For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব তাঁর মাথায় নেই, জানালেন স্টিভ স্মিথ

অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব তাঁর মাথায় নেই, জানালেন স্টিভ স্মিথ

  • |
Google Oneindia Bengali News

বল বিকৃতি কাণ্ডে ১৬ মাস ক্রিকেট থেকে নির্বাসিত থাকার পর বাইশ গজে ফিরে যে খেলাটা খেলছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, তাতে অনেকে তাঁকে স্যার ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। অনেকের মত, অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়া হোক স্টিভ স্মিথকে। কিন্তু অধিনায়কত্ব নিয়ে স্মিথ কী ভাবছেন তা এক নজরে দেখে যাক। দেখে নেওয়া যাক ঘটনাপ্রবাহ।

১৬ মাস আগে

১৬ মাস আগে

১৬ মাস আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলার সময় তৎকালীন অজি অধিনায়ক স্টিভ স্মিথ, তাঁর সতীর্থ ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফ্টের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ ওঠে। তাঁদের এক বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসন দেওয়া হয়। ইংল্যান্ড বিশ্বকাপের ঠিক আগে তাঁদের নির্বাসনের মেয়াদ শেষ হয়। ওই টুর্নামেন্টে বিশেষ কিছু করে দেখানোর সুযোগ না পেলেও ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজে ব্যাট হাতে নিজের বিক্রম দেখাতে শুরু করেছেন স্টিভ স্মিথ।

অ্যাসেজের প্রথম টেস্ট

অ্যাসেজের প্রথম টেস্ট

এজবাস্টনে ২০১৯ অ্যাসেজের প্রথম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে লড়াকু জায়গায় পৌঁছে দেন স্টিভ স্মিথ। প্রথম ইনিংসে ১৪৪ এবং দ্বিতীয় ইনিংসে ১৪২ রান করেন প্রাক্তন অজি অধিনায়ক। সবমিলিয়ে অ্যাসেজের প্রথম টেস্টেই ২৮৬ রান করে ফেলেছেন স্টিভ স্মিথ।

ফের অধিনায়ক হতে পারেন স্মিথ

ফের অধিনায়ক হতে পারেন স্মিথ

ইংল্য়ান্ড বোলারদের আগুন ঝরানো বোলিংয়ের সামনে অজি ব্যাটসম্যানরা যখন একে একে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন, তখন স্টিভ স্মিথের দায়িত্বপূর্ণ লড়াই সব মহলে প্রশংসিত হয়েছে। স্মিথের ইনিংসগুলি দেখে অনেকের মনে হয়েছে যে তিনিই অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়ার যোগ্য।

কী বলছেন স্মিথ

কী বলছেন স্মিথ

এজবাস্টন টেস্টের দুই ইনিংসে তিন অঙ্কের ঘরে পৌঁছে শতরানের সংখ্যায় (২৫টি) প্রাক্তন পাক লেজেন্ড ইনজামাম উল হক ও ভারতের রান মেশিন বিরাট কোহলিকে ধরে ফেলেছেন স্টিভ স্মিথ। দুর্দান্ত ফর্মে থাকা প্রাক্তন অজি অধিনায়ক আপাতত নিজের ব্যাটিংয়ে ফোকাস করতে চান। তাই এখন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়কত্ব নিয়ে তিনি ভাবছেন না বলেই জানিয়েছেন স্টিভ স্মিথ।

English summary
Australia's captaincy is not on his radar, says Steve Smith
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X