For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সতীর্থ ক্রিকেটারকে পিটিয়ে নির্বাসিত বাংলাদেশি ক্রিকেটার

সতীর্থ ক্রিকেটারকে পিটিয়ে নির্বাসিত বাংলাদেশি ক্রিকেটার

  • |
Google Oneindia Bengali News

সতীর্থ ক্রিকেটারকে পিটিয়ে ১ বছর নির্বাসিত বাংলাদেশি ক্রিকেটার। বাংলাদেশের প্রাক্তন টেস্ট খেলিয়ে ক্রিকেটার শাহাদাত হোসেনের বিরুদ্ধে দলের সতীর্থের গায়ে চড়াও হওয়ার অভিযোগ। যা নিয়ে তড়িঘড়ি ব্যবস্থা নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সতীর্থ ক্রিকেটারকে পিটিয়ে নির্বাসিত বাংলাদেশি ক্রিকেটার

সম্প্রতি খুলনার শেখ আবু নাশের স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের প্রতিদ্বন্দ্বীতায় ঢাকা বনাম খুলনা ডিভিশনের ম্যাচে আরাফাত সানি, পেসার শাহাদাত হোসেনকে বলের পালিশ চকচকে কড়া নিয়ে পরামর্শ দিয়েছিলেন।

এরপরই শাহাদাত হোসেন মেজাজ হারিয়ে সতীর্থ ক্রিকেটারের উপর চড়াও হন। মেজাজ হারিয়ে ঐ ক্রিকেটার আরাফাত সানির গায়ে হাত তোলেন বলে অভিযোগ।

পরে দলের অন্য ক্রিকেটাররা ঠিক সময় এসে বড়সড় কোনও অঘটন ঘটতে দেননি। পুরো ঘটনা খতিয়ে দেখে অভিযুক্ত শাহাদাত হোসেনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেদেশের ক্রিকেটে অংশ নেওয়া থেকে এক বছরের জন্য নির্বাসিত করে। বাংলাদেশের হয়ে ৫০টির বেশি ওডিআই ও ৩৮টি টেস্ট ম্যাচ খেলেছেন শাহাদাত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, 'লেভেল ৪ পর্যায়ের দোষ করায় এক বছরের নির্বাসন ঘোষণা হয়েছে। বাংলাদেশের কোনও ক্রিকেট প্রতিযোগিতায় আগামী এক বছরের জন্য় নির্বাসিত হওয়ার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।'

নিজের দোষ স্বীকার করে বোর্ডের রায় মেনে নিয়ে জাতীয় ক্রিকেট লিগ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন শাহাদাত।

English summary
Bangladeshi pacer Shahadat Hossain faces 1 year suspension for assault his teammate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X