For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বোর্ডের ইউ টার্ন, ভারতীয় দলের ম্যানেজারকে দেশে ফেরালো না বিসিসিআই

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতীয় দূতাবাসের আধিকারিকর সঙ্গে খারাপ আচরণের অভিযোগ। যার জেরে বিতর্কে জড়িয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজার সুনীল সুব্রহ্মণ্যম।

  • |
Google Oneindia Bengali News

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতীয় দূতাবাসের আধিকারিকের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ। যার জেরে বিতর্কে জড়িয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজার সুনীল সুব্রহ্মণ্যম। এরপর বুধবার তাঁকে দেশে ফিরিয়ে নিয়ে আসতে চলেছে বিসিসিআই, এমনটাই জানা গিয়েছিল। পরে অবশ্য ইউ টার্ন নিল বোর্ড। জানা গিয়েছে এখনই সফরের মাঝে নজিরবিহীনভাবে সুব্রহ্মণ্যমকে দেশে ফেরানো হচ্ছে না।

এখনই চাকরি যাচ্ছে না সুব্রহ্মণ্যমের

এখনই চাকরি যাচ্ছে না সুব্রহ্মণ্যমের

ভারতীয় দূতাবাসের আধিকারিকের সঙ্গে খারাপ আচরণের জন্য নাকি সুব্রহ্মণ্যম চিঠির মাধ্যমে ক্ষমা চেয়ে নিয়েছেন। সেকারণে বিষয়টি নিয়ে বড়সড় জলঘোলা না করে, সুব্রহ্মণ্যমকে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের ম্যানেজারের দায়িত্বে বহাল রাখল বিসিসিআই।

ভারতীয় ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ

ভারতীয় ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ

প্রসঙ্গত ভারত সরকারের অনুরোধে জলসরক্ষণের সামাজিক বার্তা দিয়ে ভারতীয় ক্রিকেটারদের দিয়ে একটি বিজ্ঞাপন করার কথা ছিল। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সেই নিয়ে দলের ম্যানেজারের সঙ্গে কথা বলা হলে, তিনি নাকি দূতাবাসের আধিকারিকদের বার্তার যথাযত উত্তর দেননি, বিজ্ঞাপনে ভারতীয় দলে ক্রিকেটারকে সময় চেয়ে নেওয়ার অনুরোধটি পুরোপুরি সুব্রহ্মণ্যম এড়িয়ে যান বলে অভিযোগ।

বোর্ডের পক্ষ থেকে যা জানানো হল

বোর্ডের পক্ষ থেকে যা জানানো হল

বিসিসিআইয়ের পক্ষ থেকে সিওএ প্রধান বিনোদ রাই বলেছেন,' বোঝাপড়ার ভুলেই এই কাণ্ড ঘটেছে। ক্রিকেটারদের নিয়ে বিজ্ঞাপন তৈরির অনুরোধটা ভারত সরকারের পক্ষ থেকে এসেছিল, সেই গুরুত্ব বুঝতে ভুল করেছিলেন ম্যানেজার। পুরো বিষয়টি নিয়ে ক্ষমা চেয়ে নেওয়ায় সমস্যার সমাধান হয়ে গিয়েছে। '

English summary
BCCI allowed team manager Sunil Subramaniam to stay with the team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X