For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বকেয়া দিচ্ছে না বিসিসিআই, হাটে হাঁড়ি ভাঙলেন রনজি ক্রিকেটাররা

বিসিসিআই ঘরোয়া রনজি ক্রিকেটারদের ২ বছর ধরে বকেয়া বেতন দিচ্ছে না। অ্যাসোসিয়েশান ও ক্রিকেটাররা বলছেন পরিষ্কারভাবে। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

২০১৭-১৮ রনজি ট্রফি এ মরশুমের মতো শেষ হয়ে গেছে। রনজি প্লেয়ারদের নতুন চুক্তি হয়েছে। পরিবর্তিত হয়েছে বেতন কাঠামো। এরমধ্যেই খবর গত দু মরশুমের বকেয়া টাকা এখনও পায়নি রনজি প্লেয়াররা। পাশাপাশি বকেয়াটা বাকি শুধু এক মরশুমের নয়, দু মরশুমের জন্য টাকা পায়নি তারা।

বকেয়া দিচ্ছে না বিসিসিআই, হাটে হাঁড়ি ভাঙলেন রনজি ক্রিকেটাররা

[আরও পড়ুন: মাঠে কীর্তি গড়ছেন মেসি আর মাঠের বাইরে কুকীর্তি অন্য মেসি-র ][আরও পড়ুন: মাঠে কীর্তি গড়ছেন মেসি আর মাঠের বাইরে কুকীর্তি অন্য মেসি-র ]

বিসিসিআই নতুন করে গ্রেড প্রথা চালু করার মুখে দাঁড়িয়ে। ভারতীয় ক্রিকেট দল , মহিলা ক্রিকেট দল এবং ঘরোয়া ক্রিকেটারদের অনেক উন্নত স্যালারি ক্যাপের আয়ত্তে আনতে চলেছে। এরইমধ্যে এই ধরণের বকেয়া না মেটানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্রিকেট মহলে।

একটি সর্বভারতীয় দৈনিকের খবর অনুযায়ি রনজি ক্রিকেটাররা এখনও বিসিসিআইয়ের ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি পায়নি। কিছু কিছু রাজ্য সংস্থা তাদের ক্রিকেটারদের কিছু কিছু বকেয়া মিটিয়েছে কিন্তু বোর্ডের পক্ষ থেকে যে মূল শেয়ারটা পাওয়ার কথা সেটা এখনও পাওয়া যায়নি। বোর্ডের আয় থেকে পাওয়া ১০.৬ শতাংশ রাজস্বের ভাগ এখনও হাতে এসে পৌঁছয়নি। প্রত্যেকটি প্লেয়ারের ম্যাচ ফি বাবদ ১২-১৫ লক্ষ টাকা পাওয়ার কথা।

বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে দুটি কারণের জন্য এই ঘটনা ঘটেছে। কমিটি অফ অ্যাডমিনিসট্রেটর ও রাজ্য সংস্থা লোধা কমিটির রিফর্মগুলো এখন সঠিকভাবে বাস্তবায়িত করতে পারেনি। তাই কীভাবে পেমেন্টটা দেওয়া হবে তা নিয়ে কাজ চলছে।

বিসিসিআইয়ের আধিকারিক জানিয়েছেন, 'সিওএ দায়িত্ব নেওয়ার পর কোনও জেনারেল বডি বৈঠক হয়নি, তাই অ্যাকাউন্ট ক্লিয়ার হয়নি। তাই প্লেয়াররা কতটা পাবে তাই নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। '

বকেয়া দিচ্ছে না বিসিসিআই, হাটে হাঁড়ি ভাঙলেন রনজি ক্রিকেটাররা

বিসিসিআইয়ের রোজগার হওয়া রাজস্বের ২৬ শতাংশ প্লেয়ারদের জন্য বরাদ্দ। ১৩ শতাংশ পান আন্তর্জাতিক ক্রিকেটাররা, ১০.৬ শতাংশ ঘরোয়া ক্রিকেটার বাকিটা মহিলা ও জুনিয়রদের দেওয়া হওয়ার কথা।

বোর্ড কর্তা আরও জানিয়েছেন, 'বোর্ডের থেকে প্লেয়াররা বকেয়া টাকা পান, বার্ষিক সাধারণ সভা হলে ক্রিকেটাররা নিজেদের বরাদ্দ পেয়ে যাবেন। তবে এই এজিএম কবে হবে তা কেউ জানে না। এমসিএ নিজেদের প্লেয়ারদের বকেয়া অনেকটা দিয়েছে। কিন্তু আমরা এখনও বোর্ডের টাকা পায়নি। '

বকেয়া দিচ্ছে না বিসিসিআই, হাটে হাঁড়ি ভাঙলেন রনজি ক্রিকেটাররা

মুম্বইয়ের অধিনায়ক আদিত্য তারে জানিয়েছেন বিসিসিআইয়ের থেকে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি তিনি বিসিসিআই য়ের থেকে পাননি। তাঁরা পেশাদার ক্রিকেটার নির্দিষ্ট সময়ে টাকা পাওয়াটা তাঁদের উচিত বলে সওয়াল করেছেন তিনি।

পারভেজ রসুল জম্মু -কাশ্মীরের তারকা ক্রিকেটারও জানিয়েছেন তাদের দল শেষ তিন বছরের বকেয়া এখনও বিসিসিআইয়ের থেকে পায়। রসুল জানিয়েছেন, 'আমরা সারা ভারতে পাঁচ তারা হোটেলে থাকি। সেখানে খাবারও আমাদের নিজেদের পয়সায় খেতে হয়। আমরা আমাদের রোজকার বরাদ্দও পাইনা।

English summary
BCCI is not paying domestic ranji players for more than 2 years. Assocition and cricketers are stating it clearly.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X