For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্মিথে মুগ্ধ পেইন, জানেন ৯ বছর ধরে তপস্যা করে লক্ষ্যে পৌঁছলেন স্মিথ

রবিবার ম্যাঞ্চেস্টার টেস্ট জিতে নিয়ে অ্যাসেজের ধরে রাখল অস্ট্রেলিয়া।পাঁচ ম্যাচের লড়াইয়ে চার টেস্ট শেষে ২-১ এগিয়ে থেকে অ্যাসেজ ধরে রাখল তারা

  • |
Google Oneindia Bengali News

রবিবার ম্যাঞ্চেস্টার টেস্ট জিতে নিয়ে অ্যাসেজের ধরে রাখল অস্ট্রেলিয়া। শেষবার স্টিভ স্মিথের অধিনায়কত্বে ঘরের মাঠে ৪-০ ব্যবধানে অজিরা অ্যাসেজ সিরিজ জিতেছিল । এবার ইংল্যান্ডের মাটিতে সিরিজ খেলতে এসে পাঁচ ম্যাচের লড়াইয়ে চার টেস্ট শেষে ২-১ এগিয়ে থেকে অ্যাসেজ ধরে রাখল তারা। ওভালে শেষ টেস্ট ড্র করলেও সিরিজ জেতার সুযোগ নেই ইংল্যান্ডের।

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করা নিয়ে আবেদনের শুনানি বাতিল করল সুপ্রিম কোর্ট।

সিরিজ জিতে স্মিথের প্রশংসায় ক্যাপ্টেন টিম

সিরিজ জিতে স্মিথের প্রশংসায় ক্যাপ্টেন টিম

ম্যাঞ্চেস্টারে ম্যাচ জয়ের পর স্মিথের প্রশংসায় পঞ্চমুখ টিম পেইন। অজি কাপ্তান বলেন, 'টেস্টে আমার দেখা সেরা ব্যাটসম্যান স্মিথ। ' দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, 'আমাদের দলে টেস্টের এক নম্বর ব্যাটসম্যান স্টিভ স্মিথ ও টেস্টের এক নম্বর বোলার প্যাট কামিন্স রয়েছে। আর কী চাই!'

বান্ধবীকে খুন করে আত্মহত্যা

বান্ধবীকে খুন করে আত্মহত্যা

গার্লফ্রেন্ডকে খুন করে দিল্লির মেহরুলি এলাকায় নিজের ডান্স অ্যাকাডেমিকে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন ২৪ বছরের এক নাচের মাস্টার।

ম্যাচের সেরা হয়ে স্টিভ স্মিথ কী বললেন

ম্যাচের সেরা হয়ে স্টিভ স্মিথ কী বললেন

ম্যাচের সেরা হয়ে স্মিথ বলেন , 'সত্যিই জানি না আদৌও ভালো খেলতে পেরেছি কিনা। তবে একটুকু বলব, বাইশ গজে সময় কাটাতে পেরে দারুণভাবে উপভোগ করছি। ক্রিকেটকে উপভোগ করাই এখন আমার কাছে প্রধান লক্ষ্য।'

সৌরভের পাল্টা জবাব

সৌরভের পাল্টা জবাব

রবি শাস্ত্রী বোকাদের রাজ্যে বসবাস করেন। কোচ বিতর্কে রবি শাস্ত্রীর আক্রমণের পাল্টা জবাব দিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়।

৯ বছরের অপেক্ষা

স্মিথকে নিয়ে অজি ক্রিকেট মহলে একটা শব্দ খুব চলে। 'ইস্পাত কঠিন'। সদা হাসিখুশি ছেলেটার মধ্যে একটা বারুদ রয়েছে। চোখেমুখে আক্রমণাত্মক ভঙ্গি না থাকলেও ভিতরে ভিতরে কঠিন ও দারুণ লড়াকু। এক ইঞ্চিও জমি নাকি ছাড়তে চান না! আর সেই প্রমাণ মিলছে ইংল্যান্ডের মাটিতে অ্যাসেজ ধরে রাখার দিনে।

উঠে আসছে অন্য এক পরিসংখ্যান। ইংল্য়ান্ডের মাটিতে অ্যাসেজে অজিদের সুদিন দেখার জন্য স্মিথকে পাঁচদিনের ফর্ম্যাটে অভিষেকের পর থেকে ৯ বছর অপেক্ষা করতে হয়েছে। অজিদের হয়ে টেস্টে অভিষেকের(২০১০সালে) পর ২০১৩ ও ২০১৫ সালে ইংল্যান্ডে অ্যাসেজ খেলতে এসে সিরিজ জেতার স্বাদ পাননি।

২০১৯ সালে এবার এখনও সিরিজ না জিতলে ইংল্যান্ডকে ২-১ ব্যাকফুটে ঠেলে দিয়ে ঐতিহাসিক ট্রফিটি নিজেদের দখলে রেখে দেওয়া গেল। এর আগে ২০১৭ সালে ঘরের মাঠে অধিনায়ক হিসেবে অ্যাসেজ জয়ের পর এবার ব্যাটসম্যান হিসেবে ইংল্য়ান্ডের মাটিতে দলকে অ্যাসেজ ধরে রাখতে সাহয্য করলেন।

টিকিট কাউন্টারে আগুন

টিকিট কাউন্টারে আগুন

অমৃতসর রেলস্টেশনের টিকিট কাউন্টারে আগুন। প্রায় ভস্মীভূত হয়ে গেল টিকিট কাউন্টার। তবে আগুন এখন নিয়ন্ত্রণে।

আইএসআইএস

আইএসআইএস

হায়দ্রাবাদ থেকে ৫ জনকে গ্রেফতার করে আইএসআইএস মডিউলের খোঁজ পেল এনআইএ। হায়দ্রাবাদে বসে দেশে বড়সড় নাশকতা ঘটনোর ছক কষা হচ্ছিল বলে জানতে পেরেছে এনআইএ।

কাবুলে জঙ্গিহানা

কাবুলে জঙ্গিহানা

ইস্তানবুলের পর এবার আফগানিস্তানের কাবুলে জঙ্গিহানায় মৃত কমপক্ষে ৩০ জন। হামলার দায় স্বীকার করেছে তালিবান।

তৃতীয় লিঙ্গ

তৃতীয় লিঙ্গ

সমকামী বা উভকামীরা তৃতীয় লিঙ্গ নয়। বৃহস্পতিবার পরিস্কার করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

অগ্নিকাণ্ড

অগ্নিকাণ্ড

মুম্বইয়ে ওযুধের দোকানের বিধ্বংসী আগুনে ৯ জনের মৃত্যু হয়েছে, ৯ জনের মধ্য়ে ৫জনই শিশু।

English summary
Australia retained Ashes on English soil, Steve Smith waited 9 years for that
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X