For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতি ম্য়াচেই পরের পর্যায়ে পৌঁছচ্ছে কোহলি! বিরাট-প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন কোচ

অনিল কুম্বলে বলেছেন, বিরাট কোহলি তাঁর ব্য়াটিংকে পরবর্তি পর্যায়ে নিয়ে গিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

২০১৭ সালে মূলত অধিনায়ক বিরাট কোহলির আপত্তিতেই ভারতীয় দলের কোচিং-এর দায়িত্ব হারিয়েছিলেন অনিল কুম্বলে। কিন্তু তা নিয়ে কখনই কোহলির সম্পর্কে মনে কোনও তিক্ততা পুষে রাখেননি কুম্বলে। বরং কোহলির প্রসঙ্গ আসতে এই প্রাক্তন ভারীয় কোচ তথা ত্রিকেটার প্রশংসায় পঞ্চমুখ হলেন।

বর্তমানে ফর্মের একেবারে শিখরে আছেন কোহলি। পার্থ টেস্টে আরও একবার তাঁর ক্লাসের পরিচয় দিয়েছেন ভারত অধিনায়ক। প্রাক্তন জাতীয় কোচ কুম্বলের মতে দক্ষতা ও মানসিক জোরের সমন্বয়ে নিজের ক্রিকেটকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন কোহলি। 'ক্রিকেট নেক্সট'কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি সাফ জানিয়েছেন, বর্তমান সময়র শ্রেষ্ট খেলোয়াড় কোহলি।

ব্য়াটসম্য়ান কোহলি সম্পর্কে

ব্য়াটসম্য়ান কোহলি সম্পর্কে

কুম্বলের মতে প্রতি ম্যাচেই কোহলি শুধু উন্নতিই করেন তাই নয়, নিজের দক্ষতাকে পরের স্তরে তুলে নিয়ে যান। সেইসঙ্গে চারপাশে যা ঘটছে তার উপর অদ্ভূত মানসিক নিয়ন্ত্রণ থাকে তাঁর। নিজের ব্য়াটিং দিয়ে দলকে তুলে ধরার ক্ষমতা রাখেন কোহলি।

কোহলি কাছ থেকে যা শেখার

কোহলি কাছ থেকে যা শেখার

কুম্বলে জানিয়েছেন কোহলি ২০-৩০ রান করে ফেললেই মোটামুটি শতরান নিশ্চিত হয়ে যায়। তাঁর মতে গত দু-তিন বছরে নিজেকে এই জায়গায় নিয়ে গিয়েছেন ভারত অধিনায়ক। প্রাক্তন কোচের মতে ভারতের বাকি ব্যাটসম্য়ানদের এটাই কোহলির কাছ থেকে শিখতে হবে। ভাল শুরু করে, তাকে কীকরে বড় রানে পরিণত করা যায় সেটাই কোহলির কাছ থেকে শিখে নিতে হবে।

সচিন-কোহলি তুলনা

সচিন-কোহলি তুলনা

স্বাভাবিকভাবেই দুজনের তুলনায় যেতে রাজি হননি কুম্বলে। কারণ দুজনে ভিন্ন সময়ের ব্য়াটসম্যান। তবে তাঁর মতে পরিসংখ্যানই বলে দিচ্ছে কোহলি শ্রেষ্ঠ খেলোয়াড়দের একজন। অতি অল্প সময়ের মধ্যেই তিনি ৬০-এর বেশি আন্তর্জাতিক শতরান পেয়েছেন। রানের জন্য তাঁর খিদে ভয়ানক এবং অত্যন্ত ফিট। সচিনের সঙ্গে তুলনা করতে না চাইলেও কোহলিকে তিনি বর্তমান সময়ের শ্রেষ্ঠ খেলোয়াড় বলেছেন।

দলে হার্দিক পাণ্ডিয়ার অন্তর্ভুক্তি

দলে হার্দিক পাণ্ডিয়ার অন্তর্ভুক্তি

কুম্বলের মতে মোলবোর্নে পিচ পাটা হতে পারে। তাই ভারতের পাঁচ বোলারে কেলা উচিত। কোহলি যদি পাণ্ডিয়াকে চতুর্থ জোরে বোলার হিসেবে কেলাতে চান, তবেই পাণ্ডিয়াকে খেলানো উচিত। কোনও ভাবেই পাণ্ডিয়া তৃতীয় জোরে বোলার হিসেবে খেলার মতো জায়গায় নেই। তার থেকে দুই স্পিনারে খেলাও ভাল।

ভারতীয় মিডল অর্ডার

ভারতীয় মিডল অর্ডার

ভারতীয় মিডল অর্ডার থেকে পুজারাকে উপরে তুলে ওপেন করানোর পরামর্শ দিচ্ছেন অনেক বিশেষজ্ঞ। কিন্তু কুম্বলে পুজারা-কোহলি-রাহানে-এর মিডল অর্ডারকে ঘাটতে নারাজ। বেশ কয়েক সিরিজের পর অস্ট্রেলিয়ার রাহানের ব্য়াটে দুটি ভাল শুরু দেখা গিয়েছে। কুম্বলে বলেছেন রাহানের বেশি শট খেলার রাস্তায় না গিয়ে একটু হাল্কা মেজাজে ব্যাট করা উচিত।

English summary
Anil Kumble said Virat Kohli has taken his batting to the next level.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X