For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলের চুক্তির কথা মাথায় রেখে বিরাট ও ভারতকে স্লেজিং করে না অস্ট্রেলিয়া! অকপট ক্লার্ক

আইপিএলের চুক্তির কথা মাথায় রেখে বিরাট ও ভারতকে স্লেজিং করে না অস্ট্রেলিয়া! অকপট ক্লার্ক

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাস সংক্রমণে বিশ্বজুড়ে প্রতিদিনই বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে স্থগিত রয়েছে আইপিএল। মিলিয়ন ডলার ক্রিকেট লিগ কবে শুরু হবে জানা নেই। এর মাঝে আইপিএল-অস্ট্রেলিয়া ও বিরাট কোহলিকে নিয়ে সাক্ষাৎকারে অপকট চাঁচাছোলা মন্তব্য করলেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক।

সলমন খান

সলমন খান

সুলতানের শ্যুটিংয়ের সময়ে এক ইন্টারভিউয়ে সলমন বলেন, কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করা সবচেয়ে কঠিন। কুস্তির আখাড়ার রিংয়ের বাইরে সারাদিনের শ্যুটিংয়ের ধকল সহ্য করে বেরনোর পরে আমাকে দেখে মনে হতো ধর্ষিতা মহিলা হেঁটে যাচ্ছে।

আইপিএলে খেলার জন্য ভারতকে খুশি রাখতে চায় অস্ট্রেলিয়া

আইপিএলে খেলার জন্য ভারতকে খুশি রাখতে চায় অস্ট্রেলিয়া

এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়া দলের ভারতীয়দের স্লেজিং না করা নিয়ে মন্তব্য করেছেন মাইকেল ক্লার্ক। একসময় অস্ট্রেলিয়া দল স্লেজিংকে অন্য এক শিল্পের পর্যায়ে নিজে গিয়েছিল। ২০১৪ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলি ও মিচেল জনসনের স্লেজিং ছিল বহুল চর্চিত। সেই বিরাটকেই এখন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ব্যাটসম্যান হিসেবে শুধু সমীহই করে না, সেই সঙ্গে কোহলির ভারতের বিরুদ্ধে স্লেজিং থেকে দূরে থাকে। এর নিয়ে অস্ট্রেলিয়াকে ২০১৫ সালে বিশ্বচ্যাম্পিয়ন করা অধিনায়ক মাইকেল ক্লার্ক তাঁর মতামত জানিয়েছেন।

লালু প্রসাদ যাদব

লালু প্রসাদ যাদব

গোমাংস বন্ধ নিয়ে লালু কেন্দ্র ও বিজেপিকে আক্রমণ করে বলেন, এরা পুরো দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে। যে খায়, সে গোমাংস খায়। হিন্দুরা কি গোমাংস খায় না? যারা বাইরে যায় তারা গোমাংস খায়। এদেশে থাকলেও গোমাংস খায়। যারা মাংস খায় তাদের কাছে গরু হোক অথবা ছাগল কোনও পার্থক্য নেই। আসলে শরীরের কথা ভেবেই কোনও ধরনের মাংসই খাওয়া উচিত নয়। সেই ঘটনা নিয়েই রাজনীতি করছে বিজেপি ও আরএসএস।

অকপট ক্লার্ক

অকপট ক্লার্ক

অকপট মন্তব্যে ক্লার্ক বলেন, ' ক্রিকেটদুনিয়ায় আর্থিকভাবে ভারত শক্তিশালী। বিশ্বের ধনীতম ক্রিকেট লিগ আইপিএল চালায় ভারত। আমার মনে হয়, অস্ট্রেলিয়া সহ প্রায় সব ক্রিকেট বোর্ডই এখন এই আইপিএলের কথা মাথায় রেখেই ভারতকে কিছুটা হলেও খুশি রাখতে চায়। আইপিএলে ফ্র্যাঞ্চাইজি পেতে হবে এই ভেবেই বোধহয় ভারতীয় দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান ক্রিকেটারর এখন স্লেজিং এড়িয়ে চলে।'

আমির খান

আমির খান

সারা দেশে অসিষ্ণুতা প্রসঙ্গে আমির বলেন, যখন আমি কিরণের সঙ্গে কথা বলি, কিরণ বলে আমাদের কী দেশ ছেড়ে চলে যাওয়া উচিত? কারণ ও বাচ্চাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। সংবাদপত্রে অথবা নিউজ চ্যানেলে যা বেরচ্ছো প্রতিদিন তাতে আশপাশের পরিবেশ নিয়ে চিন্তিত হওয়ারই কথা। এমনকী আমিও এই বিষয়টি নিয়ে চিন্তিত।

আইপিএলের প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দুর্বলতা

আইপিএলের প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দুর্বলতা

আইপিএলের প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দুর্বলতার সমালোচনা করে ক্লার্ক ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের কথা মনে করিয়ে দিয়েছেন। ক্লার্ক এই নিয়ে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, 'অজি ক্রিকেটাররা ভারতীয়দের স্লেজ করে না। ভারত অধিনায়ক কোহলিকে স্লেজ করলে যদি বেঙ্গালুরুর জন্য দলে না নেয়। অজি ক্রিকেটারদের মধ্যে এখন এই দুর্বলতা বা আশঙ্কা কাজ করে বলে মনে করি। কোহলি কিংবা ভারতের অন্যান্য ক্রিকেটারদের স্লেজিং করতে ভয় পায় খেলোয়াড়রা। এপ্রিলে তাঁদের সঙ্গেই আইপিএলে খেলতে হয়। এই কারণে স্লেজিং নিয়ে অজি ক্রিকেটারদের মধ্যে একটা সংকোচবোধ কাজ করে।'

 মোহন ভগবত

মোহন ভগবত

আরএসএস প্রধান মোহন ভগবত গো-কাণ্ডের সময়ে বলেন, গরু হল মা। তার জন্য কাজ করা গোরক্ষকরা আইন-কানুন মেনে কাজ করে। প্রশাসনের সেদিকে নজর রাখা উচিত। যারা আইন ভাঙেন তাদের গোরক্ষকদের সঙ্গে তুলনা করা উচিত নয়।

আইপিএল কোটি টাকায় বিক্রি হয়েছেন যে সব অজি ক্রিকেটার

আইপিএল কোটি টাকায় বিক্রি হয়েছেন যে সব অজি ক্রিকেটার

প্রসঙ্গত, ১৩ তম আইপিএল নিলামে অস্ট্রেলিয়ান পেসার প্যাট ক্যামিন্স নতুন মরসুমে সবচেয়ে বেশি ১৫.৫ কোটি দর পেয়েছেন। কলকাতার ফ্র্যাঞ্চাইজি কেকেআর কামিন্সকে দলে নিয়েছে। গ্লেন ম্য়াক্সওয়েলকে ১০.৭ কোটিকে দলে নিয়েছে পাঞ্জাব। ন্যাথান কুইল্টার-নাইলকে ৮ কোটিতে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ৪.৪ কোটিতে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অস্ট্রেলিয়া থেকে এবছর আইপিএলে ১৩ জন ক্রিকেটার ৮ ফ্র্যাঞ্চাইজিতে চুক্তিবদ্ধ রয়েছে।

রাজ ঠাকরে

রাজ ঠাকরে

মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে বলেন, আমাদের দেশে কি অভিনেতা কম পড়েছে? কেন আমাদের সিনেমায় পাকিস্তানি শিল্পীরা কাজ করবে? দেশের জওয়ানরা সীমান্তে আমাদের হয়ে লড়ছে। যদি তারা বন্দুক নামিয়ে রাখে তাহলে কি হবে? তাহলে কে বাঁচাবেন? সলমন খান? সকলের এটা মাথায় রাখা উচিত যে দেশ সবার আগে। যদি এতে কারও অসুবিধা থাকে তাহলে তাদের সিনেমাও ব্যান করে দেওয়া হবে।

সুব্রহ্মণ্যম স্বামী

সুব্রহ্মণ্যম স্বামী

কেন্দ্র সরকার ২০১৪ সালে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। সেইমতো কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তৈরি থাকা উচিত ছিল। তবে তারা এতদিনেও কোনও প্রস্তুতি নিতে পারেনি। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে দিলেন এটা ভেবে যে সমস্তকিছু ঠিক রয়েছে।

উদ্ধব ঠাকরে

উদ্ধব ঠাকরে

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেন, আমরা বলছি না সমস্ত মুসলমান আমাদের বিরুদ্ধে। তবে যারা এখানে থেকে পাকিস্তানের হয়ে কথা বলেন আমরা তাদের বিরুদ্ধেই কথা বলব।

সাক্ষী মহারাজ

সাক্ষী মহারাজ

ভারতে থেকে ৪ জন স্ত্রী ও ৪০ টি সন্তান রাখা যাবে না। এখন সময় এসেছে এক একজন হিন্দু স্ত্রীর ৪টি করে সন্তান প্রসব করার। একমাত্র তাহলেই হিন্দু ধর্মকে বাঁচানো যাবে।

মায়াবতী

মায়াবতী

বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেন, উনি বড়লোকদের সংরক্ষণ করছেন। উনি নিজেকে ফকির বলে দাবি করলেও তিনি ফকির নন, বরং অনেক বিত্তবান ব্যক্তি।

মনোহর পার্রিকর

মনোহর পার্রিকর

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর এক সাংবাদিক সম্মেলেন প্রশ্নের উত্তরে বলেন, পাকিস্তানে যাওয়া ও নরকে যাওয়া একই ব্যাপার। উরি হামলার পরে কোনও এক সময়ে এই মন্তব্য করেন তিনি।

জাকির নায়েক

জাকির নায়েক

ইসলামের ধর্ম প্রচারক জাকির নায়েক মন্তব্য করেন যে, মুসলমান সমাজে স্ত্রীকে মারধর করা কোনও খারাপ কাজ বলে গণ্য করা হয় না। ওসামা বিন লাদেন সম্পর্কে মন্তব্য হোক অথবা মুসলমান পুরুষেরা পরিচারিকার সঙ্গে সহবাস করতে পারে বলে মন্তব্য হোক, এই জাকিরের বিরুদ্ধেই নানা সময়ে বিতর্ক উসকে উঠেছে।

English summary
Australia players scared to sledge Virat Kohli's india for IPL contracts says Michael Clarke
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X