For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্লাভস থেকে 'বলিদান' চিহ্ন খুলুন ধোনি, বিসিসিআইকে বার্তা আইসিসি-র

মহেন্দ্র সিং ধোনির উইকেট কিপিং গ্লাভস থেকে ভারতের শহিদ জওয়ানদের শ্রদ্ধা সূচক 'বলিদান' চিহ্ন খোলানোর জন্য বিসিসিআইকে বার্তা দিল আইসিসি।

  • |
Google Oneindia Bengali News

মহেন্দ্র সিং ধোনির উইকেট কিপিং গ্লাভস থেকে ভারতের শহিদ জওয়ানদের শ্রদ্ধা সূচক 'বলিদান' চিহ্ন খোলানোর জন্য বিসিসিআইকে বার্তা দিল আইসিসি। ধোনির এই কাজ বিশ্বকাপে অংশগ্রহণকারী অন্য দেশের ক্রিকেটারদের ভাবনায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা। তাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় নেটিজেনরা।

গ্লাভস থেকে বলিদান চিহ্ন খুলুন ধোনি, বিসিসিআইকে বার্তা আইসিসি-র

বুধবার সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। উইকেটের পিছনে সেদিনও দুর্ধর্ষ মাহি, প্রোটিয়া অল-রাউন্ডার ফেহলুকওয়াওকে চকিতে স্টাম্প করেন। এবং ছুঁয়ে ফেলেন পাকিস্তানের উইকেটরক্ষক মইন খানের লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে বেশি ১৩৯টি স্টাম্পের রেকর্ড।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে যে গ্লাভসে এই নজির গড়েছেন এমএস, তার মাধ্যমে পুলওয়ামা সহ বিভিন্ন জঙ্গি হামলায় কিংবা সীমান্তে শহিদ হওয়া ভারতীয় জওয়ানদের প্রতি তিনি শ্রদ্ধাও জানিয়েছেন। ফেহলুকওয়াওকে আউট করার পর দলগত সেলিব্রেশনের সময় ধোনির দুই দস্তানার শেষ দুটি আঙুলে 'বলিদান' চিহ্ন ক্যামেরায় ধরা পড়েছে। মূলত ভারতীয় সেনার প্যারামিলিটারি ফোর্সের জওয়ানদের বলিদান চিহ্নের এই ব্যাচ দেওয়া হয়। বিশ্বকাপের প্রথম ম্যাচে উইকেট কিপিং গ্লাভসে সেই চিহ্ন পরে খেলতে নেমে দেশের শহিদ জওয়ানদের প্রতি নিজের আনুগত্য দেখান মাহি।

মহেন্দ্র সিং ধোনির এই অভিনব ভাবনাকে সাধুবাদ জানান ভারতীয় নেটিজেনরা। আবার মাহির এই কাজ নিয়ে আইসিসি অসন্তোষ প্রকাশ করায়, তার প্রতিবাদ করতেও ছাড়েননি ধোনি ভক্তরা। তবে আইসিসির বক্তব্য, কোড অফ কন্ডাক্ট অনুযায়ী বিশ্বকাপে খেলোয়াড়দের পোশাক কিংবা শরীরের সঙ্গে যুক্ত কোনো বস্তুতে রাজনৈতিক, ধর্মীয় কিংবা বর্ণ-বিদ্বেষমূলক চিহ্ন বা লেখা ব্যবহার করা যাবে না। কিন্তু ধোনির ভাবনা সেসবের উর্ধ্বে বলেই মনে করেন তাঁর ভক্তরা।

English summary
Balidan badge in MS Dhoni's gloves, ICC wants to remove it
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X