For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাফালি বর্মাদের প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয় কিংবদন্তি, বললেন 'অন্য ভারত'

শাফালি বর্মাদের প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয় কিংবদন্তি, বললেন 'অন্য ভারত'

  • |
Google Oneindia Bengali News

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের মহিলা ক্রিকেট দল। যে ছন্দে রয়েছেন শাফালি বর্মা, তাতে তাঁরা প্রথমবারের জন্য টুর্নামেন্টের ফাইনাল খেলতে চলেছেন বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। টিম ইন্ডিয়ার মহিলা সদস্যদের এই ক্লিনিক্যাল পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন অস্ট্রেলিয় কিংবদন্তি ব্রেট লি। শাফালি বর্মাদের সম্পর্কে কী বললেন তিনি।

ভারতের পারফরম্যান্স

ভারতের পারফরম্যান্স

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ এ-র প্রতিটি ম্যাচ জিতে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছেছে ভারত। অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাকে হারিয়ে এই উচ্চতা অর্জন করেছেন হরমনপ্রীত কৌররা।

দুর্দান্ত শাফালি

দুর্দান্ত শাফালি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মহিলা ক্রিকেট দলের হয়ে এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স দিয়েছেন ১৬ বছরের শাফালি বর্মা। ৪ ম্যাচ খেলে ১৬১ রান রয়েছে ভারতীয় ওপেনারের ঝুলিতে। ৯টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকার তৃতীয় স্থানে রয়েছেন শাফালি। টুর্নামেন্টে ব্যাটিং স্ট্রাইক রেটে (১৬১) রথি-মহারথিদের টেক্কা দিয়েছেন ১৬ বছরের ভারতীয় ক্রিকেটার।

অন্য ভারত

অন্য ভারত

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারত যে পারফরম্যান্স দিয়েছেন, তাতে মুগ্ধ হয়েছেন অস্ট্রেলিয় লেজেন্ড ব্রেট লি। তাঁর কথায়, এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছতে পারেনি ভারতের মহিলা ক্রিকেট দল। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে এবার 'অন্য ভারত' তাঁর চোখে পড়ছে বলে জানিয়েছেন ব্রেট লি। এই ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে বলে মনে করেন অজি কিংবদন্তি।

শাফালি ও পুনমের প্রশংসা

শাফালি ও পুনমের প্রশংসা

ভারতের ১৬ বছরের মহিলা ওপেনার শাফালি বর্মা ও স্পিনার পুনম যাদবের ভূয়শী প্রশংসা করেছেন ব্রেট লি। কার্যত এই দুই ক্রিকেটারের জন্যই ভারত সেমিফাইনালে পৌঁছেছে বলেও দাবি করেছেন লি। তবে ভারতীয় মহিলা ক্রিকেট দলের বাকি সদস্যরাও যে দুর্দান্ত, তাও জানাতে ভোলেননি অজি কিমবদন্তি।

অদূর ভবিষ্যতে বুমরাহ-শামি-ইশান্তের পরিবর্ত নিয়ে আভাস বিরাটেরঅদূর ভবিষ্যতে বুমরাহ-শামি-ইশান্তের পরিবর্ত নিয়ে আভাস বিরাটের

English summary
Australian legend Brett Lee praises the effort of Team India women team in T20 World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X