For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৪ দিনের কোয়ারেন্টাইনের ব্যবস্থা হলে তবেই অস্ট্রেলিয়ায় টেস্ট, বলল বিসিসিআই

১৪ দিনের কোয়ারেন্টাইনের ব্যবস্থা হলে তবেই অস্ট্রেলিয়ায় টেস্ট, বলল বিসিসিআই

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া কঠিন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট খেলতে যাওয়ার ক্ষেত্রে শর্ত আরোপ করেছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেটার নিরপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে অস্ট্রেলিয় ক্রিকেট বোর্ডকে আরও সচেষ্ট হওয়ার আবেদন জানিয়েছে বিসিসিআই।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯ লক্ষেরও বেশি মানুষ। মৃ্তের সংখ্যা দুই লক্ষ ৭০ হাজার ছাড়িয়ে গিয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় ১৯০০ মানুষ। অন্যদিকে, অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় সাত হাজারে পৌঁছে গিয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ১০০ জনের।

লকডাউনে বন্ধ ক্রিকেট

লকডাউনে বন্ধ ক্রিকেট

করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় দুই দেশেই জারি হয়েছে লকডাউন। প্রশাসনের নির্দেশ মেনে ঘরবন্দি রয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশিদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

অস্ট্রেলিয়ায় ক্রিকেট

অস্ট্রেলিয়ায় ক্রিকেট

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনা ভাইরাসের প্রভাব না কমলে সেই টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হতে পারে। আবার চলতি বছরের শেষে অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট ও ওয়ান ডে সিরিজ খেলার কথা টিম ইন্ডিয়ার। সেই সিরিজও সময়ে হবে বলে মনে করে না ক্রিকেট প্রেমীরা।

টেস্ট সিরিজ চাইছে অস্ট্রেলিয়া

টেস্ট সিরিজ চাইছে অস্ট্রেলিয়া

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ওই দুই সিরিজ হোক, তা মনপ্রাণ দিয়ে চাইছে স্টিভ স্মিথদের ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক টিম পেইন বলেছেন, ভারত তাঁদের দেশে খেলতে না এলে ৩০০ মিলিয়ন ডলার ক্ষতি হবে। ভারত ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ না হলে ক্যাঙারুর দেশ আর্থিক ক্ষতির মুখে পড়বে বলেও জানিয়েছেন পেইন।

বিসিসিআই-র বক্তব্য

বিসিসিআই-র বক্তব্য

বিসিসিআই-র কোষাধ্যক্ষ অরুণ ধুমলের কথায়, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ হোক, সেটাও তাঁরাও চাইছেন। সেই সিরিজ শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ায় বিরাট কোহলিদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখার প্রস্তাব দিয়েছেন অরুণ ধুমল। বর্তমান পরিস্থিতিতে ক্রিকেট শুরু করার উপযুক্ত পরিবেশ প্রয়োজন বলে মনে করেন বিসিসিআই-র কোষাধ্যক্ষ।

তরুণদের জন্য অনেক কিছু করেছেন সৌরভ, কী অবদান ধোনির? প্রশ্ন বিশ্বজয়ীর বাবা-রতরুণদের জন্য অনেক কিছু করেছেন সৌরভ, কী অবদান ধোনির? প্রশ্ন বিশ্বজয়ীর বাবা-র

English summary
BCCI is agree to play test in Australia if 14-day quarantine is ready to arrange
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X