For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাকিবের ব্যাটে ভর করে ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর বাংলাদেশ

ইংল্যান্ড বিশ্বকাপে ইতিহাস গড়ার পথ প্রশস্থ করছে বাংলাদেশ। আর সেই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন আর কেউ নন, অভিজ্ঞ সাকিব আল হাসান।

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ড বিশ্বকাপে ইতিহাস গড়ার পথ প্রশস্থ করছে বাংলাদেশ। আর সেই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন আর কেউ নন, অভিজ্ঞ সাকিব আল হাসান।

সাকিবের চওড়া ব্যাটে ভর করে ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলকে হারিয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে বিশ্বকাপের লিগ তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে তারা। বৃহস্পতিবার অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ অঘটন ঘটাতে পারে কিনা, সেদিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

সাকিবের ব্যাটে ভর করে ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর বাংলাদেশ

তবে এই বাংলাদেশ যে আগের থেকে সম্পূর্ণ আলাদা, তা এক কথায় মেনে নিচ্ছেন প্রত্যেকে। বড় ম্যাচে প্রধান্য বিস্তারের সব উপকরণই মাশরাফি মোর্তোজার দলে মজুত আছে, তা স্বীকার না করে উপায় নেই। যাঁর কাঁধে ভর করে টাইগাররা এখনও পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছেন, সেই সাকিব আল হাসান ইতিমধ্যেই টুর্নামেন্টে দুটি শতরান (অপরাজিত ১২৪, ১২১)ও দুটি অর্ধ শতরান (৭৫, ৬৪) করে ফেলেছেন। তাবড় ব্যাটসম্যানদের পিছনে ফেলে বিশ্বকাপে এখনও পর্যন্ত তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে একটি ম্যাচও খেলার সুযোগ না পাওয়ার খেদ হয়তো তাঁকে তেতে তুলেছিল। তাই টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই বিশ্বকাপের প্রস্তুতি শিবিরে যোগ দিতে দেশে ফিরে যান সাকিব আল হাসান। অনুশীলনের জন্য নিজের ছোটবেলার কোচকেও সেই শিবিরে নিয়ে যান বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। নিঃসন্দেহে বিশ্বকাপে এর ফলও পাচ্ছেন এই বাঁ-হাতি অল-রাউন্ডার। সাকিবের ব্যাট ইংল্য়ান্ড বিশ্বকাপে বাংলাদেশকে অনেক দূর নিয়ে যেতে পারে বলেই আশা ক্রিকেট প্রেমীদের।

English summary
Bangladesh dreaming for history on the verge of Shakib's bat in World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X