For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়া বনাম ভারত, পার্থ টেস্ট: সবুজ উইকেটে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দেওয়াই লক্ষ্য বিরাট-বাহিনীর

পার্থ-এ, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া বনাম ভারত দ্বিতীয় টেস্টের প্রিভিউ।
 

  • |
Google Oneindia Bengali News

পার্থ-এ শুক্রবার (১৪ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া বনাম ভারত টেস্ট সিরিজের দ্বিতীয় ম্য়াচ। নতুন গড়ে তোলা 'অপ্টাস' স্টেডিয়ামে সবুজ উইকেট দেখলে এর আগের যে কোনও ভারতীয় দলের মুখ শুকিয়ে যেত। কিন্তু হাতে দুর্দান্ত সব জোরে বোলার থাকায়, বিরাট কোহলি বাহিনী পেস ও বাউন্সে ভরপুর এই উইকেটকে দেখছে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দেওয়ার মহা সুযোগ হিসাবে।

পিচ কিউরেটর ব্রেট সিপথর্প জানিয়েছেন উইকেট যতটা সম্ভব বাউন্সি হিসেবেই তৈরি করা হয়েছে। ভারতের এই দলের হাতে যে জোরে বোলিং বিভাগ রয়েছে, তাতে পেস বাউন্সে ভরা এই পিচ কিন্তু অস্ট্রেলিয়ার পক্ষে বুমেরাং হয়ে যেতে পারে। অ্যাডিলেডে প্রথম টেস্টে ১-০ ফলে সিরিজে এগিয়ে যাওয়ার পর কিন্তু কোহলি ব্রিগেড পার্থ-ই ফল ২-০ করে ফেলতে চাইছে।

ভারতীয় দলের খবর

ভারতীয় দল তাদের ১৩ জনের দল ঘোষণা করে দিয়েছে। আগেই চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন পৃথ্বী শ। প্রথম টেস্টের পর এদিনই জানা গিয়েছে চোটের কারণ দ্বিতীয় টেস্টে থাকছেন না আর অশ্বিন ও রোহিত শর্মা। কাজেই ভারতের প্রথম একাদশে পরিবর্তন হচ্ছেই।

পৃথ্বীর অবর্তমানে রাহুল-বিজয় জুটিই সুযোগ পাচ্ছেন। বাকি দুটি জায়গার জন্য ১৩ জনের দলে রাখা হয়েছএ হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদবকে। অতীতে কিন্তু জোহানেসবার্গের সবুজ উইকেটে কোহলি চার পেসারে টেস্ট খেলতে নেমেছেন। পার্থের উইকেট দেখেও তিনি সেইরকম সিদ্ধান্ত নিতে পারেন। রোহিতের জায়গা ৬ নম্বরে হনিমা বিহারীর জায়গা পাওয়াটা একপ্রকার নিশ্চিত। তিনি কিন্তু কয়েক ওভার অফস্পিনও করে দিতে পারেন।

অস্ট্রেলিয়া দলের খবর

অস্ট্রেলিয়া দলের প্রথম একাদশ অপরিবর্তিত থাকবে বলেই মনে করা হচ্ছে। অধঝিনায়ক টিম পেইন সেইরকমই ইঙ্গিত দিয়েছেন। তিনি নিজেও সম্পূর্ণ ফিট বলে জানিয়েছেন। তবে দলের ব্যাটিং লাইনআপে কিছু ট্যিকটিকাল পরিবর্তন দেখা যেতে পারে। প্রথম টেস্টে ওপেনিং পজিশনে অ্যারন ফিঞ্চের শট বাছাই-এর তীব্র সমালোচনা হয়েছে। জানা গিয়েছে উসমান খোয়াজা বা শন মার্শকে দিয়ে ওপেন করিয়ে ফিঞ্চকে মিডল অর্ডারে খেলানো হতে পারে।

স্পিনাররা কী কোনও ভূমিকা থাকবে?

পার্থ-এর নতুন স্টেডিয়ামের সবুজ উইকেট দেখে স্পিনার বাদ দিয়ে শুধু পেসারেই দলের বোলিং বিভাগ ভর্তি করার লোভ জাগতেই পারে। কিন্তু গত নভেম্বরেই পশ্চিম অস্ট্রেলিয়া বনাম নিউ সাউথ ওয়েলস-এর শেফিল্ড শিল্ডের ম্যাচে ৪০ উইকেটের মধ্যে ৮টি উইকেট কিন্তু দখল করেছিলেন স্পিনাররা। উইকেটের বাউন্সকে দারুণভাবে কাজে লাগিয়ে ২ ইনিংস মিলিয়ে ১২০ রান দিয়ে ৭টি উইকেট নিয়েছিলেন নাথান লিয়ন। আর বাঁহাতি স্পিনার অ্যাশটন আগার ৬৯ রান দিয়ে নিয়েছিলেন ১টি উইকেট। ভারতের ১৩ জনের স্কোয়াডে কিন্তু বাঁহাতি স্পিনার-অলরাউন্ডার জাদেজা আছেন। সে, পর্যন্ তিনিও দলে জায়গা করে নিতে পারেন।

দুই দলের স্কোয়াড

ভারত (১৩ জনের): বিরাট কোহলি (অধিনায়ক), কেএল রাহুল, মুরলি বিজয়, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, জসপ্রিত বুমরা, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব।

অস্ট্রেলিয়া: টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), মার্কাস হ্যারিস, অ্যারন ফিঞ্চ, উসমান খোয়াজা, ট্রাভিস হেড, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, নাথান লিয়ন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড।

সরাসরি সম্প্রচার

ভারতীয় সময় সকাল ৭.৫০ থেকে সোনি স্পোর্টস নেটওয়ার্কে এই ম্য়াচের সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া, সোনি লাইভে হবে লাইভ স্ট্রিমিং।

English summary
Preview of the 2nd Test match between Australia and India in Perth starting from Thursday (14 Dec).
 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X