্রথম ম্যাচ

কয়েকদিন আগেই ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়কত্ব ছাড়ার কথা জানান ফাফ ডু প্লেসিস। ফলে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের নেতৃত্বেই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। জোহানাসবার্গে অনুষ্ঠিত হয়েছিল সিরিজের প্রথম ম্যাচ। আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান তুলেছিল অস্ট্রেলিয়া। ৪৫ ও ৪২ রান করেছিলেন যথাক্রমে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও স্টিভ স্মিথ। জবাবে ১৪.৩ ওভারে ৮৯ রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট নেন অ্যাস্টন আগর।

দ্বিতীয় ম্যাচ

দ্বিতীয় ম্যাচ

পোর্ট এলিজাবেথে হওয়া এই ম্যাচে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৫৮ রান তোলে প্রোটিয়ারা। ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেন দলের অধিনায়ক কুইন্টন ডি কক। জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। পরাজিত দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ডেভিড ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নেন লুঙ্গি এনগিদি।

তৃতীয় ম্যাচ

তৃতীয় ম্যাচ

কেপ টাউনে হওয়া সিরিজ নির্ণায়ক ম্যাচে দক্ষিণ আফ্রিকার সামনে ১৯৪ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। অজি শিবিরের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন ডেভিড ওয়ার্নার। ৫৫ রান করেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। জবাবে ৯৬ রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। মিচেল স্টার্ক ও অ্যাস্টন আগরের দাপটে ব্যাটিং-এ ভরাডুবির সম্মুখীন হয় প্রোটিয়া শিবির।

ওয়ান ডে সিরিজ

ওয়ান ডে সিরিজ

২৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে। পার্লের বোলান্ড পার্কে প্রথম ওয়ান ডে-তে মুখোমুখি হচ্ছে দুই দল। ব্লুমফন্টেইনে হবে দ্বিতীয় ম্যাচ। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় ওয়ান ডে হবে পোচেফস্ট্রুমে।

English summary
Australia beat South Africa in T20 series by 2-1
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X