For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার দলে নতুন মুখ! ব্য়াটিং নিয়ে বিলাপ পেইনের মুখে

অস্ট্রেলিয়ার ব্যাটিং ব্যর্থতাই ভারতের বিপক্ষে মেলবোর্ন টেস্টে পরাজয়ের কারণ হিসেবে জানালেন টিম পেইন।

  • |
Google Oneindia Bengali News

পার্থ টেস্টে জয়ের পর ফের মেলবোর্নে হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। হাতছাড়া হয়েছে বর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখার সুযোগও। বক্সিং টেস্টে হারের পর অজি অধিনায়ক টিম পেইন হারের কারণ হিসেবে চিহ্নিত করলেন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ব্যাটিং ব্য়র্থতাকেই। ভারতের প্রথম ইনিংসে ৪৪৩-৭ স্কোরের জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৫১ রানে অলআউট হয়ে যায়। পেইনের মতে অভিজ্ঞতার অভাবেই এই অবস্থায় পড়তে হয়েছে।

ব্য়াটিং-এর অনভিজ্ঞতাকেই দুষলেন পেইন!

ম্যাচের পর তিনি জানিয়েছেন পার্থ-এর জয়ের পর মেলবোর্নের এই ফল খুবই হতাশা জনক। জানিয়েছেন পার্থ টেস্টে জয়ের পর তাঁরা কয়েক কদম এগিয়েছেন বলে ভেবেছিলেন। কিন্তু অনভিজ্ঞ ব্য়াটিং লাইনআপ নিয়ে খেলতে নামলে মেলোর্নের প্রথম ইনিংসের মতো ঘটনা কখনও কখনও ঘটে যায় বলে মন্তব্য করেছেন তিনি।

তবে এই হার থেকে তাঁরা শিক্ষা নিচ্ছেন। সিডনির আগেই দ্রুত নিজেদের ভুল ত্রুটি গুলো শুধরে নিতে চান বলে জানিয়েছেন অস্ট্রেলিয় অধিনায়ক। প্রথম ইনিংসের ব্য়াটিং ব্যর্থতার পর অস্ট্রেলিয়ার ব্যাটিং নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সমালোচকদের প্রধান নিশানা ছিলেন ওপেনার অ্যারন ফিঞ্চ ও মিচেল মার্শ।

এদিন অজি অধিনায়কের গলায় ইঙ্গিত মিলেছে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা সিডনি টেস্টে অজি দলে পরিবর্তন ঘটতে পারে। মেলবোর্ন টেস্টে হারের পর তিনি জানান, 'সব টেস্টের আগেই দলের ব্য়াটিং অর্ডার ও প্রথম একাদশ নিয়ে আলোচনা হয়। সিডনি টেস্টের আগে এই সপ্তাহেও তার ব্যতিক্রম হবে না।

তিনি আরও জানান, সিডনিতে পরিস্থিতি কিছুটা আলাদা হবে। তাই সেই কথা মাথায় রেখে পরের টেস্ট জেতার ফর্মুলা তৈরি করবেন তাঁরা। সেই নয়া ছকের অংশ হিসেবে এদিন জানা গিয়েছে সিডনি টেস্টের আগে অজি স্কোয়াডে যোগ দিচ্ছেন মার্নুস লাবুসচাগ্নে। চলতি বছরের শুরুতে তিনি অস্ট্রেলিয়ার হয়ে দুটি টেস্ট খেলেছিলেন।

English summary
Tim Paine marked Aussie batting failure as the reason behind their defeat against India in Melbourne test. 
 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X