For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের জার্সিতে ১০০০০ রানের শিখরে ধোনি! আর কোন কোন ভারতীয়ের আছে এই কৃতিত্ব, দেখে নিন

সিডনিতে প্রথম ওডিআই ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান তাড়া করতে গিয়ে মহেন্দ্র সিং ধোনি পঞ্চম ভারতীয় হিসেবে একদিনের ম্যাচে ১০,০০০ রান সম্পূর্ণ করেন। 

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় দলের জার্সিতে ১০,০০০ রান সম্পূর্ণ করলেন ধোনি। অস্ট্রেলিয়ার ২৮৯ রানের লক্ষ্য়মাত্রা তাড়া করতে নেমে, সিডনিতে প্রথম একদিনের ম্যাচে শুরুতেই হোঁচট খায় ভারত। ৪ ওভার যেতে না যেতেই প্যাভিলিয়নে ফিরে যান শিখর ধাওয়ান, বিরাট কোহলি ও আম্বাতি রায়ডু। তারপর ক্রিজে আসেন এমএস ধোনি। ষষ্ঠ ওভারের শেষ বলে স্কোয়ার লেগে ফ্লিক করে খাতা খুলতেই এই মাইলফলক স্পর্শ করেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

একদিনে ক্রিকেটে ১০,০০০ রানের গন্ডি অবশ্য তিনি আগেই পার করেছিলেন তিনি। অস্ট্রেলিয়া সফর শুরুর আগে ৫০ ওভারের ক্রিকেটে তাঁর মোট পান ছিল ১০,১৭৩। এর মধ্যে অবশ্য ১৭৪ রান তিনি ভারতের জার্সিতে করেননি। ওই রানটা এসেছিল ২০০৭ সালে এশিয়া একাদশের হয়ে আফ্রিকা একাদশের বিরুদ্ধে। এর ফলে ভারতীয় দলের হয়ে পঞ্চম ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ১০,০০০ রান করলেন তিনি। বাকি চারজন কারা দেখে নেওয়া যাক।

সচিন তেন্ডুলকার

সচিন তেন্ডুলকার

ভারতের শুধু নয়, বিশ্বেরই প্রথম ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ১০,০০০ রানে পৌঁছেছিলেন লিটল মাস্টার। সব মিলিয়ে ৪৬৩ ম্যাচে তিনি ১৮,৪২৬ রান করেছেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায়

২০০৫ সালে দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কীর্তির অধিকারী হন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। ৩১১ একদিনের ম্য়াচ খেলে তাঁর মোট রান ১১,৩৬৩।

রাহুল দ্রাবিড়

রাহুল দ্রাবিড়

এই তালিকায় তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে নাম রয়েছে রাহুল দ্রাবিড়ের। কেরিয়ারের শুরুতে যাঁকে একদিনের ক্রিকেটে অচল বলা হত, সেই দ্য ওয়াল ২০০৭ সালে ওডিআইতে ১০,০০০ রান সম্পূর্ণ করেছিলেন। মোট ৩৪৪ ম্যাচে তিনি ১০,৮৮৯ রান করেছেন।

বিরাট কোহলি

বিরাট কোহলি

২০১৮ সালের অক্টোবরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাটের সিরিজে চতুর্থ ভারতীয় হিসেবে একদিনের ক্রিকেটে এই মাইলফলক স্পর্শ করেছিলেন বিরাট কোহলি। এখনও পর্যন্ত তিনি ২১৬টি একদিনের ম্যাচে ১০,২৩২ রান করেছেন।

আরও ৮

আরও ৮

এছাড়া ক্রিকেট বিশ্বে আরও ৮ জন ব্য়াটসম্য়ানের এই কৃতিত্ব রয়েছে। তাঁরা হলেন, কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), সনৎ জয়সূর্য (শ্রীলঙ্কা), মাহেলা জয়বর্ধনে (শ্রীলঙ্কা), ইনজামাম উল হক (পাকিস্তান), জ্যাক কালিস (দক্ষিণ আফ্রিকা), ব্রায়ান লারা (ওয়েস্টইন্ডিজ) ও তিলকরত্নে দিলসান (শ্রীলঙ্কা)। এর মধ্যে ধোনির আগে উইকেটরক্ষক হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছিলেন একমাত্র সাঙ্গাকারা

English summary
MS Dhoni became fifth Indian to score 10,000 ODI runs while chasing the target against Australia in the 1st ODI at Sydney.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X