For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অবিশ্বাস্য প্রচেষ্টা'! প্রশংসা সচিন-সহ ক্রিকেট মহলের, সিডনি মনে করিয়ে কোহলি বললেন 'জয় হিন্দ'

রবিবার (৩০ ডিসেম্বর) মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয়ের জন্য বিরাট কোহলি বাহিনীকে প্রশংসায় ভরিয়ে দিলেন শচীন তেন্ডুলকার-সহ ক্রিকেট মহল।

Google Oneindia Bengali News

নিজের ক্রিকেট জীবনে অনেক সাফল্য পেলেও মেলবোর্নে টেস্ট জয়ের স্বাদ কখনও পাননি। রবিবার বিরাট কোহলিদের জয়ের পর ভারতের ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকার বলে দিলেন, 'অবিশ্বাস্য প্রচেষ্টা'। জানালেন দীর্ঘদিন উপভোগ করার মতো এই জয়। তবে শুধু সচিন তেন্ডুলকারই নয়, বক্সিং ডে টেস্টে জয়ের পর সামগ্রিকভাবে ক্রিকেট মহল প্রশংসায় ভরিয়ে দিয়েছে বিরাট-বাহিনীকে।

এমসিজিতেই চালু হয়েছিল টেস্ট ক্রিকেট। এই ঐতিহ্যশালি ক্রিকেট স্টেডিয়ামে দীর্ঘ ৩৭ বছর আগে ভারত টেস্ট জিতেছিল। এই টেস্ট ম্যাচ জয়ের ফলে চলতি ৪ টেস্টের সিরিজে ভারত ২-১ ফলে এগিয়ে গেল। কাজেই এই সিরিজে আর ভারতকে হারানো যাবে না। বর্ডার-গাভাস্কার ট্রফিও থেকে গেল ভারতের হাতেই। শুধু ক্রিকেট মহলের প্রশংসাই নয়, এই জয়ের পর সংযত থাকতে পারেননি ভারতীয় ক্রিকেটাররাও। অনেকেই সোশ্যাল মিডিয়ায় মনের ভাব ব্য়ক্ত করেছেন।

সচিন তেন্ডুলকার

সচিনের টুইটে আলাদা করে উঠে এসেছে ভারতের জোরে বোলার জসপ্রিত বুমরার নাম। সচিন জানিয়েছেন ক্রিকেটের সব ফর্ম্যাটেই বুমরা সমান শক্তিশালি হয়ে উঠছেন। নিশ্চিতভাবেই বর্তমান সময়ের বিশ্বের অন্যতম সেরা বোলার তিনি।

শেন ওয়ার্ন

টেস্ট ক্রিকেটকে প্রধান গুরুত্ব দেওয়ার জন্য বিরাট কোহলি ও তাঁর দল এবং ভারতীয় বোর্ডকেও অভিনন্দন জানিয়েছেন অজি কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। তিনি জানিয়েছেন সাদা বলের ক্রিকেটে বিনোদনের উপকরণ থাকলেও আসল চ্যালেঞ্জ হল টেস্ট ক্রিকেট। সেরা দলই সবসময় পাঁচদিনের ক্রিকেটে জয়ী হয়।

ভিভিএস লক্ষ্মণ

এই জয়ে ভারতীয় দলের ১১ জনেরই ভূমিকা রয়েছে বলে মত দিয়েছেন লক্ষ্মণ। তিনি জানান ভারত শেষবার যখন টেস্ট জিতেছিল এমসিজি-তে তখন দুই দলেরই কেউ জন্মাননি। কাজেই ভারতের জন্য ২০১৮ সালের শেষটা একেবারে নিখুঁতভাবে হল।

মাইকেল স্লেটার

প্রাক্তন অজি ওপেনার মাইকেল স্লেটার বর্তমান ভারতীয় দলকে প্রতিভাবান ও ভারসাম্যপূর্ণ দল বলেছেন। তাঁর মতে ১ নম্বর টেস্ট দলের খেতাব পাওয়ার একেবারে যোগ্য দল এই ভারত।

বীরেন্দ্র সেওয়াগ

বক্সিং ডে টেস্টের প্রথম দিনই ভারতের ঘরোয়া ক্রিকেট নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন প্রাক্তন অজি ক্রিকেটার তথা ধারাভাষ্যকার কেরি ওকিফ। মেলবোর্ন জয়ের পর একিফের নাম না করে তাঁকে খোঁচা মেরেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওয়াগ। তিনি সোশ্যাল মিডিয়ায় এই জয়ের জন্য ভারতীয় দলের প্রত্যেক সদস্যের পাশাপাশি ভারতের ঘরোয়া ক্রিকেটকেও অভিনন্দন জানিয়েছেন। কারণ এখানেই ভারতীয় ক্রিকেটাররা তাদের দক্ষতায় শান দেয়।

মিচেল জনসন

প্রাক্তন অজি জোরে বোলারের মতে মেলবোর্নে প্রতিটি বিভাগেই ভারত খুব ভাল ছিল। সিডনিতে ভারতের সিরিজ জয় আটকাতে অস্ট্রেলিয় ক্রিকেটারদের লড়তে হবে।

হরভজন সিং

গোটা দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি ভাজ্জি আলাদা করে নাম করেছেন জসপ্রিত বুমরা, চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলির।

আর অশ্বিন

চোটের জন্য এই টেস্টে প্রথম একাদশের বাইরে ছিলেন অশ্বিন। জয়ের পর তিনি জানান অস্ট্রেলিয়ার মাটিতে জেতা সহজ কাজ নয়। তাই প্রতিটি জয়ই দারুণভাবে উপভোগ করা উচিত। জসপ্রিত বুমরাকে তিনি 'আমাদের ম্য়ালকম মার্শাল' বলেছেন।

মায়াঙ্ক আগরওয়াল

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোলবোর্নে বক্সিং ডে টেস্টে ভারতের জয়, আর সেই টেস্টেই অভিষেক হয়েছে মায়াঙ্ক আগরওয়ালের। কাজেই স্বাভাবিকভাবেই তিনি জানিয়েছেন এর থেকে 'মিস্টি' অভিষেক হতে পারত না।

বিরাট কোহলি

দলের অধিনায়ক জানিয়েছেন, এই দলের অংশ হতে পেরে তিনি গর্বিত। তবে এই দারুণ জের মধ্যেও এখনই তাঁর মন চলে গিয়েছে সিডনিতে। সেখানে রয়েছে ইতিহাসের হাতছানি।

English summary
Sachin Tendulkar led the cricketing fraternity to hail the Virat Kohli's men for registering a comprehensive victory over Australia in the Melbourne Test on Sunday (Dec 30).
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X