For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বোনের মৃত্যুসংবাদের ধাক্কা সামলে বাংলাদেশ অধিনায়ক আকবর আলির বিশ্বকাপ জয়

বোনের মৃত্যুসংবাদের ধাক্কা সামলে আকবর আলির বিশ্বজয়

  • |
Google Oneindia Bengali News

বিষ্ণোই বনাম বাংলাদেশ! একের পর এক গুগুলি, রবিবার রাতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে যাতে ব্যাট করতে নেমে নাস্তানাবুদ অবস্থা বাংলাদেশের। ফাইনালের লড়াই যখন বিষ্ণোই বনাম বাংলাদেশে পরিণত হয়েছিল তখনই ক্রিজে উইকেট ধরে রেখে ৪৩ রানে হাঁকিয়ে বাংলাদেশকে প্রথমবারের জন্য অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জিতিয়ে মাঠ ছাড়েন বঙ্গ অধিনায়ক আকবর আলি।

ঠান্ডা মাথার অধিনায়ক হিসেবে প্রশংসা

রান তাড়া করতে নেমে আলি যখন ব্য়াট করতে আসেন ততক্ষণে বিষ্ণোই ভেল্কিতে বাংলাদেশের টপ অর্ডারে সবাই আউট হয়ে ফিরে গিয়েছেন। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে ওপেনার ইমন। সেই পরিস্থিতিতে ঠান্ডা মাথায় ভারতের বিরুদ্ধে চাপ সামনে এক একটা বল খেলে যান আলি। যার পর তাঁকে বাংলাদেশের সংবাদমাধ্যমে ইতিমধ্য়েই ভারতের ঠান্ডা মাথার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করা শুরু হয়েছে।

বোনের মৃত্যুসংবাদের ধাক্কা সামলে আকবর আলির বিশ্বজয়

জানুয়ারিতে সন্তান প্রসব করতে গিয়ে বোন প্রয়াত হয়েছে। পারিবারিক এই ধাক্কার পর মনকে শক্ত করেন বঙ্গ অধিনায়ক।

পিচের লড়াইয়ের সঙ্গেই মানসিক লড়াইয়ে জয়ী আকবর

বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র প্রথম আলোর করা খবর অনুযায়ী দক্ষিণ আফ্রিকার মাটিতে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন ২২ জানুয়ারি জোড়া সন্তানের জন্ম দিতে গিয়ে আকবরের বোন খাদিজা খাতুন মারা যান। ফলে বোনকে হারানোর এই মানসিক ধাক্কা নিয়েই আকবরকে ২২ গজের লড়াই করতে হয়েছে। যার শেষটায় বিশ্বচ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়লেন আকবর আলি।

ফোকাস না হারাতে আকবরকে বোনের মৃত্যসংবাদ জানানো হয়নি

বোনের মৃত্যসংবাদ শুনে বিশ্বকাপের আকবর যাতে ফোকাস না হারিয়ে ফেলে, তার জন্য প্রাথমিকভাবে তাঁর পরিবার এই মৃত্যু সংবাদের খবর চেপে রাখা হয়েছিল। পরে অবশ্য আকবরকে তা জাননো হয়।

English summary
Bangladesh captain Akbar Ali Win u19 CWC world cup, after Loss Of Sister During World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X