For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যে ব্যাটসম্য়ানরা বিশ্বকাপে দাপট দেখাতে পারেন, এক নজরে দেখে নিন

২০১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচেই উঠল ৫৮১ রান। তা থেকে প্রমাণ হয়, এই টুর্নামেন্ট ব্যাটসম্যানদেরই হতে চলেছে। প্রথম ম্যাচে দাপটের সঙ্গে ব্যাট করেছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। বিশ্বকাপে ব্যাট হাতে তেমনই দাপ

  • |
Google Oneindia Bengali News

২০১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচেই উঠল ৫৮১ রান। তা থেকে প্রমাণ হয়, এই টুর্নামেন্ট ব্যাটসম্যানদেরই হতে চলেছে। প্রথম ম্যাচে দাপটের সঙ্গে ব্যাট করেছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। বিশ্বকাপে ব্যাট হাতে তেমনই দাপট কে কে দেখাতে পারেন, তার একটা সম্ভাবনা।

বিরাট কোহলি

বিরাট কোহলি

২২৭টি একদিনের ম্যাচে ১০৮৪৩ রান। ওয়ান ডে সেঞ্চুরির নিরিখে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের (৪৯টি) প্রায় কাছাকাছি পৌঁছে গেছেন বিরাট কোহলি (৪১টি)। ওয়ান ডে-তে তাঁর ব্যাটিং গড় ৬০ ছুঁইছুঁই। সমীত ওভারের ক্রিকেটে এই মুহূর্তে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ক্রিকেটার তথা টিম ইন্ডিয়ার অধিনায়ক ইংল্যান্ড বিশ্বকাপের এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন।

ডেভিড ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার

বল বিকৃতি কাণ্ডে এক বছরের নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। আইপিএলে মাত্র ১২ ম্যাচ খেলে ৬৯২ রান করা ডেভিড ওয়ার্নার বিশ্বকাপের অন্যতম কি প্লেয়ার হতে চলেছেন, মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়ার জার্সিতে ১০৬টি একদিনের ম্যাচ খেলে ৪৩.৪৩-র গড়ে ৪৩৪৩ রান করেছেন ওয়ার্নার। ১৪টি সেঞ্চুরিও রয়েছে অজি ওপেনারের।

স্টিভ স্মিথ

স্টিভ স্মিথ

ডেভিড ওয়ার্নারেরই সঙ্গে বল বিকৃতি কাণ্ডে এক বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত ছিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ। সেই দুঃসময়ে তাঁর ব্যাটে যে ঘুন ধরেনি, তা তিনি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করে প্রমাণ করেছেন। অস্ট্রেলিয়ার হয়ে ১০৮টি একদিনের ম্যাচ খেলে ৪১.৮৪ গড়ে ৩৪৩১ রান করেছেন স্মিথ। ৮টি সেঞ্চুরিও রয়েছে প্রাক্তন অজি অধিনায়কের।

ক্রিস গেইল

ক্রিস গেইল

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৮৯টি একদিনের ম্যাচে ১০১৫১ রান করা বিধ্বংসী ক্রিস গেইল ৩৯ বছর বয়সেও বিশ্বকাপে ঝড় তুলতে পারেন।

আন্দ্রে রাসেল

আন্দ্রে রাসেল

আইপিএলে সর্বোচ্চ ২০৪.৮১ স্ট্রাইক রেটে ৫১০ রান বানানো ক্যারিবিয়ান টর্নেডো আন্দ্রে রাসেল বিশ্বকাপেও তাবড় বোলারদেক রাতের ঘুম কেড়ে নিতে পারেন।

ইংল্যান্ডের থ্রি জে

ইংল্যান্ডের থ্রি জে

ইংল্যান্ডের ওপেনার জেসন রয়, জনি বেয়ারস্টো এবং ওয়ান ডাউন জো রুট বিশ্বকাপে ইংল্যান্ডকে অনেক দূর নিয়ে যেতে সক্ষম বলে ক্রিকেট বিশেষজ্ঞদের। তাঁদের মধ্যে প্রথম ও শেষ জন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে অর্ধ-শতরান করলেও, মাঝের জন ব্যর্থ হন। কিন্তু আইপিএলে বেয়ারস্টো-র ব্যাটিং ক্রিকেট বিশ্বের প্রশংসা কুড়িয়েছে।

কেন উইলিয়ামসন

কেন উইলিয়ামসন

১৩৯ ম্যাচে ১১টি শতরান সহ ৫৫৫৪ রান করা নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন এই বিশ্বকাপে ব্যাটে নজর কাড়তে পারেন।

কুইন্টন ডি কক

কুইন্টন ডি কক

আইপিএলে ১৬ ম্যাচে ৫২৯ রান করা উইকেটরক্ষক কুইন্টন ডি কক দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের মেরুদণ্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে লড়াকু অর্ধ-শতরান করেন কুইন্টন ডি কক।

English summary
Batsmen to look out for in England World Cup 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X