For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চুড়ান্ত মোকাবিলার আগে চোট-আঘাতে কাহিল ভারত, সিডনির রেকর্ড অক্ষুন্ন রাখতে মরিয়া পেইনরা

সিডনিতে অস্ট্রেলিয়া বনাম ভারত, চতুর্থ তথা চূড়ান্ত টেস্টের প্রিভিউ, স্কোয়াড, কোথায় কখন দেখা যাবে এবং আরো অনেক কিছু।

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) থেকে সিডনিতে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া বনাম ভারত চতুর্থ তথা শেষ টেস্ট। এই ম্য়াচে দুই দলই জেতার মানসিকতা নিয়েই নামছে। তবে ১৯৭৮ সালের পর থেকে এসসিজি-তে একবারও জিতে পারেনি ভারত (ড্র -৪, হার - ৪)। বিরাট-বাহিনী ৪ টেস্টের সিরিজে আপাতত ২-১'এ এগিয়ে আছে। এখান থেকে জোড়া ইতিহাস গড়ে ম্যাচ ও সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করতে চাইছেন না কোহলিরা।

আবার, সিডনির মাঠে এতদিন দুর্দান্ত কর্তৃত্ব দেখিয়েছে অস্ট্রেলিয়া। টিম পেইনের নেতৃত্বাধীন দলও সেই রেকর্ড অক্ষুন্ন রাখতে চায়। এই মাঠে গত ১৭ ম্য়াচে মাত্র ১বার হেরেছে (জয় - ১৩, ড্র - ৩) অজিরা। আর শেষ ৭ ম্য়াচ ধরে অপরাজিত (জয় - ৫, ড্র - ২)। তবে ম্য়াচ ড্র হলেও সিরিজ জিতবে ভারতই। তাই বর্ডার গাভাস্কার সিরিজ ২-২ করতে জয় ছাড়া গতি নেই অস্ট্রেলিয়ার।

ভারতীয় দলের খবর

ভারতীয় দলের খবর

ভারতকে দলে দুটি বাধ্যতামূলক পরিবর্তন করতে হয়েছে। কন্যা সন্তান হওয়ায় দেশে ফিরে গিয়েছন রোহিত, আর পাঁজরের চোটের জন্য ছিটকে গিয়েছেন ইশান্ত। এই দুই শর্মাকে বাদ দিয়েই ১৩ দনের দল ঘোষণা করেছে ভারত। সেই দলে ৩ জন স্পিনার ও ৩ জন জোরে বোলার রাখা হয়েছে। পুরো ফিট না হওয়া সত্ত্বেও দলে রাখা হয়েছে অফস্পিনার আর অশ্বিনকে। জানানো হয়েছে ম্য়াচের দিন সকালে ফিটনেস টেস্টে পাস করতে পারলে তিনি খেলবেন। এছাড়া তৃতীয় টেস্টে দল থেকে বাদ পড়া এপেনার কেএল রাহুলকেও ১৩ জনের দলে রাখা হয়েছে।

ভারতের ১৩ সদস্যের দল - হনুমা বিহারী, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, ঋশভ পন্থ (উইকেটরক্ষক), কেএল রাহুল, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরা, মহম্মদ শামি ও উমেশ যাদব।

অস্ট্রেলিয়া দলের খবর

অস্ট্রেলিয়া দলের খবর

ম্যাচের ২৪ ঘন্টা আগেও দল ঠিক করে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। সিডনিতে টসের সময় প্রথম একাদশ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে এক সূত্রের খবর, চতুর্থ টেস্টে অজি দল থেকে বাদ পড়তে চলেছেন ওপেনার অ্য়ারমন ফিঞ্চ ও অলরাউন্ডার মিচেল মার্শ। তাঁদের বদলে দলে আসতে চলেছেন কুইনসল্যান্ডের ব্য়াটসম্য়ান মার্নুস লাবুসচাগ্নে ও পিটার হ্যান্ডকম্ব। বোলারদের নিয়ে অস্ট্রেলিয়ার বিন্দুমাত্র চিন্তা নেই, কিন্তু দুশ্চিন্তায় রেখেছেন ব্য়াটসম্য়ানরাই। এই সিরিজে এখনও কোনও অজি ব্য়াটসম্য়ান শতরান করতে পারেননি।

পিচ ও আবহাওয়া পরিস্থিতি

পিচ ও আবহাওয়া পরিস্থিতি

সিডনির পিচ কিন্তু প্রথম টিন টেস্টের মতো 'ড্রপ-ইন' পিচ নয়। সাধারণত সিডনিতে প্রথম তিনদিন ভাল পেস ও বাউন্স থাকলেও শেষ দুদিনে পিচ ভেঙে স্পিনার-সহায়ক হয়ে ওঠে। এসসিজির কিউরেটর জাস্টিন গ্রোভস বুধবার বিকেলে পিচ দেখে জানিয়েছেন এবারেও তার ব্যতিক্রম হবে না। তবে সিডনিতে কিন্তু এখন বেশ গরম পড়েছে। বুধবার তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস, টেস্ট চলাকালীন যা ২৬ ডিগ্রিতে পৌঁছতে পারে। তবে মাঝের তিনদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সামান্য বৃষ্টিও হতে পারে।

টিম পেইন কী বলছেন?

টিম পেইন কী বলছেন?

সিডনিতে যেন তেন প্রকারে বিরাট-বাহিনীর জয়রথ তাঁরা রুখতে চান বলে জানিয়েছেন অজি অধিনায়ক টিম পেইন। তার জন্য দলে ভারসাম্য আনতে চাইছেন। গত ২-১ দিন ধরে প্রথম একাদশ নিয়ে তাদের দলের মধ্যে আলোচনা চলছে। ম্যাচের দিন পিচ দেখেই তারা প্রথম একাদশ চুড়ান্ত করতে চান। তিনি জানিয়েছেন ভারত দুই স্পিনারে খেলবে মনে হলে দলে হ্য়ান্ডসকম্ব আসবেনই। কারণ তিনি স্পিনের বিরুদ্ধে খুব ভাল ব্যাট করেন।

বিরাট কী বলছেন?

বিরাট কী বলছেন?

সিডনিটে জিতলে বা ড্র করলেই বিরাট কোহলির দল প্রথম ভারতীয় দল হিসেবে অস্ট্রেলিয়া মাটিতে টেস্ট সিরিজ জেতার ইতিহাস গড়বে। কিন্তু ম্যাচের আগের দিন বিরাট জানাচ্ছেন, তাঁরা সেসব নিয়ে ভাবছেনই না। কারণ ইতিহাস পাল্টানো তাদের উদ্বুদ্ধ করে না। তাদের অনুপ্রেরণা চ্যালেঞ্জকে অতিক্রম করা। অস্ট্রেলিয়ায় খেলা যেমন একটা বিরাট চ্যালেঞ্জ। বিরাট জানিয়েছেন, যেভাবে অস্ট্রেলিয়রা তাদের ক্রিকেট দলকে সমর্থন করে, তাতে মাঠে ব্যাট করার সময় মনে হয়, হাজার চল্লিশ দর্শকে ভরা গ্যালারির প্রত্যেকে প্রতিপক্ষের উইকেট চাইছে। তাঁরা এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করে জিততে চান। অশ্বিন না তাকাটা বড় ধাক্কা মেনেও বিরাট জানিয়েছেন, পার্টটাইম স্পিনার হিসেবে খুব ভাল বল করছেন হনুমা বিহারী।

কখন কোথায় দেখা যাবে?

কখন কোথায় দেখা যাবে?

অস্ট্রেলিয়া বনাম ভারত, চতুর্থ টেস্ট
স্থান - সিডনি ক্রিকেট গ্রাউন্ড
তারিখ - বৃহস্পতিবার, ৩ জানুয়ারি
সময় - ভারতীয় সময় ভোর ৫টা
টিভি চ্য়ানেল - সোনি স্পোর্টস নেটওয়ার্ক
অনলাইন - সোনিলাইভ.কম

English summary
Preview, squads, where to watch, timing & more of Australia vs India, 4th and final Test in Sydney. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X