For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাইলেও পার্থ টেস্টে খেলানো যেত না জাদেজাকে! শাস্ত্রীর বক্তব্যে প্রশ্নের মুখে 'ফিটনেস ম্যানেজমেন্ট'

ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন, রবীন্দ্র জাদেজা ভারত থেকে কাঁধের চোট নিয়ে এসেছেন।

  • |
Google Oneindia Bengali News

অ্যাডিলেডে টেস্ট জয়ের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থ টেস্টের ধরাশায়ী হয়েছে ভারত। হারের অন্যতম কারণ হিসাবে বলা হয়েছিল দল বাছাইয়ে ভুল ছিল। পার্থ-এর সবুজ উইকেটে ভারত একজনও পূর্ণ সময়ের স্পিনার না খেলিয়া চার বোলারে নেমেছিল। অথচ ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লিয়ন।

ম্যাচের পর বিরাট কোহলিও এই ভুল মেনে নিয়েছিলেন। জাদেজা কিন্তু পার্থ টেস্টে ভারতের প্রথম ১৩ জনের দলে ছিলেন। কিন্তু রবিবার ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন চাইলেও পার্থ-এ খেলানো যেত না জাদেজাকে। কারণ কাঁধের চোটে ভুগছেন এই অলরাউন্ডার। শুধু তাই নয়, এই চোট নাকি ভারতে রঞ্জি খেলার সময় থেকেই জাদেজার সঙ্গী।

'সোল্ডার স্টিফনেস'

'সোল্ডার স্টিফনেস'

শাস্ত্রী জানিয়েছেন ভারতে রঞ্জি ম্য়াচ খেলার সময় থেকেই 'সোল্ডার স্টিফনেস'-এর সমস্যায় ভুগছেন জাদেজা। অস্ট্রেলিয়ার মাটিতে পা দেওয়ার চারদিন পর এর জন্য তাঁকে একটি ইনজেকশনও দেওয়া হয়েছিল। কিন্তু তাতে কাজ হতে সময় লাগছে। তিনি জানিয়েছেন পার্থ টেস্ট শুরুর সময়ে তিনি ৭০-৮০ শতাংশ ফিট ছিলেন। কাজেই সেই টেস্টে তাঁকে খেলালে ৫-১০ ওভার বল করার পরই তাঁর চোট বেড়ে যেতে পারত। দলের এক বোলার কম হয়ে যেতে পারত।

ফিটনেসই চিন্তায় রেখেছে

ফিটনেসই চিন্তায় রেখেছে

শাস্ত্রী স্পষ্ট জানিয়েছেন, অস্ট্রেলিয়া সফরে দলের ফিটনেসই এখন তাঁদের বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রথমে অনুশীলন ম্যাচে গোড়ালি মচকে গিয়ে সিরিজ থেকে বাদ হয়ে যান ওপেনার পৃথ্বী শ। পার্থ টেস্টের আগে চোটের কবলে পড়েন রোহিত শর্মা ও আর অশ্বিনও।

কোথায় গেল ফিটনেস ম্য়ানেজমেন্ট

কোথায় গেল ফিটনেস ম্য়ানেজমেন্ট

এই ভারতীয় দলে ফিটনেস ম্য়ানেজমেন্ট নিয়ে অনেক কথা হয়েছে। তারপরও দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ সিরিজে একের পর এক প্রথমসারির ক্রিকেটাররা চোট-আঘাতের কবলে পড়ে সমস্যা বাড়িয়েছেন দলের। ইংল্যান্ডে সম্পূর্ণ সুস্থ না হওয়া সত্ত্বেও খেলানো হয়েছিল অশ্বিনকে। এখন শাস্ত্রীর কথায় স্পষ্ট হয়েছে ১০০ শতাংশ সুস্থ না হওয়া সত্ত্বেও জাদেজাকে নিয়ে আসা হয়েছে অস্ট্রেলিয়া সফরে। শুধু তাই নয়, পার্থ টেস্টে না খেললেও, অস্ট্রেলিয়ার ব্য়াটিং-এর সময় জাদেজা কিন্তু দুই ইনিংসেই বেশ কিছুক্ষণ ফিল্ডিং করেছেন। শাস্ত্রী আরও বলেছেন, মেলবোর্নে জাদেজা ৮০ শতাংশ সুস্থ হলেও খেলবেন।

রোহিত শর্মা ও অশ্বিন

রোহিত শর্মা ও অশ্বিন

পার্থ টেস্টের ঠিক আগেই পিঠের ব্যথায় রোহিত শর্মা ও কুঁচকির চোটে আর অশ্বিন দল থেকে ছিটকে গিয়েছিলেন। শাস্ত্রী জানিয়েছেন, রোহিত মোটামুটি সুস্থ। তিনি নেট অনুশীলনও শুরু করে দিয়েছেন। অশ্বিনের চোটও আগের থেকে অনেকটাই কমেছে। পরবর্তী ৪৮ ঘন্টা চোট-আঘাতে থাকা ক্রিকেটারদের অবস্থা পর্যালোচনা করেই চুড়ান্ত দল ঠিক করা হবে।

হার্দিক কি খেলবেন

হার্দিক কি খেলবেন

এশিয়া কাপের সময় চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। অস্ট্রেলিয়া সফরের শেষ দুই টেস্টের জন্য তিনি দলে ফিরেছেন। চোট সারিয়ে উঠে তিনি একমাত্র মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি ম্য়াচ খেলেছেন। এই অবস্থায় মেলবোর্নে তাঁকে খেলানো হবে কিনা তা নিয়ে স্পষ্ট কিছু জানাননি শাস্ত্রী। তবে পাণ্ডিয়া খেললে ভারত ৫ বোলারে খেলার সুযোগ পায় বলেছেন তিনি। কিন্তু তাঁকে খেলানোর বিষয়ে তাঁরা সাবধানি পদক্ষেপ নেবেন বলেই জানা গিয়েছে।

English summary
Indian head coach Ravi Shastri has revealed that Ravindra Jadeja is carrying shoulder stiffness from India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X