For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের হারা ম্যাচেও উজ্জ্বল রোহিত, কোহলি-ভিভ-আফ্রিদিদের পিছনে ফেললেন হিটম্য়ান

প্রথম ওডিআই ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত পরাজিত হওয়ায় রোহিত শর্মা এর সেঞ্চুরিটা ব্যর্থ হয়ে গেলেও তিনি সিডনিতে অনেকগুলি রেকর্ড ভেঙ্গে দিলেন।

  • |
Google Oneindia Bengali News

শনিবার (১২ জানুয়ারি) ৩৪ রানে ভারতকে পরাজিত করে একদিনের সিরিজে ১-০ ফলে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথমে ব্য়াট নিয়েছিল অজিরা। শুরুটা সেরক ভাল না হলেও পরে খোয়াজা, শন মার্শ ও হ্য়ান্ডসকম্বের অর্ধশতরান ও শেষের দিকে স্টইনিসের ক্য়ামিও ইনিংসের দৌলতে ২৮৮ রান তুলেছিল তারা।

ভারতের ইনিংসের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। ৪ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন ৩ জন, যার মধ্যে ছিলেন কোহলিও। এরমধ্যে দোনিকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন রোহিত শর্মা। ধোনি ফিরে যাওয়ার পর একাই ভারতের ইনিংস টেনে নিয়ে যান। কাজটা শেষ করে না আসতে পারলেও ১৩৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

সিডনি টেস্টে ভারত হারলেও রোহিত কিন্তু তারমধ্যেও বেশ কিছু ওলটপালট ঘটালেন রেকর্ড বইয়ে। দেখে নেওয়া যাক সেগুলি -

আগে শুধু সচিন

আগে শুধু সচিন

এই নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৯ ইনিংসে ৭টি শতরান হয়ে গেল রোহিতের। ক্রিকেট বিশ্বে অজিদের বিপক্ষে তাঁর থেকে বেশি শতরান আছে শুধু সচিন তেন্ডুলকারের। ৭০ ইনিংসে মাস্টার ব্লাস্টার করেছিলেন ৯টি শতরান।

টপকালেন স্যার ভিভ-কে

টপকালেন স্যার ভিভ-কে

তাঁর শনিবারের শতরান ছিল অস্ট্রেলিয়া মাটিতে তাদের বিপক্ষে ১৭ ইনিংসে চতুর্থ শতরান। এই ক্ষেত্রে তিনি পিছনে ফেললেন কিংবদন্তি ক্যারিবিয়ান স্যার ভিভ রিচার্ডস-কে। রিচার্ডস ৩৮ ইনিংসে ৩টি শতরান করেছিলেন।

পিছনে রইলেন বিরাট

পিছনে রইলেন বিরাট

রোহিত শর্মার শতরান মানেই বড় বড় সব শতরান। এই নিয়ে একদিনের ক্রিকেটে ১৪ বার ১২৫-এর বেশি রান করলেন তিনি। এক্ষেত্রে তিন পিছনে ফেললেন তাঁর অধিনায় বিরাট কোহলি (১৩)-কে। আর ক্রিকেট ইতিহাসে আগে রইলেন একমাত্র সচিন (১৯)।

ভাঙলেন আফ্রিদির রেকর্ড

ভাঙলেন আফ্রিদির রেকর্ড

এদিনের ইনিংসের প্রথম দিকে বেশ ধরেই খেলছিলেন রোহিত। কিন্তু মাঝামাঝি সময় থেকে গিয়ার বদল করেন। সব মিলিয়ে ইনিংসটি সাজান ১০টি চার ও ৬টি ছয় দিয়ে। ফলে ক্যাঙ্গারুর দেশে তাদের বিরুদ্ধে মোট ২৬টি ছয় মারা হয়ে গেল তাঁর। যা ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ। এর আগের রেকর্ড ছিল আফ্রিদির (২৫টি)।

ভাঙল আরও এক ছক্কার রেকর্ড

ভাঙল আরও এক ছক্কার রেকর্ড

এদিনে মারা ৬টি ছক্কায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি সব মিলিয়ে মোট ৬৪টি ছক্কা মারলেন। এটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নির্দিষ্ট দেশের বিরুদ্ধে কোনও নির্দিষ্ট ক্রিকেটারের মারা সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এক্ষেত্রেও তিনি পেরিয়ে গেলেন আফ্রিদিকে। সাহিদ আফঅরিদি শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই-তে মোট ৬৩টি ছয় মেরেছিলেন।

English summary
Rohit Sharma's century may went in vain, as India lost the 1st ODI match against Australia but he broke numerous records at Sydney.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X