For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রয়াত ম্যাজিক স্পেলের নায়ক বাপু নাদকার্নি, ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া

প্রয়াত ম্যাজিক স্পেলের নায়ক বাপু নাদকার্নি, ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া

  • |
Google Oneindia Bengali News

প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার বাপু নাদকার্নি। বার্ধক্যজনিতে রোগভোগের কারণে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। শুক্রবার সন্ধ্যেয় মেয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার। ভারতের হয়ে ১৯৫০-৬০ সালের মধ্যে ৪১টি টেস্ট খেলেছিলেন তিনি। ভারতীয় ক্রিকেট তাঁকে মনে রাখবে ১৯৬৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাজিক স্পেলের জন্য।

প্রয়াত ম্যাজিক স্পেলের নায়ক বাপু নাদকার্নি, ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া

১৯৫৫ সালে দেশের হয়ে নাদকার্নি আন্তর্জাতিক অভিষেক করেন। টেস্ট ক্রিকেটে চারবার পাঁচ উইকেট নেওয়ার নজির রয়েছে। নাদকার্নির প্রয়াণে ভারতীয় ক্রিকেটমহলে শোকের ছায়া। টুইট করে প্রাক্তন ক্রিকেটারকে শ্রদ্ধা জানিয়েছেন সচিন তেন্ডুলকর। সচিন টুইটে লিখেছেন, 'নাদকার্নির মৃত্যু সংবাদ পেয়ে শোকাহত। ক্রিকেট জীবনের শুরু থেকে নাদকার্নির ২৭ ওভারের মেডেন স্পেলের গল্প শুনে বড় হয়েছি। তিনি আজ নেই ভাবতেই পারছি না।'

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Very sad to hear about the demise of Shri Bapu Nadkarni. I grew up hearing about the record of him bowling 21 consecutive maiden overs in a Test. My condolences to his family and dear ones.<br>Rest in Peace Sir🙏. <a href="https://t.co/iXozzyPMLZ">pic.twitter.com/iXozzyPMLZ</a></p>— Sachin Tendulkar (@sachin_rt) <a href="https://twitter.com/sachin_rt/status/1218205529907974145?ref_src=twsrc%5Etfw">January 17, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

ভারত-অস্ট্রেলিয়া কমেন্ট্রির জন্য শুক্রবার রাজকোটে ছিলেন সুনীল গাভাসকর। সেখান তিনি বলেছেন, নাদকার্নি যখন ক্রিকেট খেলত,তখন ব্যাট-গ্লাভস থাকত না। বল গায়ে এসে পড়ত। কিন্তু উনি সবসময় লড়ে যেতে বলতেন।

ক্রিকেট কেরিয়ারে কৃপণ বোলিং করার জন্য নাদকার্নির দারুণ সুনাম ছিল। ব্যাটে বড় রান বা বলে উইকেট পাওয়ার কারণে নয়, কৃপণ বোলিংয়ের জন্যেই সবাই বাঁ-হাতি এই স্পিনারকে চিনত। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৬৪ সালে ঘরের মাঠে চেন্নাই টেস্টে ৩২ ওভার হাত ঘুরিয়ে ২৭ ওভার মেডেন দিয়েছিলেন। সেই টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে নাদকার্নির বোলিং স্পেল ছিল ৩২-২৭-৫-০! এই ম্যাজিক স্পেলের নায়ক হিসেবে ক্রিকেটভক্তদের মনে চিরদিনের জন্য স্থান করে নিয়েছেন নাদকার্নি।

English summary
Bapu Nadkarni passes away, Sachin Tendulkar-Sunil Gavaskar Pay Tribute
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X