For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিডনিতে ভারতের প্রতিপক্ষ - মাঠে অস্ট্রেলিয়া, গ্য়ালারিতে দর্শক! অসন্তুষ্ট রিকি পন্টিং

চতুর্থ টেস্টের প্রথম দিনে ব্যাট করতে নামার সময় ভারত অধিনায়ক বিরাট কোহলিকে টিটকিরি দেওয়ার জন্য এসসিজির কয়েকটি অংশের দর্শকদের একহাত নিলেন প্রাক্তন অস্ট্রেলিয় অধিনায়ক রিকি পন্টিং।

Google Oneindia Bengali News

সিডনি টেস্ট শুরুর আগের দিনই বিরাট কোহলি বলেছিলেন অস্ট্রেলিয়ার মাঠে ১১ জন ক্রিকেটারের সঙ্গে গ্য়ালারিতে উপস্থিত দর্শককুলও ব্য়াটসম্য়ানদের পরীক্ষা নেয়। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) টেস্টের প্রথম দিন ব্য়াট করতে নামার সময়, দর্শকদের প্রবল টিটকিরির মধ্যে পড়তে হয়েছিল কোহলিকে। আর তাই নিয়ে শুক্রবার, সেইসব দর্শকদের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং।

ভারতের প্রতিপক্ষ - মাঠে অস্ট্রেলিয়া, গ্য়ালারিতে দর্শক

টেস্টের প্রথম দিন মায়াঙ্ক আগরওয়াল আউট হতেই ক্রিজে এসেছিলেন কোহলি। কিন্তু ক্রিজে আসার সময় তাঁকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া হয়। একদিকে গ্যালারিতে উপস্থিত ভারতীয় সমর্থকরা তাঁর নামে জয়ধ্বনি দিতে থাকে, আর অস্ট্রেলিয় সমর্থকদের দিক থেকে ভেসে আসে প্রবল টিটকিরি।

এই নিয়েই এক অস্ট্রেলিয় টিভি চ্যানেলে অসন্তোষ প্রকাশ করেছেন প্রাক্তন অস্ট্রেলিয় অধিনায়ক। তাঁর মতে, এটা অত্যন্ত লজ্জাজনক একটা ঘটনা। তিনি আরও বলেন, পার্থ টেস্টের সময়ই প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য তিনি আবেদন করেছিলেন, কিন্তু অবস্থাটা পাল্টায়নি।

এর আগে তিন টেস্টেই ভিসা দেখাতে বলা থেকে শুরু করে অস্ট্রেলিয় দর্শকদের নানা প্রকার অপমান সহ্য করতে হয়েছে কোহলিকে। তবে পন্টিং ও বর্তমান অস্ট্রেলিয়া দলের সদস্য ট্রাভিস হেড এই নিয়ে তাদের হতাশা ব্যক্ত করেছিলেন।

তবে ক্যাঙ্গারুর দেশের দর্শকদের এই ধরণের আচরণের সঙ্গে কোহলি সুপরিচিত। ২০১২ সালে তাঁর প্রথম অস্ট্রেলিয়া সফরে, এই সিডনির মাঠেই দর্শকদের সঙ্গে খটাখটি লেগেছিল তাঁর। এমনকী দর্শকদের মধ্যমা দেখিয়ে ম্য়াচ ফি-এর ৫০ শতাংশ জরিমানাও দিতে হয়েছিল তাঁকে।

English summary

 Former Australian captain Ricky Ponting has slammed sections of the SCG crowd for booing India skipper Virat Kohli when he walked out to bat on the opening day of the fourth Test.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X