For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়ার্নারের রাজকীয় প্রত্যাবর্তন, বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

রাজকীয় প্রত্যাবর্তন ডেভিড ওয়ার্নারের। ঠিক যেভাবে আইপিএলের আসরে মাতিয়ে দিয়েছিলেন ওয়ার্নার, নির্বাতন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই চমকে দিলেন তিনি

Google Oneindia Bengali News

রাজকীয় প্রত্যাবর্তন ডেভিড ওয়ার্নারের। ঠিক যেভাবে আইপিএলের আসরে মাতিয়ে দিয়েছিলেন ওয়ার্নার, নির্বাতন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই চমকে দিলেন তিনি। বিশ্বকাপের মতো বড় আসরে আফগানিস্তানের বিপক্ষে অসাধারণ জয় পেল অস্ট্রেলিয়া। ওয়ার্নারের সমঝদার ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া সহজ জয় তুলে নিল আফগনিস্তানের বিরুদ্ধে।

ওয়ার্নারের রাজকীয় প্রত্যাবর্তনে চেনা মেজাজে অস্ট্রেলিয়া

এবার ওয়ার্ম ম্যাচে ইংল্যাল্ড ও শ্রীলঙ্কার মতো বড় টিমকে হারিয়ে চমকে দিয়েছিল আফগানিস্তান। কিন্তু এদিন অস্ট্রেলিয়ার সামনে তেমন প্রভাব বিস্তার করতে পারেননি আফগানরা। সহজ টার্গেট সহজেই টপকে গেলেন ওয়ার্নার-ফিঞ্চরা। এদিন স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক মেজাজে ছিলেন না ওয়ার্নার। তবে তিনি চাইছিলেন বড় রান করে অস্ট্রেলিয়াকে জয় পাইয়ে দিতে।

সেইমতোই ফিঞ্চ ৪৯ বলে ৬৬ রানের ইনিংস খেলে ফিরে যাওয়ার পর ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জয় এনে দিলেন তিনি। ফিঞ্চ আউট হয়ে যাওয়ার পর উসমান খোয়াজা (১৫) ও স্টিভ স্মিথ (১৮)-কে নিয়ে আফগানিস্তানের ২০৭ রান টপকে যায় অস্ট্রেলিয়া। ১৫.১ ওভার বাকি থাকতেই তিন উইকেটে ২০৯ রান তুলে ম্যাচ জিতে নেন ক্যাঙারু-বাহিনী।

এদিন অস্ট্রেলিয়ার বিধ্বংসী বোলিংয়ের সামনে ধসে পড়ল আফগানিস্তানের ব্যাটিং বিক্রম। মাত্র ৩৮.২ ওভারে ২০৭ রানে শেষ হয়ে গেল আফগান ইনিংস। অর্থাৎ বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ২০৮ রানের লক্ষ্যমাত্রা রয়েছে। কামিন্স, জাম্পা আর স্টোনিসের ধারালো বোলিংয়ের সামনে এদিন অসহায় আত্মসমর্পণ করলেন আফগান ব্যাটসম্যানরা।

দুই ওপেনিং ব্যাটসম্যানকে প্রথমেই ফিরিয়ে দেন স্টার্ক ও কামিন্স। পাঁচ রানে দুই উইকেট খুইয়ে যখন ধুঁকছে আফগানরা, তখন আফগান ব্যাটিংকে টেনে তোলার চেষ্টা করেন রশমত শাহ ও হসমাতুল্লা শাহিদি। তাদের দুজনকেই প্যাভিলয়নের পথ দেখান তরুণ স্পিনার অ্যাডাম জাম্পা। ৭৭ রানে পাঁচ উইকেট খুইয়ে যখন ধুঁকছিল আফগান ব্যাটিং, সেখানে থেকে গুলমাদিন নায়েব ও নাজিবুল্লাহ জারদান ৮৩ রানের পার্টনারশিপ করেন।

এরপর আবার স্টোনিসের জোড়া ধাক্কায় বেলাইন হয়ে পড়ে আফগানরা। রশিট খান এই পর্বে মাত্র ১১ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলে আফগানিস্তানকে ২০০-র গণ্ডি পার করে দেন। শেষমেশ রশিদ খান আউট দতেই লড়াই শেষ। আফগানিস্তান ২০৭ রানের পুঁজি নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই চাপে। উল্লেখ্য, এর আগে প্রস্তুতি ম্যাচে আফগানিস্তান ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত জয় পায়।

English summary
Australia wins against Afghanistan in first match of WC Cricket 2019. David Warner’s tremendous performance helps to win Australia.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X